-
এনালাইসিস হল মার্কেটের সঠিক অবস্থান বোঝা মানে কোন কারেন্সি কি পরিমান মার্কেটে মুভ করতে তার অবস্থান নির্নয় করা।মার্কেটে এনালাইসিস ৩ প্রকার।আর এই প্রকার এনালাইসিস এর মাধ্যেমে মার্কেটের সঠিক অবস্থান বোঝা যাই।যথা-
১।ফান্ডামেন্টাল এনালাইসিস
২।সেন্টিমেন্টাল এনালাইসিস
৩।টেকনিক্যাল অ্যানালাইসিস
-
অ্যানালাইসিস এমন এক পর্যবেক্ষণ যাহা আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা দিবে। আপনি কখন ট্রেড শুরু করবেন আর কখন ক্লোজ করবেন, এ সকল অ্যানালাইসিস এর উপর নির্ভর করে। আপনি যদি এনালাইসিস ছাড়া ট্রেড শুরু করেন তাহলে লসের সম্ভাবনাই বেশি থাকে, আর যদি এনালাইসিস করে ট্রেড শুরু ও শেষ করেন তাহলে লসের সম্ভাবনা কম থাকে। আপনার জন্য -
১, ট্যানিকেল
২, পানডামেন্টাল ও
৩, সেন্টিমেন্টাল
এই সব গুলো এনালাইসিস গুরুত্ব পূর্ণ।
-
মারকেত এ এনালাইসিস করে আমরা প্রাইচ বাড়বে বা কমবে তা জানতে পারব। কিন্তু এনালাইসিস ছাড়া তা আদৌ বলতে বলতে পারব না। আপনাকে সঠিকভাবে এনালাইসিস করে মার্কেট এ বাই এবং সেল করতে হবে। বাই এবং সেল করার মাধ্যমে আমরা মুনাফা অর্জন করতে পারব।
-
ফরেক্স মারকেটে এনালাইসিস হচ্ছে প্রাইজ নিধারনের চাবিকাঠি। প্রাইজ বাড়বে কি কম্বে তা জানার জন্য এনালাইসিস করতে হয়। আর নিয়মিত এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করলে লস এর সম্ভাবনা অনেক কম থাকে। তাই নিয়মিত এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করা উচিত।
-
এনালাইসিস হলো এমন এক পন্থা যার মাধ্যমে মার্কেট বুঝা হয়। যে ব্যক্তি যত ভাল এনালাইসিস করে ট্রেড বসাতে পারে সে তত ভাল আয় করতে পারবে ফরেক্স থেকে। তাই আমাদের সবার উচিত যে ফরেক্স এর সব এনালাইসিস গুলি ভাল করে শেখা। আর সে অনুযায়ি ট্রেড করে সফল হওয়া।
-
এনালাইসিস এর বাংলা অর্থ হলো বিশ্লেষণ । আর এর ভাবার্থ হলো আপনি ফরেক্স নিয়ে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করবেন যাতে করে আপনি লাভবান হতে পারেন । ফরেক্সে তারাই লাভবান হতে পারে বেশি যারা কিনা বিশ্লেষণে অনেক বেশি দক্ষ । একজন দক্ষ ট্রেডার ট্রেড করার আগে তার ট্রেড সিদ্ধান্তে যথার্থটা জানার জন্যই বিশ্লেষণ করে থাকে । এ ক্ষেত্রে বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপুর্ণ ।
-
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস সাধারণত আমরা দেখতে পায়।আর এই তিন ধরনের এনালাইসিস হল টেকনিক্যাল এনালাইসিস,ফান্ডামেন্টাল এনালাইসিস,এবং সেন্টিমেন্টাল এনালাইসিস এর ফলে আপনার এনালাইসিস হতে পারে আপনার সফলতার কারণ.অনেক সফল দের ই নিজের এনালাইসিস থাকে তাই আপনার ও সফল হতে হলে নিজের এনালাইসিস কাজে লাগানো উচিত ট্রেডিং এর সিন্ধান্ত নেওয়া হয় তাকে অ্যালাইসিস বলে।
-
ফরেক্স মার্কেটে সাধারণাত আমরা তিন ধরণের এনালাইসিস লক্ষ্য করতে পারি, যা হচ্ছে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস। এগুলোর মাধ্যমে আপনি ফরেক্স মার্কেট থেকে অধিক বেশি সফলতা অর্জন করতে পারবেন এমনকি বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন, যা আপনার ট্রেডিং সিস্টেমকে বদলে দিতে পারে । আর এই এনালাইসিস গুলো সঠিকভাব প্রয়োগ করে আপনি ফরেক্স মার্কেট থেকে অধিক লাভবান হতে পারবেন।
-
আমরা ফরেক্স মার্কেটে আসছি ট্রেড করে নিয়মিত প্রফিট করে একজন পেশাদার দক্ষ ট্রেডার হওয়ার জন্য৷ফরেক্স মার্কেটে আমরা কী ভাবে ক্রয়/বিক্রয় করবো ? কীভাবে জানবো এখন ক্রয় করবো না কী বিক্রয় করবো ? তাই মার্কেটে প্রাইস মুভমেন্টের উপর এনালাইসিস বা গবেষণা করে সঠিক সিদ্ধান্তে আসতে হবে৷নতুবা দেখা যাবে আমি আমার নিজের মনগড়া একটি পেয়ারে Buy দিলাম অথচ কিছুক্ষন পর দেখা গেল তা লসের দিকেই যাচ্ছে...কারণ আমি এনালাইসিস কিছুই জানি না,কিছুই বুঝিনা৷তাই আমার এন্ট্রী ভূল হয়েছে৷এজন্যই এনালাইসিস সঠিকভাবে না করে কখোনোই ট্রেড করা উচিৎ নয়৷
-
অ্যানালাইসিস হলো মার্কেট এর গতিবিধি নিয়ে পর্যবেক্ষন করা এবং মার্কেট এর পরবর্তী সময়ের গতিবিধি অনুমান করার জন্য পূর্বের গতিবিধি নিয়ে গবেষনা করা । তবে আপনার গবেষনা কতোটুকু কার্যকর হবে তা মার্কেট এর ট্রেন্ড নির্ধারন করে । টেকনিক্যাল অ্যানালাইসিস এ একজন ট্রেডার চার্টের বিভিন্ন আকৃতির প্যাটার্ন মেলানোর চেষ্টা করে । ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এ ট্রেডার দেশের অর্থনীতি নিয়ে গবেষনা করে । এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস আসলে কোনো গবেষনা না , এটি সাধারনত দার্শনিক মনোভাব এর প্রকাশ মাত্র ।