আপনার ব্যালেন্স যেমন থাকবে আপনি সে অনুযায়ী ট্রেড অপেন করবেন আপ্নার মানি ম্যানেজমেন্ট যদি ঠীক থাকে তাহলে আপনি তেমন রিক্স এ থাকবেন না। আপনি ১০০ ডলার এর একাউন্ট নিয়ে ০.১০ ভলিউম এর ট্রেড বসাতে পারেন। এতে আপনার রিস্ক কম থাকবে।
Printable View
আপনার ব্যালেন্স যেমন থাকবে আপনি সে অনুযায়ী ট্রেড অপেন করবেন আপ্নার মানি ম্যানেজমেন্ট যদি ঠীক থাকে তাহলে আপনি তেমন রিক্স এ থাকবেন না। আপনি ১০০ ডলার এর একাউন্ট নিয়ে ০.১০ ভলিউম এর ট্রেড বসাতে পারেন। এতে আপনার রিস্ক কম থাকবে।
আপনি কত ভলিয়মে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ইনভেস্ট এর উপর আপনি কত লটে ট্রেড ওপেন করলে আপনার অ্যাকাউন্ট ঝুকিমুক্ত থাকবে এটি নির্বর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর আপনি যদি নতুন লোক হন এবং ব্যলেন্স কম থাকে তাহলে আপনাকে ঝুকি এড়ানোর জন্য ০.০১ থেকে ০.০৫ র ভিতর ট্রেড করা ভাল।তাতে করে আপনার ঝুকি কম থাকবে।কেউ যদি ভাল ট্রেডার হয় তবে ১০০ ডলার ব্যালেন্সে 0.05 লটে ট্রেড করতে পারেন।আর যদি একাবারেই নতুন হয় তবে 0.01 লটে ট্রেড করান কম ঝুকি হবে ।
ফরেক্স এ ট্রেড ওপেন করার সময়ে অবশ্যই যত কম দিয়ে ট্রেড ওপেন করা যায়। আমি শুরু করেছিলাম .০১ সেন্ট দিয়ে আর এখনো চেষ্টা করি .০১ সেন্ট দিয়ে ট্রেড ওপেন করার। এতে করে লস অনেক কম হওয়ার সম্ভাবনা থাকে। আবার লাভ তুলনায় মুলক ভাবে আসে। তাই কম করে ট্রেড ওপেন করাই বুদ্ধিমান এর কাজ।
আপনি কত ডলার ডিপোজিট করবেন তার উপর আপনার ট্রেড করা উচিত। আপনি ১০০ ডলার ডিপোজিট করলে 0.0১ লটে ট্রেড করা সুবিধাজনক। আবার ডিপোজিট ২০০ ডলারের বেশী হলে ০.০৫ লটে ট্রেড করাও যায়। আবার অনেক সময় নিউজ ট্রেডে বেশী লটে ট্রেড করে ভালো লাভও করা যায়।
কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করবেন এটা নিরভর করে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর একাউন্ট ব্যালেন্স যদি বেশি হয়ে থাকে মানে যদি আপনার একাউন্ট ব্যালেন্স 100 ডলার হয় তাহলে যদি ৩ সেন্ট করে ধরেন তাহলে তাতে একদম কম রিস্ক হবে আপনার মার্কেট সম্বন্ধে যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে বেশি লটে আপনি ট্রেড করতে পারেন।
ভলিউম আসলে নির্ভর করে আপনার একাউন্টে মুলধনের উপর। আপনার যদি বেশি মুলধন থাকে তাহলে আপনি বেশি ভলিউমে ট্রেড অপেন করতে পারেন আবার সেটা যদি কম হয় তাহলে কম ভলিউমে অপেন করতে হবে। আমি মনে করি আপনার একাউন্টে যদি ১০০ ডলার থাকে তাহলে আপনার ১০ সেন্ট এর বেশি ব্যবহার করা উচিত নয়। ১০ সেন্ট শুধু মাত্র আপনার একটি ট্রেড এর ক্ষেত্রে। আপনি যদি একসাথে একাধিক ট্রেড অপেন করতে চান তাহলে ১০ সেন্ট কে ভেঙ্গে যা আসে সেটা দিয়ে শুরু করবেন।
আসলে কত ভলিউম দিয়ে ট্রেড করবেন এর নির্দিষ্ট কোন ফর্মূলা আমার জানা মতে নেই। তবে রিক্স ফ্রি ভাবে ট্রেড করতে গেলে একটা ছোট ফর্মূলা আছে। প্রতি ১০০ ডলারের জন্য ০.০১ লটে ট্রেড করতে পারলে আপনার একাউন্ট জিরো হবার সম্ভাবনা খুবই কম থাকবে। ধন্যবাদ।
ভাই মনে করেন আপনার একাউন্টে ১০০ ডলার আছে সেটার বেসিসে এখানে আপনি সর্বোচ্চ লর্ট নির্ধারন করতে পারেন ০.০১ সেন্ট। বেশি ইনকাম হবে না তবে আপনার রিস্কের পরিমানটা কম থাকবে। কেননা এখানে লর্ট নির্ধারণ করা হয় সাধারণত ব্যালেন্সের উপরে। সুতরাং যত কম রাখা যায় সেটা আপনার জন্যই মঙ্গল বলা যায় এবং তাতে আপনার রিস্কের পরিমাণটাও অনেকাংশে কমে আসে এই আরকি।
আসলে এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।
আমি মনে করি এই বাজারে ০.০১ সেন্টে লট নিয়ে ট্রেড করার মন মানসিকতা তৈরি করতে হবে। তাহলে আপনি আমার মতে ১০০% ঝুকি মুক্ত হয়ে ট্রেড করতে পারবেন। যদিও ০.০১ সেন্ট লটে ট্রেড করলে খুব বেশি একটা মুনাফা উপার্জন করতে পারবেন না কিন্তু তার চেয়ে বেশি ঝুকিমুক্ত হয়ে ট্রেড করার সুবিধা ভোগ করতে পারবেন এমনকি আপনার মানি ম্যনেজমেন্ট এর সঠিক ব্যবহারটাও বজায় রাখতে পারবেন। আর এতে করে আপনি ভবিষ্যতে ঝুকি মুক্ত হয়ে ট্রেড করতে পারবেন।