ফরেক্স পছন্দ করার অনেক কারন আছে সেটা একেক জনের জন্ন একেক রকম । যেমন আমার নিকট আমি একজন অবসর প্রাপ্ত সরকারী করমকরতা এই ব্যাবসা করআর জন্ন আমাকে বাহিরে যেতে হবে না ।
Printable View
ফরেক্স পছন্দ করার অনেক কারন আছে সেটা একেক জনের জন্ন একেক রকম । যেমন আমার নিকট আমি একজন অবসর প্রাপ্ত সরকারী করমকরতা এই ব্যাবসা করআর জন্ন আমাকে বাহিরে যেতে হবে না ।
ফরেক্স টাকা বানানো মেশিন । আমি মনে করে এই পৃথিবীতে আর কিছু নাই বা কোন প্রতিষ্ঠান নাই যে সে ফরেক্স এর থেকে ও বেশি আয় এনে দিতে পারে । তাই আমি ফরেক্স ব্যবসাকে এত ভালবাসি ও পছন্দ করি । আমি চাক্রি ছেড়ে দেবো শুধু ফরেক্স করবো কারন চারকির জন্য আমি ভাল করে ফরেক্স ব্যবসায় ট্রেড করতে পারি না । মুল কথা হল আমি ফরেক্স মন থেকে করতে চাই সারা জীবন ।
আমি ফরেক্স ব্যবসা পছন্দ করি কারণ ফরেক্স ব্যবসা আমার আর্থিক দিকটা স্বচ্ছল করে দিয়েছে । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আপনারাও এই ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেন ।
ব্যক্তিগতভাবে ফরেক্স ব্যবসা করে আমি নিজেকে সবচাইতে বেশী স্বাবলম্বী মনে করি । কারণ আমি ফরেক্স ব্যবসার মাধ্যমে জীবনের পরিবর্তন করেছি । ফরেক্স আমার ভাগ্যের উন্নতি করেছে । ফরেক্স ব্যবসা আমার জীবনে নতুন হলেও আমি যতটুকু বুঝতে পারলাম ফরেক্স আমার জীবনের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে । ফরেক্স ব্যবসা করে আমি আমার আত্নীয় স্বজনকেও স্বাবলম্বী করেছি । আত্নীয় স্বজন আমার উপর খুব খুশি হয়েছে । তাই আমি এই ফরেক্স ব্যবসা করতে খুব ইচ্ছুক ।
আমি ফরেক্স ট্রেডিং এই কারনে পছন্দ করি কারন ফরেক্স ট্রেডিং আমাকে অনেক দিয়েছে আর আমি মনে করি এর জন্য আমার কঠোর পরিশ্রম দ্বারা অর্জিত ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাই প্রধান ভূমিকা পালন করেছে। আমি আমার ট্রেডিং কেৌশল ব্যবহার করে এখনও ফরেক্স থেকে বেশ ভাল প্রফিট করছি।
আমার মনে হয় ফরেক্স অনেক বেশি প্রফিটঅ্যাবল বা লাভজনক একটি ব্যবসা। শুধু মনেই হয় না আমি এ ব্যাপারে শত ভাগ নিশ্চিত কারন ফরেক্স থেকে আমি এই প্রর্যন্ত ভালই আয় বা প্রফিট করেছি যার কারনে আমার ভিতর ফরেক্স সম্পর্কে অন্য রকম একটা বড় ধরনের আত্মবিশ্বাসের তৈরী করেছে যার কারনে অামার কাছে ফরেক্স বিজনেস অনেক ভাল লাগে।
ফরেক্স এ আমার পছন্দের কারন হল ফরেক্স মার্কেট নিজের কাছে একটি চ্যালেঞ্জকর ভাবে কাজ করি। আমি যদি ফরেক্স থেকে লাভ করি তাহলে আমার কাছে মনে আমি জিতেছি । আর যদি লস করে তাহলে আমার কাছে মনে হয় যে আমি হেরে হেছি। এছাড়া ফরেক্স থেকে চ্যালেঞ্জকর ভাবে আয় করতেছি।
ফরেক্স মার্কেটের ব্যাবসা আমি অনেক পছন্দ করি কারন ফরেক্স মার্কেটের ব্যাবসা আমারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারি ফরেক্স মার্কেটে ভাল ব্যাবসা করার জন্য আমরা ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে থাকি ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হবার জন্য ফরেক্স নিয়ে আমরা এনালাইসিস করে ট্রেড করি।
আমি ফরেক্স পছন্দ করি কারন ফরেক্স থেকে ট্রেড শিখে ট্রেড করে আয় করা যায়। ফরেক্সে যে সুযোগ সুবিধা আছে অন্য কোন মার্কেটে সেই সুবিধা নাই। আপনি ফরেক্স থেকে কোন টাকা ইনভেস্ট না করেও টাকা আয় করত্যে পারবেন। ফরেক্স আপনার আমার জন্য ফোরাম খুলে রেকেছে যেখানে আপনি পোস্ট করেলে বোনাস ডলার ট্রেড করে এই করতে পারবেন।
আমি ফরেক্স অনেকটা পছন্দ করি। আমি যখন ফরেক্স এ নতুন জয়েন্ট করেছি তখন ফরেক্স আমার কাছে অনেকটা বিরক্ত কর মনে হত। কিন্তু এখন আমার কাছে ফরেক্স অনেক ভাল লাগে। ফরেক্স এ নিজের কাছে একটি চ্যালেঞ্জকর ভাবে কাজ করে থাকে। আমি যদি জয়ী হই তাহলে আমার কাছে মনে হয় যে আমি ফরেক্স থেকে জিতেছি। যদি হেরে যাই তখন মনে হয় যে আমি হেরে গিয়েছি। আর এই হারা- জেতার মধ্যেই ফরেক্স এর করা অনেকটা আনন্দ দায়ক। আর অনেকটা লাভ।