-
ফরেক্সে ট্রেড করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । প্রথমে ফরেক্স এর কাজ শিখতে হবে কাজ না শিখে সফল ভাবে ফরেক্স করা যায় না । প্রাথমিক ভাবে সকলের ই ডেমো অ্যাকাউন্ট থেকে শিক্ষা নেয়া উচিৎ । সফল ভাবে ট্রেড করার ক্ষেত্রে ডেমো অনেক সাহায্য করে-আমি মনে করি সকলের ই ডেমো ট্রাই করে লাইভ অ্যাকাউন্টে এ যাওয়া উচিৎ । প্রখম অবস্খায় লস হতে পারে কারন সে সময় দক্ষতা কম থাকে ।তাই ধৈর্য নিয়ে কাজ করতে হবে ।
-
হ্যা ফরেক্স হল একটি উভয় মুখি বাজার তাই এখানে মার্কেট উঠার সম্ভাবনা থাকলে বাই এবং মার্কেট নামার সম্ভাবনা থাকলে সেল করে প্রফিট করা যায়। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক ব্যবসা ফরেক্স মার্কেতে তখন ট্রেড করতে হয় যখন বাজার সহজ উঠা নামা করে। প্রখম অবস্খায় লস হতে পারে কারন সে সময় দক্ষতা কম থাকে ।তাই ধৈর্য নিয়ে কাজ করতে হবে ।
-
ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে প্রথমে আপনার বিনিয়োগ করা মুলধন দ্বারা দুইটি মুদ্রার কারেন্সি পেয়ার ক্রয় করতে হবে। তারপর দুইটির মধ্যে মুল্যের উঠানামার পার্থক্য অনুযায়ী বুঝে ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে লাভ অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে দুমুখী লাভ করা যায়। এই জন্য ফরেক্স মার্কেটে ট্রেড করার ধরণ একটু ভিন্ন। এখানে কোন মূদ্রার দাম বেশি হলে বা কোন মূদ্রার দাম কম হলে দুই দিক থেকে ট্রেড করার মাধ্যমে একজন ট্রেডারর লাভ করতে পারে। তবে এই ক্ষেত্রে ফরেক্স মার্কেট বিভিন্ন চার্ট নিয়ে এনালাইসিস করতে হবে । আর না হলে ভুল ট্রেড করে লস হতে পারে।
-
হ্যাঁ ফরেক্স মার্কেট কিছুটা শেয়ার বাজার এরমত কিন্তু ফরেক্স মার্কেটে দুই দিক থেকেই লাভ করা যায় । মনে করেন আপনি একটি ট্রেড বাই দিয়ে ফেলেছেন কিন্তু মার্কেট এখন সেল এর দিকে যাচ্ছে আপনি শুধু লস করবেন তা নয় আপনি সাথে সাথে সেল ট্রেড দিয়েও লাভ করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান থাকতে এবং ডেমো অ্যাকাউন্ট এ কাজ করে নিজেকে দক্ষ করে তুলতে হয়। ফরেক্স শেয়ার মার্কেটের ন্যায় একমুখী বাজার না যে মার্কেট আপ হলেই লাভ হবে। আপনি ফরেক্স মার্কেটে , মার্কেট আপ হলেও লাভ করতে পারেন লও হলেও লাভ করতে পারেন। এটি নির্ভর করে আপনার বাই/সেল করার উপর।
-
শেয়ার বাজার একমুখী ব্যাবসা। আর ফরেক্স উভয়মুখী ব্যাবসা। শেয়ার বাজারে শুধু শেয়ারের দাম বাড়লে লাভ হয়। কিন্তু ফরেক্সে দাম কমলে বা বাড়লেও লাভ হতে পারে। এখানে দাম কমলে বা বাড়লে বাই সেল করতে হয়। ধন্যবাদ
-
হ্যা বন্ধু ফরেক্স মার্কেট হল দ্বিমুখী তাই আপনি যদি মনে করেন যে কোন পেয়ারের কোন কোরেন্সির দাম বাড়বে আপনি সেই কোরেন্সিতে বাই দিয়ে এবং দাম কমবে মনে করলে সেল দিয়ে লাভ করতে পারেন আর এটাই হল সংক্ষেপে ট্রেড। ধন্যবাদ।
-
ফরেক্স এমন একটি বিজনেস আপনি চাইলেই আয় করতে পারবেন না।এখানে লোভ করা চলবে না । সফল ভাবে ট্রেড করার ক্ষেত্রে ডেমো অনেক সাহায্য করে-আমি মনে করি সকলের ই ডেমো ট্রাই করে লাইভ অ্যাকাউন্টে এ যাওয়া উচিৎ ।প্রথমে মার্কেট আনাল্যসিস শিখতে হবে তারপর আস্তে আস্তে ট্রেড শুরু করতে হবে । শুরুতে লস হতে পারে কারন সে সময় দক্ষতা কম থাকে ।