আসলে এটি নির্দিষ্ট করে বলা মুশকিল যে ফরেক্স কারেন্সি পেয়ার গুলো একদিনে কত পিপস করে উঠানামা করে। তবে সব কারেন্সি পেয়ার দিনে ২০-৩০ পিপস মুভমেন্ট করে যদি মার্কেট সাইডওয়ে হয়। তার মার্কেটে যদি ভোলাটিলিটি বেশী থাকে সেক্ষেত্রে মার্কেটে মার্কেট ১০০ পিপস পর্যন্ত উঠানামা করে। বিশেষ করে যদি কোন হাই ইমপ্যাক্টের নিউজ থাকে তাহলে সেসময় মার্কেট একটু ভোলাটাইল হয় এবং নিউজের উপর ভিত্তি করে মার্কেট একটু বেশী উঠানামা করে। এছাড়াও বিভিন্ন সেশনেরও মার্কেট মুভমেন্ট একটু বেশী হয়। আপনি ২০১৯ এর কারেন্সি পেয়ারগুলোর দৈনিক গড় মুভমেন্টের একটি চার্ট আপনারদের সাথে শেয়ার করছি। আশা করি এখান থেকে আপনারা কিছুটা ধারনা পেতে পারেন।
আসুন সাতটি প্রধান কারেন্সি পেয়ার, ক্রস কারেন্সি পেয়ার এবং এক্সটিক কারেন্সি পেয়ার ২০১৯ সালের গড় মুভমেন্ট দেখি-
[ATTACH=CONFIG]9675[/ATTACH]