-
ফরেক্স করতে হলে শুধু দরকার পরিশ্রম আর ধৈর্য্য,অল্প পুঁজি নিয়েই ফরেক্স শুরু করা যায়।আর ইনভেস্ট এর টাকা আমরা ফরেক্সে ফরাম পস্টিং এর মাধ্যমে ইনকাম করে ফরেক্সে ইনভেস্ট করতে পারি।এখানে ১ ডলার নেয়েও ট্রেড করা যায় সেক্ষেত্রে আমাদের ছোট ছোট ত্রেদ ডিতে হবে কারন অল্প ইনভেস্তমেন্ট এ লস হলে মার্কেটে টিকে থাকা যাবে না, একাউন্ট জিরো হয়ে যাবে।কিন্তু যারা নতুন তাদের জন্য অল্প পুজিই ভাল কারন নতুনেরা বেশিরভাগ ই লস করে।
-
অল্প পুজি নিয়েও ফরেক্স মার্কেট আয় করা যায় । ফরেক্স ট্রেড করতে মানির চেয়ে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা বেশী দরকার । কেননা আপনি অনেক বেশী পরিমানে ইনভেষ্ট করেও আপনার আপনার অদক্ষতার কারনে লস করে ব্যলেন্স শূন্য হয়ে যেতে পারে । তবে আপনি যদি দক্ষ হন তাহলে কম পুজি দিয়েও আনেক আয় করতে পারবেন ।
-
আমরা জানি অল্প পুজি নিয়ে ফরেক্সে ট্রেড করা সম্ভব। কিছু কিছু ব্রোকারের ফোরাম রয়েছে সেখানে পোস্টিং করে আপনি পোস্ত বনাস দিয়ে ট্রেড করতে পারবেন। এক্ষেত্রে কার্যত আপনার কোন পুজিই লাগবে না। যেমন ইন্সটা ফরেক্স, এফএক্স অপটিম্যাক্স ইত্যাদি। আবার কিছু ব্রোকারে কন্টেস্ট বোনাস দিয়ে ট্রেড করা যায়, যেমন রোবোফরেক্স। আবার এক্সনেসে মাত্র ৫ডলার ডিপোজিট করেও ট্রেড করা যায়।
-
আমি মনে করি ফ্রেক্স মাকেটে অল্প পুজি নিয়ে ফরেক্স ট্রেডিং করলে আয় হবে বা লস হবে এর কোন মানে নেই | আপনার যদি দক্ষতা থাকে তবে আপনি অল্প পুজি নিয়ে ফরেক্স ট্রেডিংয়ে করেও আপনি ফরেক্স থেকে লাভ করতে পারেন |আমার মনে হয় ফরেক্স মাকেট করতে হলে আপনি নুন্নতম ১০০ ডলার নিয়ে করবেন |
-
যদিও একটা কথা অনস্বীকার্য যে অল্প পুজি দিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকা কঠিন ।তবে অল্প পুঁজি নিয়েও ট্রেড করা যায়। যারা নতুন তাদের জন্য বেশি পুঁজি নিয়ে না নামাটাই ভাল । কারণ প্রথম অবস্থায় আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে । তাই অল্প পুঁজিতে লস হলেও তেমন খারাপ লাগেনা ।
-
ফরেক্স শিখার জন্য একটি ভাল উপায় হল সেন্ট একাউন্ট খুলে সামান্য বিনিয়োগ করে বড় ব্যালেন্স নিয়ে ট্রেড করা। এক ডলারে 100 ইউনিট পাওয়া যাবে। যা ট্রেডারের মনোবল বারিয়ে দিবে। মনে হবে আমার অনেক ব্যালেন্স আছে। ভাল ।
-
ফরেক্স মার্কেটে অল্প পুজি নিয়ে মার্কেটে টিকে থাকা সম্ভব না।তবে ফরেক্স মার্কেট এর ব্যবসা জানতে হলে নতুন অবস্থাই অল্প ইনভেস্ট করায় ভাল।তবে এখন বিভিন্ন ব্রোকার সাইট কিছু সুযোগ দিয়েছে যা আপনি ইনভেস্ট না করেও আপনার মুল্ধন তৈরি করতে পারেন।নো ডিপজিট বনাস, ফোরাম পোস্টিং এর মাধ্যমে বোনাস নিয়ে আপনি ট্রেড ওপেন করতে পারেন।
-
স্বাভাবিকভাবে অল্প পুজি নিয়ে ফরেক্স ট্রেডিংয়ে কিছুটা ঝুকি থাকে তার পরও আপনি যদি কেৌশলগত ভাবে ট্রেড করতে পারেন তাহলে আপনি স্বল্প পুজি দিয়েও বেশ ভাল আয় করতে পারবেন। সেই কারনে আপনাকে ট্রেডিং কেৌশল,দক্ষতা,অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে অনেক বেশি পারদর্শি হতে হবে।
-
ব্যবসার একটি সাধারন জিনিস অল্প পুজিতে অল্প আয়। বেশী পরিমান টাকা ইনভেস্ট করলে যে কোন ব্যবসা থেকে ভালো আয় করা সম্ভব । তেমনি ফরেক্স ও ঠিক তাই। ফরেক্স এ বেশি আয় করতে হলে। মূলঢন ও বেশী থাকা চাই। তা না হলে আমাদের আয় চোখে পরবে না।
-
আমার মতে আসলে অল্প পুজি নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। কারন আপনি অল্প পুজি দিয়ে বেশি লটে ট্রেড করতে পারবেন না এক বার একটু বড় লস করলে পরে ট্রেড দেয়ার মত ডলার থাকে না একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা আছে। তাই সবার উচিত বেশি বেশি পুজি নিয়ে তারপর ফরেক্স মার্কেটে ব্যবসা করা তাতে আপনার ট্রেড করতেও অনেক সুবিধা হবে এবং ট্রেড করে অনেক শান্তিও পাবেন।