এক এক জনের ট্রেডিং সিস্টেম এক এক রকম ।আপনার নিজেকে একটি নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে ।আপনি ডেমোতে এক একটা সিস্টেম প্রয়োগ করে দেখেন সেটা আপনার সাথে মানিয়ে যায় কিনা ।যদি মানিয়ে যায় তবে আপনি তখন রিয়েল ট্রেড করতে পারেন ।
Printable View
এক এক জনের ট্রেডিং সিস্টেম এক এক রকম ।আপনার নিজেকে একটি নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে ।আপনি ডেমোতে এক একটা সিস্টেম প্রয়োগ করে দেখেন সেটা আপনার সাথে মানিয়ে যায় কিনা ।যদি মানিয়ে যায় তবে আপনি তখন রিয়েল ট্রেড করতে পারেন ।
ফরেক্স মার্কেট সম্পর্কে ট্রেডিং স্টাইল গড়ার জন্য দরকার ফরেক্স বেসিক শেকার পর ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক পরতে হবে বা ফরেক্স ট্রেডিং বা ভালো কোন প্লান তইরি করার জন্য ডেমো করতে হবে অনেক ভাবে ডেমো প্রাক্টিস করতে হবে তাহলে সম্ভব ।
ফরেক্স মার্কেটে ট্রেডিং স্টাইল বলতে বঝায় যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কন ভাবে ট্রেড করলে ভাল প্রফিট করা জেতে পারে তাকে বুঝায় তাই ফরেক্স মার্কেটে একটি ট্রেড ওপেন করতে গেলে কিভাবে করবো সেই স্টাটেজি গড়ে তুলতে হবে তাহলে ফরেক্স ট্রেড করে ভাল করা যাবে ।
ফরেক্স মার্কেটে এক এক জন ট্রেডার এর ট্রেড করার কৌশল এক এক রকম । আস্তে আস্তে শিখতে থাকলে ফরেক্স মার্কেটে আপনি কি ভাবে কাজ করবেন এবং কত দিয়ে কাজ করবেন ইত্যাদি ইত্যাদি নিজের মধ্যে তৈরি হয়ে যাবে । আর ফরেক্স মার্কেটে টিকে থাকার সব থেকে ভাল উপায় হল বেশি বেশি করে ভাল ভাল ট্রেডার দের অনুশীলন করা এবং মার্কেট নিয়ে ভাল করে পড়া ।
আমি মনে করি ট্রেডিং স্টাইল এক এক জনের এক এক রকম। সবার স্টাইল এক নয়। এখানে ট্রেড করতে করতেই প্রত্যেকে একটা স্টাইল তৈরি করে নেয়। এখানে কেউ বা সর্ট ট্রেড করে আবার কেউ লং ট্রেড করে। এখানে শর্ট টাইম ট্রেড করলে মুনাফা অল্প হলেও হয়। এখানে যারা দক্ষ তারা সবক্ষেত্রেই ভালো করতে পরে। তাই আমি বলি দক্ষ, ধৈর্যশীল, এবং পরিশ্রম এখানে যত বেশি করবেন ততোই ভালো করতে পারবেন। ধন্যবাদ
আমি মনে করি যে কোন ট্রেডারের সফলতার প্রথম শর্ত হল তার একটা প্রফিটেবল ট্রেডিং স্ট্রাটেজি। যতক্ষণ পর্যন্ত একটা প্রফিটেবল ট্রেডিং সিস্টেম বিল্ড আপ না করা যাবে ততক্ষণ পর্যন্ত মার্কেট এর ঘোরাফেরা করা শুধু সময় আর অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। তাই যারা এই মার্কেট এ এসেছেন সফলতার স্বপ্ন নিয়ে তাদের প্রথম কাজ হবে নিজের একটা প্রফিটেবল স্ট্রাটেজি গড়ে তুলুন নতুবা এত কষ্টের টাকা পুরোটাই জলে যাবে।
সবার জ্ঞান যেমন এক না তেমনি সবার কাজের স্টাইল একরকম না।আমি মনে করি আমার বেশী করে দক্ষতা বাড়ান ডেমোতে আপনার পদ্ধতি গুলো কাজে লাগান, যখন দেখবেন আপনি প্রতিটি ট্রেড এ লাভ করতে পারছেন তখন থেকে রিয়েল একাউন্টে ট্রেড শুরু করুন এবং আপনার স্ট্রাটেজী কাজে লাগান আপনি ট্রেড এ ১০০% সফল হবেন ই হবেন। এতে কোন প্রকার সন্দেহ নাই। তবে পূর্ব অভিজ্ঞতার সাথে সাথে নতুন নতুন প্লান তৈরি করতে হবে তাহলে আপনি শতভাগ সফল হবেন। অর্থাৎ লস করতে হবে না।বেশী পরিশ্রমী হওয়া,ধৈর্য্যশীল হওয়া,সময়কে ভালো করে কাজে লাগানো।দক্ষ তা বাড়ানো।সৃজনশীল হওয়া । আত্মবিশ্বাসী হওয়া।বেশী করেট্রেড করা।
ট্রেডিং স্টাইল প্রত্যেকেরই নিজস্ব একটা বৈশিষ্ট্য । একএক জন ট্রেডার তারা ভিন্ন ভিন্ন স্টাইলে ট্রেড করে থাকে। কোউ ডেমো ট্রেড করে স্টাইক শিখে,কেউ আাবার মার্কেট এনালাইসিসকরে ট্রেড করে,কউ বা আপকামিং নিউজ গুলো ফলো করে ট্রেড করে কেউ বা ভাগ্যে নির্ভর ট্রেগ করে।
তবে আমি মার্কেট এনালাইসিস করে ট্রেড করার চেষ্টা করি।
আমার মতে লং ট্রেড করা মোটেও উচিত নয়। আপনাকে মার্কেট ট্রেন্ড বুজে শট ট্রেড নিতে হবে। তবে প্রতিদিন নিউজ প্রকাশ হবার পরে নিলে উত্তম। আর প্রতি ট্রেডে টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। আর প্রতিদিন লাভ আসুক আর লস আসুক নতুন ট্রেড ওপেন না করাটাই উত্তম কাজ।
নিজের মত প্লানিং করে ট্রেডিং অভ্যাস গড়ে তুলতে হবে। অথবা ভালো কোন ট্রেডার কে ফলো করা যেতে পারে। নিজের জ্ঞান ও বৈশিষ্ঠ্য অনুযায়ী ট্রেড চয়েস করতে হবে। প্রত্যেকটা ট্রেড এনালাইসিস করে প্লানিং করতে হবে। এভাবে ধীরে ধীরে ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে।