-
আমি ফরেক্স ট্রেডিং এ এখন পর্যন্ত কখনও গোল্ড দিয়ে ট্রেড করিনি। তবে উপরের সবার মতামত থেকে যেটুকু বুঝতে পারছি তা হলো গোল্ডে ট্রেড করলে হয় জিরো না হয় হিরো এরকম বিষয়। আমার অনেক টা জুয়াও বলা যায়। কারন এক তো অল্প পূঁজি নিয়ে এখানে ট্রেড করলে টিকে থাকা সম্ভব নয় দ্বিতীয়ত অনেকে আছেন যারা কয়েক বার লাভ করার পরে আর লোভ সামলাতে না পেরে ট্রেড করে সব হারিয়ে ফকির হয়ে যায়। জুয়ারিরাও একই রকম করে। তাই আমি বলবো লোভ সামলিয়ে অল্প লাভ করে ফরেক্স ট্রেডিং এ টিকে থাকাই হলো একজন দক্ষ ট্রেডারের কাজ। তাই আমরা লোভ পরিহার করি এবং ফরেক্স ট্রেডিং এ টিকে থাকবো সেটা চিন্তা করে ট্রেড করি। ধন্যবাদ
-
গোল্ড মার্কেট দিনে নুন্যতম ১০০০ পিপ্স উঠানামা করে থাকে এবং এই মার্কেট যে লটেরই ট্রেড ওপেন করা হোক না কেন এর স্প্রেড সর্বদা ৬০ পিপ্স । যেমন কেউ যদি .১$ বা ১০ সেন্ট সমমূল্যের ট্রেড ওপেন করে তবে প্রথমেই তার ট্রেড .১*৬০=৬$ লস এ থাকবে । তাই বুঝতে পারা যায় যে এই মার্কেটে লস হলে যেমন বড় লস হয় তেমনি লাভ হলেও অনেক বেশী হয় । লোভে পড়ে আমিও গোল্ডে ট্রেড করেছি এবং লাভও করেছি ভালই কিন্তু কয়েক দিন পর যখন ক্যাপিটাল জিরো হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না । তাই শুধু মাত্র তাদেরই গোল্ডে ট্রেড করা উচিত যারা গোল্ড মার্কেট মুভমেন্টের সাথে পরিচিত ।
-
গোল্ড এ ট্রেড করতে হলে আপনার ব্যালেন্স অনেক বেশি রাখতে হবে।গোল্ডে অনেক বেশি প্রফিট করা যায় কিন্তু গোল্ডের লিভারেজ বেশি শব্দ আপনার ব্যালেন্স যদি অনেক বেশি থাকে তাহলে আপনি অনেক ভাল কিছু করতে পারবেন গোল্ড থেকে।তবে আমার অনুরোধ আমরা যারা নতুন ট্রেডার তারা গোল্ডে প্রাথমিক অবস্থায় ট্রেড না করাই ভালো।
-
না ভাই আমি গোল্ড ট্রেড করিনা,আমি মেজর কারেন্সী তে এন্ট্রি নিয়ে থাকি,ফোরাম বোনাস দিয়ে গোল্ড ট্রেড না করায় ভালো,কারন গোল্ড ট্রেড দিয়ে প্রফিট করলে প্রফিট উঠানো যাই না বরং একাউন্ট ব্যান্ড করে দেয়,তাই গোল্ড ট্রেড থেকে বিরত থাকুন,আর করতে ইচ্ছা হলে ডিপোজিট করে করুন।
-
না ভাই আমি কখনোও গোল্ডে ট্রেড করিনাই। তাই এই বিষয়ে আমার অভিজ্ঞতাও অনেক কম। তবে যতটুকু জানি মার্কেটের মুভমেন্ট প্রায় একই ধরনের হয়ে থাকে। তবে কারেন্সি মার্কেটের তুলনায় এখানে আপনার ব্যালেন্সও পর্যাপ্ত থাকতে হবে। তাই ভবিষ্যতে যদি কখনও সুযোগ মেলে হয়তোবা গোল্ডেও ট্রেড করব।
-
জী না ভাই আমি গোল্ড ট্রেড করিনা,গোল্ড ট্রেড এর জন্য অনেক ব্যালেন্স এবং অনেক দক্ষ ট্রেডার হতে হয়,এর দুইটার কোনটি আমার নেয়,গোল্ড এ যেমন অনেক লাভ করা যাই ঠিক তেমন লস ও হয়ে থাকে,তাই আমাদের মত নতুন ট্রেডারদের গোল্ড ট্রেড হতে বিরত থাকা উচিত।
-
আমি মনে করি নতুন ট্রেডারের জন্য ফরেক্স মার্কেটে গোল্ড দিয়ে ট্রেড কখনও করা উচিত না কেননা আমার মতে গোল্ড ট্রেড অত্যন্ত ঝুকিপূর্ণ একটি ট্রেড। কারণ গোল্ড মার্কেটে প্রতিনিয়ত অনেক বেশি মুভমেন্ট করে থাকে যা অন্য পেয়ারগুলো গোল্ডের থেকে অনেক বেশি নমনিয়। এছাড়াও গোল্ডে ট্রেড করতে চাইলে আপনাকে অবশ্যই একটু বেশি মুলধন নিয়ে ট্রেডে এন্ট্রি নিতে হবে, তা না হলে অল্প সময়ের মধ্যে আপনার ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। এজন্য আমি মনে করি নতুন এবং মধ্যেম জাতীয় ট্রেডারদের জন্য গোল্ডে ট্রেড করা কখনও উচিত না।
-
আমার মতে যারা খুব দ্রুত প্রফিট চান এবং খুব দ্রুত ট্রেড থেকে এক্সিট হতে চান তাদের জন্য গোল্ডে ট্রেড করা উচিত। এই পেয়ারটা খুবই ভোলাটাইল থাকে তাইেএখান থেকে খুব দ্রুত যেমন প্রফিট নেওয়া যায় আবার খুব দ্রুত লস করা যায়। তবে যাদের একাউন্ট ব্যলান্স ১০০ ডলারের নিচে তারা পারতপক্ষে এই পেয়ারে ট্রেড করবেন না।
-
গোল্ড একটি হাই ভলাটিলিটি মেটাল। এখানে মার্কেট মুভমেন্ট বেশি হয়ে থাকে। যে কারণে ইকুইটি ও দ্রুত ওঠানামা করে। খুব ভালোমানের ট্রেডার না হলে গোল্ডে ট্রেড করা উচিত নয়। এটা খুবই বিপজ্জনক হতে পারে অনভিজ্ঞদের জন্য। তবে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডারদের জন্য ভালো একটা প্রফিটের জায়গা এই গোল্ড।
-
আসলে গোল্ড দিয়ে ট্রেড করা আমি তো কখনে চিন্তাও করি না কারণ গোল্ড দিয়ে ট্রেড করার জন্য অনেক ব্যালেন্স এর দরকার হয়। যদি কখন লস হইয়ে যায় তাহলে সেই লসটা হই ভয়াভহক। কিন্তু লাভ হইলে অনেক বেশী লাভ হবে। আর গোল্ড দিয়ে ট্রেড করার আগে অনেক বেশি ভাবতে এবং এনালাইসিস করতে হবে যেন লস না হয়।