- 
	
	
	
	
		আপনি যখন ডেমো তে ট্রেড করবেন তখন আপনি যদি হাজার ডলার লাভ করেন তবুও আপনার কোন লাভ হবে না আর আপনি যদি হাজার ডলার লস করেন তুবুও আপনার কোন লস হবে না । কিন্তু আপনি যখন রিয়াল ট্রেড করবেন তখন আপনাকে টাকা ডিপোজিট করতে হবে আর লস হলে সেটা আপনার পকেট থেকে যাবে আর লাভ হলে আপনার লাভ হবে । আমরা সাধারনত প্রাকটিস এর জন্য ডেমো ট্রেড করি ।তবে ডেমো এবং রিয়াল মার্কেট উভয়ই লাইভ মার্কেট । 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হলে আপনাকে শুরুতেই ভালো করে ডেমো ট্রেডিং অনুশীলন করতে হবে ।কেননা এখানে ডেমো ট্রেডিং এর বিকল্প কিছু নাই। এছাড়াও আপনাকে গুরুত্ব সহকারে ডেমো ট্রেডিং করে সঠিক এনালাইসিস করা শিখতে হবে । আর আপনি যদি ডেমো ট্রেডিং সঠিক ভাবে শিখেতে পারেন এবং তারপর   ফরেক্স ট্রেডিং এ ভালো জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনার রিয়েল অ্যাকাউন্ট ভালো সফলতা অর্জন করতে সক্ষম হবেন। 
 
- 
	
	
	
	
		ডেমো ভার্চুয়াল মানি তাই ইচ্ছামত বাড়িয়ে নেওয়া যায়। ডেমোতে আমরা যে পরিমান ডলার পাই ঐ পরিমান ডলার আমরা রিয়েলে কখনো ডিপোজিট করি না। আর ডেমোতে তেমন গুরুত্ব দেওয়া হয় না কারন ডেমো টাকা হারালে কিছু যায় আসে না। কিন্তুু ডেমোতে গুরুত্ব না দিলে রিয়েলে ভালো করা সম্বাভ নয়। আমরা ডেমো টাকা কয়েক বার দিগুন করে, রিয়েলে ইনভেষ্ট করবো। ডেমোতে অল্প ডলার নিয়ে চেষ্টা করা উচিৎ। 
 
- 
	
	
	
	
		ডেমো এ্যাকাউন্টটা হচ্ছে ভার্চুয়াল মানি আর রিয়েল এ্যাকাউন্ট হচ্ছে আপনার বিনিয়োগকৃত টাকা। অর্থাৎ আপনি ডেমো এ্যাকাউন্ট দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন কিন্তু কোন মুনাফা বা ক্ষতি হয়ে আপনার কোন সমস্যা তৈরি হবে না বরং ডেমো এ্যাকাউন্ট দ্বারা ট্রেড করলে আপনি ফরেক্স বাজার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এছাড়াও এই ডেমো এ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ইন্ডিকেটর, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং আপনার কৌশলগত অভিজ্ঞতা প্রয়োগ করে এই বাজারের অভিজ্ঞতা সম্পর্কে নিজেকে দাড় করতে পারবেন। আর রিয়েল ট্রেডে শুধু আপনি ট্রেডিং কৌশল পরিচালনা করে মুনাফা উপার্জন করতে পারবেন, কিন্তু রিয়েল ট্রেডে আপনি সকল ধরনের পর্যালোচনা করতে যান তাহলে আপনার এ্যাকাউন্ট ঝুকির মুখে পড়তে পারে এমনকি ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। আর এটাই হচ্ছে রিয়েল আর ডেমো এ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। 
 
- 
	
	
	
	
		ডেমো একাউন্ট হল এমন একটি একাউন্ট যেখানে ট্রেড করার জন্য ওই একাউন্টে একটি নকল এমাউন্ট উল্লেখ থাকে। শেখার জন্য যা দিয়ে কেবল ট্রেড প্রক্টিস করা হয়। কিন্তু লাভ হলে সেখান থেকে লভ্যাংশ উত্তলন করা যায় না। আবার লস হলেও কোন ক্ষতিও হয় না। কিন্তু রিয়েল একাউন্টের ব্যালেন্সটা রিয়েল। এটা দিয়ে ট্রেড করে লাভ করলে লভ্যাংশ উত্তলন করা যায়। লস হলে ব্যালেন্স থেকে কর্তন হয়। তাই রিয়েল একাউন্টে হিসাব করে ট্রেড করা উচিৎ। অবশ্য ডেমো ট্রেডিং করার সময়ও ওটার ওপর গুরুত্ব দেওয়া উচিত তা না হলে রিয়েল ট্রেডিং করার সময় প্রব্লেম ফেস করতে হবে। 
 
- 
	
	
	
	
		ডেমো একাউন্টস যেখানে একটি নির্দিষ্ট পরিমানের টাকা থাকবে যা একাউন্ট খোলার সময় নিতে হবে। এটা আপনাকে প্রয়োগ করার জন্য দেওয়া হবে যে আপনি ফরেক্স ট্রেড সম্পর্কে কতটুকু দক্ষ । আর এই ডেমো ট্রেডে নিজের কোনো লস নেই,কোনো রিস্কের ব্যাপার নেই। যদি লাভ হয় তাও কিছু হবে না আর যদি লস হয় তাও কিছু হবে না । আর রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে যেখানে আপনার নিজ্স্ব রিয়েল সম্পদ বা মূলধন থাকবে যা আপনি ট্রেড করবেন যদি লস হয় তাহলে আপনার সত্যিকারের লস আর যদি লাভ হয় তাহলে আপনি তা উইড্র করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		আমার মতে রিয়াল আর ডেম একাউন্ট এর মধ্যে খুব একটা পার্থক্য খুজে পাওয়া যায় না। কারন ডেম ট্রেড আর রিয়াল ট্রেড এর মধ্যে কোন পার্থক্য নাই। আপনি যখন ডেম ট্রেড করবেন আর যখন রিয়াল ট্রেড করবা তখন আপনি বুঝতে পারবেন দুইটাই এক। শুধু মাত্র ডেম ট্রেড এর টাকা হলো ভার্চুয়াল ডলার। কিন্তু রিয়াল ট্রেড এ আসল ডলার। তাছাড়া সব এক। রিয়েল একাউন্ট থেকে ডেমো একাউন্টে বেশি প্রাধান্য দেওয়া উচিত কারন রিয়েই একাউন্ট এর সব সাফল্য নিরভর করে এই ডমো একাউন্ট এর উপর। 
 
- 
	
	
	
	
		ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল একাউন্ট এর মধ্যে কৌশলগত কোন পার্থক্য নেই।পার্থক্য শুধু এক জায়গায়।আর সেটি হল ডেমো একাউন্ট এর ব্যালেন্স রিয়েল একাউন্ট এর মত লাইভ নয়।অর্থাৎ ডেমো একাউন্ট এর ব্যালেন্স মূল্যহীন।তবে ডেমো একাউন্ট এর ব্যালেন্স দিয়ে রিয়েল একাউন্টের মতই ট্রেডিং করা যায় এবং প্রফিট অর্জন করা যায়। 
 
- 
	
	
	
	
		ডেমো এবং রিয়েল একাউন্টে ভিতর কিছু পার্থক্য দেখা যায় । যেমন ডেমোতো ডেমোই । ডেমো সাধারনত আমরা করে থাকি প্রাক্টিসের জন্য । আর এই ডেমোর একাউন্ট আপনি ট্রেড করতে পারবেন । কিন্তু উত্তোলন করতে পোরবেন না ।  এবং রিয়েল অ্যাকাউন্ট আপনি ইচ্ছা মত তুলতে পারবেন । 
 
- 
	
	
	
	
		ডেমো অর্থ প্রশিক্ষন আর রিয়েল মানে আসল । কথা হলো ফরেক্স আমাদেরকে ডেমো করলেও কিছু বোনাস দিচ্ছে । আর এ বোনাস দিয়ে ট্রেড করারও সুযোগ দিচ্ছে । তবে ডেমোর বোনাস উত্তোলন যোগ্য নয় । তবে বোনাসের ট্রেডের প্রফিট উত্তোলন যোগ্য । আর রিয়েলতো রিয়েল আপনি ট্রেড করতেও পারেন । চাইলে সবগুলো উত্তোলন করতে পারবেন।