-
ফরেক্স মার্কেট এ কেউ লসের জন্য আসে না। তাই যখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে।আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অবশ্যয় ট্রেড করা থেকে বিরত থাকুণ।তবে আর একটি বিষয়ই না বললে হই না যে আপনি যদি ট্রেড না করেন তাহলে আয় করবেন কিভাবে। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো আনাল্যসিস করে ট্রেড করুন।
-
ফরেক্স করা এতটা সহজ না যে এটা করে খুব সহজে অনেক কিছু করা যাবে , কিন্তু আপনি যদি ভাল ট্রেডার হন তাহলে ভাল করতে পারবেন এবং অনেক টাকা উপার্জন করতে পারবেন । আপনি চাইবেন না যে আপনার লস হক তাই আপনাকে ভাল করার জন্য মার্কেট সম্পর্কে বুজতে হবে এবং বুজে ট্রেড বসাতে হবে তা না হলে আপনার ভুল ট্রেডিং এর কারনে আপনার স টাকে নিমিষেই শেষ হয়ে যেতে পারে । আমি ভাল করতে চাই তাই আমাকে অনেক বেশি করে এটা সম্পর্কে অনেক ভাল ধরনা থাকতে হবে।
-
কনফিউজড হয়ে কখনও ট্রেড করা যাবে না। যদি আপনি বুঝেন যে, লাভ হওয়ার সম্ভাবনা আছে তাহলে ট্রেড নিবেন। এমনতো নয় যে, আপনি ট্রেড করলেই লাভবান হবেন, লসও তো হতে পারে। ফরেক্স মার্কেট কনফার্ম বলতে কিছু নেই, সব কিছুই অনুমান নির্ভর। সুতরাং আপনার অনুমান করার ক্ষমতা যেন বেশী থাকে। যদি আপনি ভালভাবে ডেমো ট্রেড করেন তাহলে আপনার এই সমস্যা গুলো থাকার কথা নয়। তবে মাঝে মাঝে আমিও কনফিউজড হয়ে যাই তখন ট্রেড নেই না। কারণ মার্কেট সব সময় চলবে সুতরাং ট্রেড করার জন্য ব্যস্ততার কিছু নেই।
-
যারা ফরেক্স ট্রেডিং করে তাদের সবার একটাই আশা এই মার্কেট থেকে মুনাফা আয় করবে । ফরেক্স ট্রেডিং এ কেউ লস করতে চাই না । যখন আমি সঠিক এনালাইসিস করে ভালো কোন এন্ট্রি পয়েন্ট পাবনা তখন আমি ট্রেড এন্ট্রি নিব না । ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে সঠিক এনালাইসিস করে সঠিক এন্ট্রি টা নিতে হবে । আমি যত খন না সঠিক ট্রেডিং পজিশন পাচ্ছি আমি তত খন কোন ট্রেড এন্ট্রি নিব না ।
-
আমরা জানি ফরেক্সে সবার উদ্দেশ্য থাকে এখানে ট্রেড করার মাধ্যমে লাভবান হবে । কেউ চায় না যে লস করুক । এই ধরনের পরিস্থিতি যদি ট্রেড করি তবে অনেক লস তাহলে আমি অবশ্যই সেদিন আর ট্রেড করব না । কারণ লস হওয়ার চেয়ে ট্রেড না করাই উত্তম । কেউ ট্রেড দেওয়ার সময় শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবে না যে আজ ট্রেড করে আমি অনেক লাভবান হব ! লাভ লসের হিসেবটা যে কোন সময় মার্কেট পরিস্থিতি বদলে দিতে পারে । কারণ এই মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল ।
-
ফরেক্স মার্কেট অত্যান্ত রিস্কি মার্কেট এই মার্কেট এ সফলতা পেতে হলে আপনাকে দীর্ঘদিন এটার সঙ্গে লেগে থাকতে হবে এবং এই মার্কেট এর সেন্টিমেন্ট বুঝতে হবে। আমি এমন কোন বড় বুদ্ধিমান দেখিনি যে, অন্তত ৫-৭ বছর ব্যয় না করে এই মার্কেট এ সফলতা পেয়েছেন। বেশীর ভাগই সফল ট্রেডার অন্তত ১০-১২ বছরের অভিজ্ঞ, সুতরাং আমাদের সফলতা পেতে হলে দীর্ঘদিন মার্কেট এর সাথে লেগে থাকতে হবে। তাই ট্রেড করার জন্য পাগল হওয়ার কিছু নেই, দুনিয়ায় কিছু কাজ আছে খুব ধীরে করতে হবে, অপেক্ষা করতে হবে সুযোগের ট্রেডিং ও এই ধরনের ব্যবসা। তাই যদি কোন ট্রেড এ বুঝতে না পারেন কি হবে সেই ট্রেড নেওয়ার কোন প্রয়োজন নেই। আমিও কিন্ত কিছু ভূল করি যেমন আগেই যদি বুঝতে পারি ট্রেন্ড পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তাহলে ট্রেড নিয়ে বসে থাকি এবং পরবর্তীতে সেটা লস হয়। তাই তারা হুরা করার কিছু নেই।
-
ফরেক্স মার্কেট অ্যানালাইসিস না করেই করা হয় সে ক্ষেত্রেতো লস হবে আর এটিই স্বাভাবিক বিষয় কিন্তু যদি ট্রেডিং কেৌশলকে পরিপূর্নভাবে অনুসরন করে মার্কেট বুঝে ট্রেড করা হয় সে ক্ষেত্রে লসের সম্ভাবনা খুবই কম থাকে।
-
ভাই আমি এখানে নিজের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি নিজেকে একজন প্রফেশনাল ট্রেডারে পরিণত করতে চাই, এটাই হলো আমার প্রধান লক্ষ। এখন যে কোন ব্যবসা করতে গেলে সেখানে লাভ- লস তো থাকবেই। তাই বলে পিছিয়ে থাকলে চলবে না, ভয় করলে হবে না। আপনাকে সবকিছুর মাঝে একটা ভারসাম্য বজায় রেখে সামনে অগ্রসর হতে হবে।
-
সবাই এই ব্যবসায় মুনাফা উপার্জন করার জন্য আসে কেউ লস করার জন্য এই ব্যবসায় আসে না। আমিও তাদের মধ্যে একজন। আমি এই ব্যবসা হতে ভাল পরিমাণের মুনাফা উপার্জন করতে এসেছি। আর আমি মনে করি এই ব্যবসার মত দ্বিতীয় কোন ব্যবসা নেই যা আমাকে অধিক মুনাফা উপার্জন করতে সাহায্য করতে পারবে। তবে হ্যা এই ব্যবসায় অনেক ঝুকি রয়েছে। যারা এই ব্যবসায় বেশি মুনাফার জন্য বেশি ঝুকি নিয়ে ট্রেড করে তারা কখনই বেশিদিন ট্রেড করতে পারে না। তাই আপনি যদি এই ব্যবসা হতে ভাল মুনাফা উপার্জন করার জন্য কম ঝুকি নিয়ে ট্রেড করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন।
-
ভাই,মার্কেটকে দোষ দিচ্ছেন কেন ? অবশ্যই নিজের দিকে তাকানো উচিত, নিজেদের দুর্বলতার দিকে লক্ষ্য করা উচিত,আমরা কেন পারছি না ? কোথায় আমাদের ভুল ত্রুটি রয়েছে ? আমাদের কিভাবে কাজ করলে এখানে প্রতিষ্ঠিত ট্রেডার রূপে দাঁড়াতে পারবো ?... এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত৷ আমাদের সবারই স্মরণ রাখা উচিত যে আমাদের এই পৃথিবীর যে কোনো কাজ মানুষই করে থাকে, হয় আপনি করছেন নতুবা আমি করছি নতুবা অন্যরা কেউ করছে... এই বিশ্বে যত কঠিন কাজই আছে তা সবই কিন্তু মানুষই পরিচালনা করে থাকে৷ফরেক্স ট্রেড একটি আন্তর্জাতিক ব্যবসা- এটা আমরা সবাই জানি কিন্তু আমাদের এটা জানা উচিত যে এই আন্তর্জাতিক ব্যবসা করে আয় রোজগার করতে হলে অবশ্যই এই ব্যবসা সংশ্লিষ্ট সকল খুটিনাটি বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে বুঝতে হবে আয়ত্ত করতে হবে৷