ফরেক্স মার্কেটে যে আপনি সমসময় প্রফিট করবেন তা হবে না । যদি কোন ট্রেড এ ভুল নাও হয়ে থাকে, তাহরেও আপনি লস এর মধ্যে পরতে পরেন, তাই ফরেক্স মার্কেটে ছোট ছোট লসগুলো আপনাকে মেনে নিতে হবে এবং ট্রেডিংয়ে আরো দক্ষ হবার দিকে মনোযোগ দিতে হবে। তাই মানসিকভাবে ও ফাইনেন্সিয়াল ভাবে লস মেনে নেওয়ার ক্ষমতা আপনার তৈরী করতে হবে। এর পাশাপাশী অপরকে সহযোগিতার মাধ্যমে আপনার ট্রেড আরও বেশি সফল হবার সম্ভাবনা বেশি রয়েছে। নতুন ট্রেডার হয়তো আপনাকে এমন প্রশ্ন করতে পারে, যার উত্তর আপনার জানা নেই। আপনাকে প্রশ্নের উত্তর খুজতে হবে, এবং পেলে আপনারও জানা হয়ে গেলো। মোটকথা প্রচুর পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে। পরিশ্রম করে শিখলে সে শিখা সহজে মন থেকে যায়।