ট্রেড কপি করা মানে অন্যকে অনুসরণ করে ট্রেড করা।আপনি যাকে কপি করছেন তার বুদ্ধির উপর আপনি সম্পূর্ণ নির্ভর করছেন।যে যদি ট্রেড নিয়ে লাভ করে আপনি লাভ করবেন আর সে যদি লস করে আপনি ও লস করবেন।
Printable View
ট্রেড কপি করা মানে অন্যকে অনুসরণ করে ট্রেড করা।আপনি যাকে কপি করছেন তার বুদ্ধির উপর আপনি সম্পূর্ণ নির্ভর করছেন।যে যদি ট্রেড নিয়ে লাভ করে আপনি লাভ করবেন আর সে যদি লস করে আপনি ও লস করবেন।
আমি এই সত্যটির সাথে জোর দিয়ে বলতে চাই যে ডেমো অ্যাকাউন্টটি ফরেক্স শিখার প্রথম প্রথম থেকেই শুরু করা ভাল, একজন ব্যবসায়ীকে ফরেক্স ট্রেডিং ব্যবসায়ের সূচনা করতে ডেমো অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে দক্ষতা এবং ফরেক্সের জ্ঞানটি ট্যাপ করা শুরু করা উচিত তাদের ট্রেডিং ব্যবসায়ের স্বীকৃতি সক্ষম হতে।
প্রকৃতপক্ষে বৈদেশিক মুদ্রার বাণিজ্য যে কোনও গুরুতর মনের ব্যক্তির জন্য জীবন বদলাকারী ব্যবসা তবে বিষয়টির মজার বিষয়টি হ'ল ফোরেক্স ট্রেডিংটি খুব গুরুত্বের সাথে গ্রহণ করে এমন প্রতিটি শরীরই নয় কারণ বেশিরভাগ লোক ফরেক্স ট্রেডিংয়ের বাইরে দ্রুত অর্থ চায় এবং তাই তারা তাড়াতাড়ি হয় ফরেক্স ট্রেডিং থেকে দ্রুত অর্থোপার্জন করুন তবে বৈদেশিক মুদ্রার বাণিজ্যকে গুরুত্ব সহকারে নিতে এবং এতে সফল হওয়ার জন্য আপনার ট্রেডিং ক্যারিয়ারের শুরু থেকেই আপনার সঠিক ট্রেডিং মাইন্ড স্থাপন এবং আপনার ব্যবসায়ের দক্ষতা সময়ের সাথে গড়ে তোলা এবং ট্রেডিংয়ের মতো নয় যেমন আপনি রয়েছেন একটি ক্যাসিনো
একদম উচিৎ* না । আপনি প্রতিনিয়ত ট্রেড করতে থাকেন এবং একটি মাত্র সিস্টেম অনুসরন করেন । একটি পর্যায়ে আপনি অভিজ্ঞ হয়ে উঠবেন । আর তাই আপনাকে চেষ্টা করতে হবে । তাই এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তবে যাদের সময় আছে তারা যেন কারো ট্রেড কপি না করে আর সর্বদা যেন চেষ্টা করে নিজেই ভালভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করার।
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হয়। মার্কেটে প্রতিদিন কিছু নিউজ রিলিজ হয় আর সেই নিউজ গুলোকে বলা হয় ফান্ডামেন্টাল। আর যদি আপনার মন না টানে তাহলে পরবর্তীতে নিজে আনাল্যসিস করে ট্রেড দেয়াটা বেশি ভালো , অন্যর আনাল্যসিস এর উপর নির্ভর করার চেয়ে । তবে অনেকই ইন্সতাফরেক্স এর কপি সিস্টেম অ্যাকাউন্ট থেকে ট্রেড কপি করে ভালই ইনকাম করে ।
এক কথা আপনি অন্নের ট্রেড কপি করা মানে অন্নের বুদ্ধির উপর নির্ভর করা। নিজের জ্ঞান বুদ্ধি থাকার পর ও আমার মনে হয় অন্নের বুদ্ধির উপর নির্ভর না হয়াই ভাল। আপনি এনালাইসিস করে এ তারপর ট্রেড করেন আপনি প্রতিটা ট্রেড এ লাভবান হবেন এতে কোন সন্দেহ নাই। তবে কপি করে অনেক সময় বেশ লস করতে হয় তাই সব থেকে ভাল হল নিজে ট্রেড শিখে নিজের মত করে ট্রেড করা তাতে লস হলেও মনে একটা সান্তনা পাওয়া যায়।
ট্রেড কপি করা মানে অন্যের বুদ্ধির উপর নির্ভর করে ট্রেড করা, লাভ লস কিছুই নিজের জানা হলনা, লাভ কেন হল লস কেন হল কিছুই নিজে বুজলাম না। আসলে আমি মনে করি ফরেক্স তার জন্য যে নিজে শিখে জেনে তার জ্ঞান অনুযায়ী ট্রেড করা। তাহলে লসের চেয়েও লাভ করা সহজ। মার্কেটে আমি কি বুজলাম, কোন ভাবে ট্রেড করলে লাভ হবে বা কেন লস হচ্চে তখন বুজতে পারব।
আপনি ফরেক্স ট্রেড করতে আপনাকে অবশ্যই কারো না কারো হেল্প প্রোয়জন হবে তখন হেল্প টাই যদি আপনি মনে করেন কপি করা তাহলে আপনি কিভাবে ফরেক্স শিখবেন আপনাকে অবশ্যই কপি করতে হবে ট্রেড করতে করতে যখন আপনি দক্ষ ট্র্রেডার হবেন তখন আপনার আর কপির প্রোয়জন হবে না আপনি যার হেল্প নিবেন সে অবশ্যই আপনার ফরেক্স ট্রেইনার হতে হবে।কিন্তু আপনি একজন কে কপি করলেন যার ব্যালান্স আপনার তিনগুন। যতক্ষণে তার ট্রেড ব্যাক করে আসবে ততক্ষণে আপনার একাউন্ট ফকফকা। তাই যাই করেন না কেন আগে বুঝে শুনে তার পরে করবেন।
যে ট্রেডারগণ এই ফোরাম করতে গিয়ে কপি নকল করবে সে তার এ্যাকাউন্টকে নিজেই শেষ করে ফেলল । আমরা কখনোই কপি নকল করব না তাহলেই আমরা সমস্যায় পড়ে যাব । আর আপনারাও কখনোই এ্ কাজ ভুুলেও করবেন না । আপনাকে চেষ্টা করতে হবে । ফরেক্স এ কারও উপর নির্ভরশীল হওয়া , মানে নিজের স্ত্রীকে অন্যের হাতে দিয়ে দেয়া । আপনি যদি এই ব্যবসায় নিজেকে ধরে রাখতে না পারেন , তাহলে দয়া করে অন্য ব্যাবসায় মনোযোগ দিন ।
ট্রেডিং কপি করলে আমরা ফরেক্স থেকে ভালো লাভ করতে পারবো না। বরং লসের সম্ভাবনাই বেশি। সাধারণত আমরা জানি যে কোন কিছু নকল করে বেশী দিন টীকে থাকা যায় না।কারণ নকল করে বাস্তব জ্ঞান লাভ করা যায় না।ট্রেডে লস।ফলে নকল না করে সঠিক ভাবে বাস্তব জ্ঞান অর্জন লাভ করে ট্রেডিং করলে ভালো ফল আশা করা যাবে বলে আমি মনে করি।