-
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স বিজনেস আসলে আমার কাছে ও অনেক মজার বিজনেস মনে হয় কারন ফরেক্স মার্কেট হচ্ছে মুদ্রা ক্রয় বিক্রয়ের মার্কেট এই মার্কেট মুদ্রার দাম বাডুক কিংবা কমুক আমাদের প্রফিট ঠিকমত হয় তাই আমরা প্রচুর টাকা আয় করতে পারি।তবে এই মার্কেট অবজ্ঞতা এবং দক্ষতা থাকাই মুল কথা।ফরেক্স মার্কেট দক্ষতা থাকলে এই মার্কেট টিকে থাকা সম্ভব।
-
ফরেক্স মজার ব্যবসায় তবে ভাল ট্রেড না জেনে ট্রেড করলে ফরেক্স এ আপনি লস করবেন তখন আর ফরেক্স মজার ব্যবসায় থাকবে না। আর আসলে ফরেক্স একটি ব্যতিক্রম ব্যবসায়। এই ব্যবসায় আপনি ঘ্রে বসে বা যেখান সেখান থেকে করতে পারছেন।
-
বর্তমান বিশ্বে অনেক ধরনের পেশা রয়েছে তার মধ্য ফরেক্স একটা ব্যাতিক্রম এবং মজাদার পেশা । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে লাভবান হতে পারি এবং এই ব্যবসা একটা ব্যাতিক্রম ও মজার ব্যবসা । কেননা ফরেক্স মুক্তভাবে করা যায় যেখানে কারো অধীনতা নেই এবং এটা একটা স্মার্ট পেশা ।
-
ফরেক্স ব্যবসার কথা সাধারনত আমাদের দেশে নতুন এবং যারা এই ব্যবসার প্রতি তাদের মনযোগ দিয়েছেন তারা অবশ্যই দেখেছেন যে এই ব্যবসা অবশ্যই একটি মজাদার এবং দারুন ব্যবসা তো এবং এই ব্যবসাতে আপনি আপনার ভবিশ্যত ভাল করতে পারেন বলে আমি মনে করি।
-
বর্তমান বিশ্বে অনেক ধরনের পেশা রয়েছে তার মধ্য ফরেক্স একটা ব্যাতিক্রম এবং মজাদার পেশা । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে লাভবান হতে পারি এবং এই ব্যবসা একটা ব্যাতিক্রম ও মজার ব্যবসা । কেননা ফরেক্স মুক্তভাবে করা যায় যেখানে কারো অধীনতা নেই এবং এটা একটা স্মার্ট পেশা ।
-
ফরেক্স ব্যবসা একটি ব্যতিক্রম অন্যতম ব্যবসা। ফরেক্স করতে পেরে আমি নিজে খুব ভাল একটা বিজনেস হিসাবে মনে করি। করন ফরেক্স করার জন্য বাইরে যেতে হয় না। আমরা ঘরে বসে করতে পারি। পৃথিবিতে এরকম ব্যবসা কোথাও নেই যা ঘরে বসে করা যায়।
-
ডিয়ার মেম্বার হামকো বিজনেস কোএক খেলবি কল ভি নেহি সামাঝ না চাহিয়েএই যে কই খেল নাহি হেএ বহুতি আচ্ছা প্লাটফর্ম আচ্ছা প্রফেট কারতে হেওরে কে কামিয়াব জিন্দেগি গুজার তি হেলেকে নেশাটা বিহোগা জবাবমেঘনাথ করোগে অর বাংলাদেশ ফরেক্স ফরুম কোপ্রেম রোগেচমকে যেতে নওয়াবজাদা টাইম দোগেআপকে পাস এনালাইজার এক্সপেরিয়েন্সএট নাহি আয়েগা
-
ফরেক্স অবশ্যই একটি ব্যতিক্রমধর্মী মজার ব্যবসা কেননা অন্য যে কোন ব্যবসার মতো ফরেক্সে কোন প্রকার পন্য নিয়ে ব্যবসা সংঘটিত হয় না। বরং বিভিন্ন দেশের কারেন্সি ও মূল্যবান ধাতু নিয়ে ব্যবসা সংঘটিত হয়ে থাকে।এবং ফরেক্সে ব্যবসা করার জন্য কোন নির্দিষ্ট স্থানে বা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন হয়না ।পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই শুধুমাত্র ইন্টারনেট সংযুক্ত একটি ডিভাইস দিয়েই ব্যবসায় অংশগ্রহণ করা যায়। এমন কি ঘরে বসেও ফরেক্স মার্কেটে ব্যবসা করে আয় করা যায়।এছাড়াও ফরেক্স মার্কেটে ব্যবসা করার মাধ্যমে অতি অল্প সময়ে যে পরিমাণে আয় করা সম্ভব অন্য যে কোন ব্যবসা থেকে সেই সময়ে ওই পরিমাণে আয় করা কোনভাবেই সম্ভব না।তবে কেউ যদি ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ না হয়ে ফরেক্স মার্কেটে ব্যবসা আরম্ভ করে তাহলে সে এখান থেকে মজা উপভোগ করতে পারবে না বরং এটা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে।
-
যে কোন ব্যাবসা মানে হলো বুঝার জিনিস। আমরা সাধারনত যে ব্যবসা গুলা আমাদের আসে পাশে দেখে থাকি সেখানে শুধু এক দিকে লাভ হয় কিন্তু ফরেক্সে দুই দিকেই লাভ হয়। যদি দাম কমে যায় তাও লাভ হয় আর যদি দাম বেড়ে যায় তাও লাভ হয়। কিন্তু আগে বুঝতে হবে যে দাম কমে যাবে নাকি দাম বেড়ে যাবে। যখন দাম বেড়ে যাবে তখন কিনলে লাভ হবে আর যখন দাম কমে যাবে তখন বেচে দিলে লাভ হবে। না বুঝলে লাভ হবে না বরং লস করতে হবে। আসলেই ফরেক্স একটা মজার ব্যাবসা সাথে ঝুকির ও
-
সত্যই তাই ফরেক্স ব্যাবসা আসলেই মজার একটা ব্যাবসা। কারন ফরেক্স হল সেই মুদ্রা ক্রয় বিক্রয়ের শেয়ার মার্কেটে যেখানে মুদ্রার দাম বাড়লেও আপনি লাভ করতে পারছেন আবার দাম কুমলেও লাভ করতে পারছেন আর এই সবই নির্ভর করছে আপনার ফরেক্সের ট্রেডিং দক্ষতার উপর।তবে সব কথার এক কথা ফরেক্সে তখনই আপনি ভাল প্রফিট করতে পারবেন এবং নিজেকে সফল ট্রেডার হিসাবে সকলের কাছে তুলে ধরতে পারবেন যখন আপনি ফরেক্সের শিক্ষায় নিজেকে আলোকিত করতে পারবেন।