-
আমি মনে করি ট্রেড ম্যানেজমেন্ট বলতে সহজ কথায় বোঝায় আপনি আপনার প্রতিটা ট্রেড যখন ম্যানেজ করবেন সেটাকেই বোঝায়। আপনি যত লটে ট্রেড ওপেন করবেন সেটা ম্যানেজমেন্টের আওতায়। আবার স্টপ লস এবং টেক প্রফিট সেট করাও ট্রেড ম্যানেজমেন্টের আওতায়। টেক প্রফিট এমন ভাবে সেট করতে হবে যেন মার্কেট তার চেয়ে বেশি উপরে না ওঠার চান্স থাকে। স্টপ লসও কম করে সেট করতে হবে।
-
ফরেক্সে আপনি যে ডলারটা বিনিয়োগ করলেন, এবং আপনি বিনিয়োগ করার পরে যখন ফরেক্স মার্কেটে ট্রেডিং করার আগে আপনার বিনিয়োগ করা কত ডলার দিয়ে ট্রেড করবেন, এবং ডলার অনুপাতে আপনাকে ট্রেড করতে করতে হয় আর যদি ডলার অনুপাতে আপনি যদি ট্রেড করতেনা পারেন তাহলে ডলার সব নষ্ট হয়ে যাবে, তাহাকে মানি ম্যানেজ মেন্ট বলে।
-
ফরেক্সে ট্রেড ম্যানেজমেন্ট বলতে বোঝায় আপনার ট্রেড গুলোকে ঠিক কি ভাবে ম্যানেজ করবেন। এখানে আপনি চাইলেই বড় বড় লটে ট্রেড করতে পারবেন না। আপনাকে ট্রেড করতে হবে আপনার একাউন্ট এর ব্যলান্সের উপর নজর রেখে। আপনার যদি পাচটা ওপেন পজিশান থাকে তবে তা কি আপনার বর্তমান ইকুইটি কভার করতে পারবে কিনা এই সব নিয়ন্ত্রন করাই হল ট্রেড ম্যানেজমেন্ট।
-
ট্রেড ম্যানেজমেন্ট বলতে সহজ কথায় বোঝায় আপনি আপনার প্রতিটা ট্রেড যখন ম্যানেজ করবেন সেটাকেই বোঝায়। আপনি যত লটে ট্রেড ওপেন করবেন সেটা ম্যানেজমেন্টের আওতায়। আবার স্টপ লস এবং টেক প্রফিট সেট করাও ট্রেড ম্যানেজমেন্টের আওতায়। টেক প্রফিট এমন ভাবে সেট করতে হবে যেন মার্কেট তার চেয়ে বেশি উপরে না ওঠার চান্স থাকে। স্টপ লসও কম করে সেট করতে হবে।
-
ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । কারণ মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনি আপনার ট্রেডের ঝুঁকি কমিয়ে লাভ নিশ্চিত করতে পারেন । যথার্থ মানি ম্যানেজমেন্ট এর ফলে আপনি কখনো বড় ধরনের রিস্কে যাবেন না । যার কারণে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে একটা ভালো অবস্থান নিশ্চিত করতে পারবেন । তাই মানি ম্যানেজমেন্ট মেনে চলুন লস থেকে দূরে থাকুন ।
-
ট্রেড ম্যানেজমেন্ট করতে হলে আপনাকে মানি ম্যনেজমেন্ট এবং লিভারেজ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ মানি ম্যনেজমেন্ট এবং লিভারেজ এই দুটোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ট্রেডিং কৌশলকে ঝুকির হাত থেকে কমিয়ে নিয়ে আসতে পারবেন। কারণ আমি মনে করি আপনি যদি সঠিকভাবে নিয়ম মেনে ট্রেড করতে পারেন তাহলে মানি ম্যনেজমেন্ট এর মাধ্যমেই আপনার সকল ধরনের ঝুকির প্রবণতা কমিয়ে আনতে পারবেন। তাই আমার মতে প্রত্যেক ট্রেডারের উচিত মানি ম্যনেজমেন্ট এবং লিভারেজ সম্পর্কে আগে ধারণা অর্জন করুন তারপর ট্রেডিং এনালাইসিস করুন তাহলে অবশ্যই সফলভাবে ট্রেড করতে পারবেন।
-
ট্রেড ম্যানেজমেন্ট আসলে ট্রেড করার পূর্ব পরিকল্পনা.একটি ট্রেড নেয়ার পূর্বে ওই ট্রেড এর রেট্ কত হওয়া উচিত.ওই ট্রেড এর লট পরিমান কত হওয়া উচিত,কত লিভারেজ এ তা খোলা হবে এইসব এর সঠিক নির্ধারণ নিশ্চিত করার জন্যই এই ট্রেড ম্যানেজমেন্ট করা হয়.আইটির মাদ্যমে আপনি আনার বিনিয়োগ অনুযায়ী ট্রেড করতে সক্ষম হবেন.
-
ট্রেড ম্যানেজমেন্ট হল আপনি কি পরিমাণ ঝুকিতে বা লাভে আপনি ট্রেড কর*তে চান এসব নিয়ে আলচনা করে। যেমন ট্রেড করার সময় আপনি কি পরিমান লাভ হলে ট্রেড ক্লোজ করতে চান সেই অপশনটি আছে। অপশনটির নাম টেক প্রফিট। সেখানে লাভের একটা এমাউন্ট উল্লেখ করে দিতে হয়। যখন বাজার লাভে থাকবে তখন ওই এমাউন্টে গিয়ে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন বাজার টেক প্রফিটের উর্ধে না যায়। আবার বেশি লস না পুশে স্টপ লসের মাধ্যমে লসের পরিমান অনেকটা কমানো যায়। সেই ক্ষেত্রে ট্রেড করার সময় স্টপ লস অপশনে একটা লস এমাউন্ট উল্লেখ করে দিতে হয়। যখন লসের পরিমাণটা ওই এমাউন্ট অতিক্রম করবে তখন ট্রেড ক্লোজ হয়ে যাবে। এতে লসের পরিমণ অনেকটা কমানো যাবে।
-
প্রতিটি ট্রেড করার আগেই আমাদের ট্রেড ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিত। কোথায় গেলে এন্ট্রি নেবো কোথায় আমরা টেক প্রফিট দিবো কোথায় স্টপলস দিবো কতটুকু রিস্ক নিবো এসবই ট্রেড ম্যানেজমেন্টের অংশ । যারা ট্রেডে ভালো ম্যানেজমেন্ট করতে পারে তারাই সফল হতে পারে।
-
ট্রেড ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ট্রেডেকে সঠিকভাবে পরিচালনার জন্য ব্যবস্থা গ্রহণ করা। যেমন ট্রেড শুরুর আগে একাউন্ট ব্যালেন্স অনুযায়ী লট সাইজ নির্ধারণ করা, স্টপ লস এবং টেক প্রফিট যথাস্থানে সেট করা। এগুলো সঠিকভাবে করার জন্য ট্রেড ম্যানেজমেন্ট করতে হয় নতুবা ট্রেড থেকে আশানুরূপ ফল পাওয়া যায় না। দেখা যায় আপনি এমন জায়গায় স্টপ লস দিলেন যেখান মার্কেট হিট করে আবার প্রফিটে ব্যাক করল তখন আপনার আফসোস হবে আরেকটু নিচে স্টপ লস দিলে ভালো হত। টেক প্রফিটের সময় ও অনুরূপ তাই ট্রেডকে সাফল্য দিতে অবশ্যই ট্রেড ম্যানেজমেন্ট করা দরকার।