ফরেক্স মার্কেটে ট্রেড করে সহজে অর্থ উপার্যন করা যায়।ফরেক্স ট্রেড করে অল্প সময়ে অনেক লাভোবান হওয়া সম্ভব।ফরেক্স ট্রেড করলে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞাতা অর্জন করা সম্ভব যেটা ফরেক্সে আরো ভাল ভাবে ট্রেড করতে ও লাভ অর্জন করতে সহায়তা করে।
Printable View
ফরেক্স মার্কেটে ট্রেড করে সহজে অর্থ উপার্যন করা যায়।ফরেক্স ট্রেড করে অল্প সময়ে অনেক লাভোবান হওয়া সম্ভব।ফরেক্স ট্রেড করলে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞাতা অর্জন করা সম্ভব যেটা ফরেক্সে আরো ভাল ভাবে ট্রেড করতে ও লাভ অর্জন করতে সহায়তা করে।
ফরেক্স ব্যবসা আমার জন্য একটি আশির্বাদ স্বরুপ। কারণ এই ব্যবসার মাধ্যমে আমি ঘরে বসে থেকেই ভাল মুনাফা উপার্জন করতে পারতাছি আর সেই মুনাফা দিয়ে আমি আমার অতিরিক্ত চাহিদা খুব সহজেই পূরণ করতে পারতাছি। আমার মতে এই ব্যবসার মাধ্যমে বর্তমানে অনেকে স্বাবলম্বী হতে পেরেছে। তাছাড়া যে ব্যক্তি চাকুরি বা অন্য কোন ব্যবসা করে থাকে সেই ব্যক্তিও খুব সহজেই এই ব্যবসা তার চাকুরি অথবা ব্যবসার পাশাপাশি করতে পারবে এবং অতিরিক্ত টাকা উপার্জন করতে পারবে।
ফরেক্স ট্রেডিং ব্যবসা করে আমি আমার জীবন গড়তে চাই।তাই আমি ফরেক্স ট্রেডিং ব্যবসা শুুরুু করেছি।আস্তে আসতে এগিয়ে যাচ্ছি দেখা যাক কত দিন হলে আমা ভালো করে ফরেক্স ট্রেডিং ব্যবসা ভালো করে শিখে জীবন গড়তে পারব।
ফরেক্স এমন একটি মার্কেট যা খুবই সহজে যে কোন ট্রেডারের জীবনে প্রভাব ফেলতে পারে । এটা হোক মার্কেট থেকে লাভ করে অথবা মার্কেটে লস করে । ফরেক্স মার্কেটে অামি একজন নতুন ট্রেডার বিধায় মার্কেটে আমার এখনও তেমন কোন প্রভাব পড়েনি । তবে আমি আশা করি ফরেক্স মার্কেট থেকে আমি ভাল কিছু করতে পারব ।
আমি এখনো কোন পরিবরতন আনতে পারি নাই।কারন আমি কোন সেস্তাই করি নাই । কারন আমি নতুন । আমি ভিবিন্ন স্ত্রাতেজি দেভেলপ করতেছি। ডেমো প্রেক্তিসের মাদ্দমে। এখন ফরাম থেকে শিখতেছি। আর ফরেক্স থেকে তারাতারি পজেতিভ পরিভরতন সম্বব নয় বলে আমি মনে করি।এটা কঠিন হলেও অসবভম নয়।
ফরেক্স আমার জীবনের অনেক উন্নতি এনেছে। এখানে লোভের সাজা কি তা বলে দিয়েছে। ফরেক্স আমাকে ফোরামে এনে ট্রেড করা শিখিয়েছে। এখানে এসে আমরা কৈ এর তেলে কৈ ভাজতে শিখেছি। বোনাসের টাকায় আয় করে কোটিপতি হবার স্বপ্ন দেখছি। আরও যে কত কি-- কেমনে শেষ করি। শেষ হইয়াও অবশেষে হইল না শেষ।
ফরেক্স আমার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে তার জন্য প্রথমে বলতে হয় আমাকে অধ্যায়ন অধ্যাবসায় আর ধৈর্য শিখিয়েছে। জামার বাস্তব জীবনেও অনেক কাজে লাগে।
বৈদেশিক মুদ্রার শো দ্বারা আমার জীবনে একটি বিরাট পরিবর্তন হয়েছে। ফরেক্স করার আগে আমি একজন সম্পূর্ণ বেকার ব্যক্তি ছিলাম। অভিভাবকদের একইভাবে তাদের নিজস্ব ব্যয়ের জন্য অর্থ প্রদান করতে হবে। সুদূর অতীতের কোনও এক সময় আমি আমার পুরো দিনটি ড্রিফ্টারের মতো কাটাতাম। এটি যেমন হউক না কেন, বর্তমানে আমি কঠিন কাজের মাধ্যমে ফরেক্স শিখছি। আমি বিশ্বাস করি যে কয়েকদিনের মধ্যে একটি শালীন পরিবর্তন ঘটবে।
বর্তমানে আমি এই বাজারে শিক্ষার মধ্যে আছি। তবে হ্যা যে এই বাজার থেকে মুনাফা করতে পেরেছে আমার মতে সে ভালভাবেই তার জীবন পরিবর্তন করতে পেরেছে। কারণ এই বাজার থেকে অধিক মুনাফা করা যায় যা অন্য কোন ব্যবসা হতে সম্ভব নয়। তাছাড়া যে প্রতিনিয়ত এই বাজার থেকে মুনাফা করতে পারে আমার জানামতে সে অন্য কোন কাজ বা ব্যবসা করতে চায় না। কারণ এখান থেকে স্বল্প সময়ে বেশি মুনাফা করা যায়।
ফরেক্স একটি শেয়ার র্মাকেট ফরেক্স মার্কেট যারা ভালো ভাবে করতে পারে তাদের সবার জিবনের পরিবর্তন আনতে পারে।ফরেক্স থেকে খুব সহজে টাকা উপারজন করা যায়।এমনকি তা খুব অল্প সময়ে।তাই এটা জীবন পরিবর্তন করতে পারবে। ফরেক্স এর সম্ভাবনা অনেক বেশি উজ্জ্বল তাই আশা করি ফরেক্স আমার জীবনে ইতিবাচক ভূমিকা পালন করবে