-
অতিরিক্ত ট্রেড করা যদিও কোন ধরনের সমস্যার সৃষ্টি করেনা তবে আমার মতে এই কারনে আপনার অ্যাকাউন্ট ঝুকির মধ্যে পড়তে পারে । কেননা একাধিক ট্রেড যদি আপনার ট্রেডের অনুকূলে না যায় তাহলে আপনি মার্জিন কল এ পড়ে আপনার অ্যাকাউন্ট হাওয়া হয়ে যেতে পারে । তাই ব্যালেন্স অনুযায়ি ট্রেড করা দরকার ।
-
আমি বলবো বেশি বেশি ট্রেড ওপেন করলে ফরেক্স মার্কেটের কোন সমস্যাই হবেনা। কিন্তু আপনি যদি বেশি ট্রেড ওপেন করেন তাহলে আমি মনে করি আপনার নিজের ক্ষতি হবার সম্ববনা থাকতে পারে।কেননা ফরেক্স মার্কেট কখন কোন দিখে যাবে কেউ বলতে পারবে না। তাই আপনার ট্রেডগুলো যদি আপনার বিপরিতে যায় তাহলে আপনার খুব ক্ষতি হবে।
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না। আমরা যদি বেসি ট্রেড অপেন করি তাহলে কী বেসী লাভ হবে না লস হবে। আপনাদের মতামত জানান।
-
বেশি ট্রেড এন্ট্রি করলে যা লাভ করছেন তা সব লস করে সমানে সমানে হয়ে যেতে পারে। ভেবে চিন্তে এবং ভালোভাবে কনফার্মেশন নিয়ে যদি দুইটা ট্রেড ওপেন করেন দেখবেন ও দুইটা তেই প্রফিট করবেন। তাছারা এক্সপাটরা বলে এক স্ট্রাটিজি কিন্তু দিনে বার বার কাজ করে না। আর লং টাইম ফ্রেম ট্রেড করলে স্ট্রাটিজি তে ভুল সিগনাল পাবেন না। আর লং টাইম ফ্রেম ব্যাবহার করলে আপনাকে বেশি বেশি ট্রেড করার দরকার হবে না।
-
আমার কাছে আসলে বেশি ট্রেড এন্ট্রি করলে যা লাভ করছেন তা সব লস করে সমানে সমানে হয়ে যেতে পারে। ভেবে চিন্তে এবং ভালোভাবে কনফার্মেশন নিয়ে যদি দুইটা ট্রেড ওপেন করেন দেখবেন ও দুইটা তেই প্রফিট করবেন। তাছারা এক্সপাটরা বলে এক স্ট্রাটিজি কিন্তু দিনে বার বার কাজ করে না। আর লং টাইম ফ্রেম ট্রেড করলে স্ট্রাটিজি তে ভুল সিগনাল পাবেন না। আর লং টাইম ফ্রেম ব্যাবহার করলে আপনাকে বেশি বেশি ট্রেড করার দরকার হবে না।
-
ফরেক্স মার্কেটে আমাদের সবচেয় বড় সমস্যা হল লোভ করা।লোভের বসবর্তী হয় আমরা একসাথে অধিক লাভের আশায় অনেক ট্রেড ওপেন করে থাকি।ফলে আমরা অতি দ্রুত ফরেক্স মার্কেটে লস খেয়ে একাউন্ট শূন্য করে ফেলি।আমরা একটা কথা কখনো চিন্ত করনা যে একসাথে অধিক ট্রেড ওপেন করলে অনেক লাভ হবে ঠিক আছে কিন্তু ট্রেড গুলো যদি আপনার বিপক্ষে যায তাহলে আপনার কত লস হবে।তাই অধিক লাভের আয় এক সাথে অনেক ট্রেড ওপেন না করে ভালোভাে বুঝেশুনে একটি ট্রেড করাই ভালো।
-
আসলে বেশি ট্রেড করলে যে বেশি লাভ হবে কিংবা বেশি লস হবে বিষয়টা এমন নয় কিন্ত ! আপনার লাভ লস নির্ভর করবে ট্রেড নেওয়ার উপর। অর্থ্যাৎ আপনি কোন পজিশনে ট্রেড নিয়েছেন তার মাধ্যমে আপনার লস অথবা প্রফিট নির্ধরিত হবে । ফরেক্স মার্কেটে লাভ করতে হলে ভালে একজন বিশ্লেষক হতে হবে । ফরেক্স মার্কেেটে ট্রেড করার জন্য আমরা যখন চিন্ত করি তখন আমাদের বিশ্লেষণ করে দেখতে হয় যে মার্কেট আমাদের দিকে আছে নাকি আমাদের বিপরীতে আছে, আপনি যদি নিজের উপর বিশ্বাস রেখে বেশি ট্রেড নেন তবে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। কিন্ত বেশি ট্রেডে সবসময় ঝুঁকি বেশি।
-
আমার জানামতে বেশি ট্রেড অপেন করলে কোন প্রকার সমস্যা নেই। তবে আপনি যদি বেশি ট্রেড এর ক্ষেত্রে আপনার লট সাইজ বেশি করে ফেলেন তাহলে অনেক সমস্যা। সেই সময় কিন্তু আপনি বেশিক্ষণ মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে বেশি ট্রেড অপেন করেন তাহলে আপনি কোন প্রকার সমস্যায় পড়বেন না। তবে আমি মনে করি বেশি ট্রেড অপেন করাটা ঠিক না। কারণ এক্ষেত্রে আপনি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে পারেন।
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নাই তাবে আপনাকে প্রতিটি ট্রেড নেয়ার আগে সঠিক এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হবে । আপনি যদি কোন এনালাইসিস ছাড়া ট্রেড এন্ট্রি নেন তাহলে অনেক বড় লস এর সম্মুখিন হতে পারেন । এই জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং এ সঠিক নিয়ম কানুন মেনে চলতে হবে । প্রতিটি ট্রেড এন্ট্রি নেয়ার আগে ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে ।
-
আমি বলবো বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের এবং ফ্রি মার্জিনের দিকে খেয়াল রেখে তার পরেই ট্রেড ওপেন করতে হবে কারন ফ্রি মাজিন বেশি না থাকলে আপনি শত চেষ্টা করেও আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করতে পারবেন না।