-
হ্যা ভাই আমিও আপনার সাথে একমত।এটা অনেকেই মনে করে যে ফরেক্স অনেক সোজা কিন্তু তাদের এই ধারনা ভুল।আসলে ফরেক্স মার্কেট সম্পর্কে আপনি যত ভাল জানবেন ততভাল ভাবে আপনি ট্রেড করতে পারবেন।এক কথায় আপনি যদি ফরেক্স ভালভাবে বুঝেন তাহলে ফরেক্স আপনার জন্য সহজ হবে আর যদি না বুঝেন তাহলে অনেক কঠিন মনে হবে।
-
ফরেক্স আসলে ততটা কঠিন নয়। আবার তেমন সহজ নয়। আপনি ঘরে বসে ইউটিউব থেকে ফরেক্স সম্পর্কে জেনে আয় করতে পারবেন। তবে আপনাক অনেক এনালাইসিস করতে হবে। না হয় আপনাকে লসের সম্মুখীন হতে হবে। আপনি ধৈর্য্যাশীল হয়ে ফরেক্সে অগ্রসর হয়ে থাকেন ফরেক্স আপনার জন্য অবশ্যই সহজ মনে হবে। কারন দুনিয়ারে কোনো কাজই কঠিন নয় এটা মনে রাখবেন।
-
ফরেক্স মার্কেট এ যারা নতুন তারা ফরেক্স মার্কেট এ অনেকটা কঠিন বলে মনে করে থাকে। আর যাদের ফরেক্স মার্কেট এর অনেকটা জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা আছে তারা ফরেক্স মার্কেট অনেকটা সোজা মনে করে থাকে। আামার কাছে ফরেক্স মার্কেট অনেকটা সোজা মনে হয়। তবে কিছু কিছু জিনিস আছে যা বুঝতে অনেকটা কঠিন কবে প্রাকটিস করতে করতে কঠিন গুলো অনেকটা সোজা হয়ে যাবে ।
-
ফরেক্সে কাজ করতে হয় মেধার দ্বারা।ফরেক্স কোন কঠিন কাজ না এটা বুজতে পারলে অনেক সহজে অনেক টাকা উপার্জন করা যাই আমি মনে করি এটা খুবই সহজ যদি আপনি বুজে কাজ করেন আর যদি বুজে কাজ না করেন তাহলে এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে অনেকে অনেক সময় কিছু লস করে ফরেক্স ট্রেডং বাদ দিয়ে দেয় কিন্তু বুজতে চায় না যে কেন হয়েছে এটাকে অনেক কঠিন মনে করে এটাতে কাজ করা বন্ধ করে দেয় । কিন্তু আপনি দক্ষ হলে এটা অনেক সহজ মনে হবে।
-
হে ভাই নতুনদের মাঝে আমরা অনেকেই আছি যারা আকর্ষণীয় লাভের আশায় ফরেক্স মার্কেটে কোন কিছু না বুঝে শুনেই নেমে পরেছি । আমার মতে আপনি যদি যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে ফরেক্স মার্কেট আপনার জন্য কটিন কোন কিছু না তাই প্রথমে লাভের কথা ছিন্তা না করে শেখার চিন্তা করুন আশা করি সফল হবেন
-
ফরেক্স থেকে মুনাফা অর্জন করা সম্ভব কিন্তু তা খুব সহজ না কিংবা অসম্বভ ও না । ফরেক্স থেকে ভালো কিছু পেতে হলে আগে আমাদের ফরেক্স সম্পর্কে ভালো করে শিক্ষা গ্রহণ করতে হবে । অভিজ্ঞ ট্রেডারদের থেকে পরামর্শ নিতে হবে । অনেকদিন যাবৎ ডেমো একাউন্ট এ ট্রেড করতে হবে ।ডেমোতে ভালো করলে আপনি আসল ট্রেড এ যেতে পারেন । তবে ডেমো ট্রেড কে আসল ট্রেড এর মতো করে দেখতে হবে নতুবা ডেমো এর উপকারিতা পাওয়া যাবে না । আর একটি কথা ফরেক্স এ ট্রেড করে কিসু করতে চাইলে লোভ পরিহার করতে হবে ।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে ট্রেডাররা ৩ ধরনের মতবাদ দিয়ে থাকে।যথা-
১।কেউ কেউ মনে করে এই মার্কেটে ট্রেড করা তেমন কঠিন না
২।কেউ কেউ মনে করে এই মার্কেটে ট্রেড করা খুব কঠিন
৩।কেউ কেউ মনে করে এই মার্কেটে ট্রেড করা জুয়া বা লটারি করার মত।
আমি মনে করি এই মার্কেটে ট্রেড করা খুব কঠিন কারন কখন যে মার্কেটের মুভমেন্ট পরিবর্তন হবে আপনি বুঝতেও পারবেন না।তাই মার্কেটে আয় করতে গেলে একজন দক্ষ ট্রেডার হতে হবে।
-
আমি বলবো ফরেক্স নিয়ে মানুষের ধারনা দুই ধরনের। এক পক্ষ মনে করে ফরেক্স এ আর এমন কি! খালি বায় আর সেল নেয়াই তো! এ তো খুব সহজ। আবার আরেক পক্ষ মনে করে ফরেক্স খুবই কঠিন। এখানে ট্রেড করে টাকা আয় করা সম্ভবই না। আমার মতে এই দুই পক্ষের ধারনাই ভুল। ফরেক্স খুব কঠিনও না আবার খুব সহজও না। চেষ্টা করলে এখানে ভালো করা সম্ভব।
-
ভাই আপনাকে ফরেক্স মার্কেট হতে লাভ করতে চান তাহলে আপনাকে প্রথমে দক্ষতা অর্জন করতে হবে।আপনি আপনার রিয়েল একাউন্টের পাশাপাশি ডেমো প্রাক্টিস চালিয়ে যেতে হবে।অভার ট্রেড করা থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সঠিক ভাব মানিমানেজমেন্ট করে আপনাকে প্রতিটি ট্রেড ওপেন করতে হবে।লোভ ত্যাগ করতে হবে।
-
ঠিকই বলেছেন ফরেক্স কে যতটা সহজ মনে করে ফরেক্স এ আসা আসলে ফরেক্স অতটা সহজ নয়। বলতে পারেন ফরেক্স কঠিন একটি বিষয়। এখানে আপনাকে বিশ্বের অর্থনীতি সম্পর্কে জানতে হবে। রাখতে হবে প্রতিটি দেশের অর্থনীতির খোজ খবর। তবেই আপনি সফল হতে পারবেন। আর তা না হলে আপনি সফল হতে পারবেন না।