-
ফরেক্স থেকে আমি অনেক আশা করি কারন ফরেক্স থেকে আমরা অনেক অর্থ ইনকাম করতে পারি,তাই আমি ফরেক্স শিক্ষা ভাল করে নিয়ে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে যাযাচ্ছি,যদি ফরেএক্স থেকে ভাল করতে পারি তাহলে আমাদের দেশের মধ্যে ফরেক্স শিক্ষার স্কুল বানিয়ে ফরেক্স শিক্ষা দেব।
-
ভাই ফরেক্স থেকে আমার একমাত্র আশা আমি ফরেক্স থেকে অনেক অনেক আয় করব আমার জিবন কে সুন্দর ভাবে সাজাব | ফরেক্স ভাল করতে পারলে আমি ফরেক্স থেকে আয় করা পরিবারের মুখে হাশি ফুটাব আমি বিস্বাস করি ফরেক্স থেকে আয় করে আমি আমার আশা গুলো পুরন করব|
-
ফরেক্স নিয়ে সবার মত আমারও অনেক আশা। আমি ফরেক্স ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি একজন ছোট কম্পিউটার ব্যবসায়ী। ব্যবসার পাশা পাশি ফরেক্স করে থাকি। দীর্ঘ দিন ধরেই ফরেক্স করে আসছি। বর্তমানে আমি ফরেক্স এ কিছুটা সফল। যদি আমি ফরেক্স এ সফল হতে পারি তাহলে ভবিষ্যতে আমি আমার কম্পিউটার ব্যবসা ছেড়ে দিব। এবং ফরেক্স ব্যবসায় সম্পূর্ন মনোনিবেশ হবে।
-
ফরেক্স মার্কেট থেকে অবশ্যই আমি ভালো কিছু আশা করি। প্রতিদানে অংশগ্রহণ করে কিছু উপার্জনের আশায়। তাই প্রত্যেকটি ট্রেডার এই মার্কেট থেকে অবশ্যই ভালো কিছু আশা করে। আরে আশা পূরণ করতে হলে একজন ট্রেডার কে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম ও ধৈর্য ছাড়া এই মার্কেট থেকে কোন ভাবে সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই প্রত্যেকটা ট্রেডারকে ধৈর্যশীল হয়ে এই মার্কেটে কাজ করার চিন্তা চেতনা থাকতে হবে। তাহলেই ফরেক্স মার্কেট থেকে অবশ্যই কিছু পেতে পারে।,,,,,ধন্যবাদ।
-
সবাই চা্য় জীবনে যে কোন কিছুর মাধ্যমে সফলতা অর্জন করতে।তবে সফলতা অর্জনের জন্য কিছু কিছু মাধ্যম আছে যার দ্বারা মানুষ সফল হয়। ফরেক্স তেমন একটি মাধ্যম যার মাধ্যমে সহজেই অায় করা যায়।আমি একজন ছাএ।আমার ও তো কিছু আ্শা অাছে তাই আমি আশা পূরনের লক্ষে ফরেক্স কে বেছে নিয়েছি।আমি ফরেক্সের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে চাই ।আমি ফরেক্সের মাধ্যমে পরিবারের ঘাটতি পূরন করতে চাই।আমি চাই ফরেক্স থেকে আমি নিজে নিজেই স্বাবলম্বী হতে ।
-
অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে কারণ আমরা সবাই জানি যে একজন ব্যক্তি বেশিরভাগ তার ভুলগুলি থেকে শিখেন। আমরা আমাদের সেরাটি দিয়েছি তার বেশি আমরা বিশ্বে সাফল্য পাই। সুতরাং ট্রেডিংয়ের সমতল আকারে আমরা আরও শিখি অনুশীলন করি। আমরা যথাসাধ্য চেষ্টা করি তবে শ্বে কোন কিছুই অসম্ভব এবং কঠিন নয়। যেমন 'অসম্ভব' শব্দের অর্থ আই-এম
-
সাধারণত ফরেক্স মার্কেটে কাজ করার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো এখান থেকে খুব ভালো আয় করা । কারণ আমার মনে হয় এমন কেউ নেই যে এখান থেকে আয় করার উদ্দেশ্য ছাড়া শুধু শুধু ট্রেডিং করে থাকে। তাই অন্যান্য সকল ট্রেডারদের মত আমিও আশাকরি ফরেক্স মার্কেটে ট্রেড করে খুব ভাল প্রফিট করার।কেননা যখনই আমি এখান থেকে খুব ভাল প্রফিট করতে পারব তখনই আমার আর্থিক চাহিদা পূরণ করতে সক্ষম হব।তবে আমি এখান থেকে আয় করার পাশাপাশি ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাই যাতে করে বর্তমানে খুব ভাল প্রফিট করার পাশাপাশি ভবিষ্যতে মার্কেটে টিকে থেকে খুব ভালো নিশ্চিত করতে পারি।
-
ফরেক্স থেকে আমি মাসশেষে ভালো একটা প্রফিট আশা করি। ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন প্রফিটের আশা করা যায় না। কেউ যদি বলেন যে ফরেক্স থেকে প্রতিদিন প্রফিট করতে হয় তাহলে তার জন্য মার্কেট এ একসময় টিকে থাকা কস্ট হবে। কেননা যখন মার্কেট রেঞজ করে তখন একদিকে মার্কেট থাকে। আর সেই সময় ট্রেড করে তেমন লাভ হয় না।
-
ফরেক্স থেকে আপনি কি আশা করেন এই প্রশ্নের উত্তর সবাই বলবে ভাল কিছু। বলাটাই তো স্বাভাবিক। কেউ কখনো খারাপ চাইতে পারে না। আমি ফরেক্স থেকে নিজেকে বেস্ট ট্রেডার হিসেবে দেখতে চাই।
-
স্বাভাবিকভাবেই ফরেক্স হতে সবাই অনেক বেশি আশা করে এবং সবার একটাই প্রধান উদ্দেশ্য হল মুনফা অর্জন করা । তাই এই নিয়মের বাইরে আমিও নই । আমি ফরেক্স হতে আর্থিকভাবে স্বাবলম্বি হতে চাই । জীবনে চলার জন্য টাকার প্রয়োজন প্রতিটা মুহূর্তে ! তাই আমি আমার আর্থিক অবস্থা উন্নত করার জন্য ফরেক্স ব্যবসাকেই প্রধান আয়ের উৎস করতে চাই । ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে অনেক বেশি আশা করা যায় । কারণ আশাই হল মানুষের বেঁচে থাকার প্রেরণা । কিন্ত ট্রেডার ভায়েরা শুধু আশা করলে হবেনা ! নিজের আশা পূরণ করার জন্য কাজ করতে হবে