আমার প্রিয় ভাই জন ফরেক্সে মাসিক সস্তা চেক তৈরি করার জন্য আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞান থাকা দরকার। এটি দ্রুত পাওয়া যাবে এবং আমাদের এই ফোরামে মাসিক অফিসার চেক করার জন্য যথাসাধ্য পরিশ্রম করতে হবে এবং আমাদের অবশ্যই আমাদের সর্বোত্তম দৈনিকটি করতে হবে।
Printable View
আমার প্রিয় ভাই জন ফরেক্সে মাসিক সস্তা চেক তৈরি করার জন্য আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞান থাকা দরকার। এটি দ্রুত পাওয়া যাবে এবং আমাদের এই ফোরামে মাসিক অফিসার চেক করার জন্য যথাসাধ্য পরিশ্রম করতে হবে এবং আমাদের অবশ্যই আমাদের সর্বোত্তম দৈনিকটি করতে হবে।
ফরেক্স মার্কেট এ অনেক টেড আর আছে যারা মাসে ২০০ থেকে ৩০০ % এর বেশি লাভ করে থাকে । আপনি আরামে মাসে ১০ % এর উপর এ লাভ করতে পারবেন বিনা রিস্ক এ । আমি মনে করি ফরেক্স মার্কেট এ আপনি বেশি ইনভেস্ত করে কম রিক্স এ আল্প লট এ ১০ থেকে ৫০ % লাভ করাই বেস্ট । আপনি রিক নিয়ে বড় লট এ টেড করলে লস করার সম্ভাবনা আছে ।
ফরেক্স মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করতে চাইলে অবশ্যই আমাদের প্রতি মাসিক একটা নির্দিষ্ট এমাউন্ট নির্বাচন করে রাখতে হবে এবং সেই টার্গেট এমাউন্ট পূরণ করার চেষ্টা চালিয়ে যেতে হবে । তাহলে আমরা সবসময় ফরেক্স মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবো,,,, ধন্যবাদ ।
মাসিক একটা টারগেট নিয়ে ফরেক্স করা উত্তম। কারন টারগেট থাকলে আপনি ধীরে সুস্তে আপনার টারগেট ফিলাপ করতে পারবেন। টারগেট ছাড়া অতিরিক্ত লোভে বা না বুঝে লস খাবার চান্স অনেক বেশী।
একজন ট্রেডার নিয়মিত প্রফিট করতে হলে তাকে অনেক এনালাইসিস করে ট্রেড করতে হবে ।সেই হিসেবে মাসিক কি পরিমান আয় করতে হবে তাও মাথায় রাখতে হবে । ফরেক্র মার্কেট থেকে আয় করতে গেলে আপনাকে টেকনিকেল এবং ফান্ডামেনটাল বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
আসলে ফরেক্স থেকে কে কত আরনিং করতে পারবে এর কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে হা আপনি একটা ডেইলি বেসিসে টার্গেট রাখতে পারেন। যেমন আমার টার্গেট প্রতিদিন ২-৩ ডলার প্রফিট করা। আপনার আকর্ষন তত বেশি বাড়বে তবে প্রফিট করতে গিয়ে কোন ভাবেই অতিরিক্ত ঝুকি বা রিক্স বহন করবেন না এতে করে আপনার পুরো ব্যালেন্সই লস হয়ে যেতে পারে
ফরেক্স ব্যবসায় আমাদের মাসিক প্রফিট দেখা দরকার । আমরা যদি ফরেক্স মার্কেটে মাসিক প্রফিট দেখি তাহলে অবশ্যই আমাদের কিছু না কিছু দক্ষতা হতে পারে। লক্ষ ছাড়া কোন কাজই 100% সফলতা আসে না। তাই আগে লক্ষ নির্ধারন করুন তারপরে সে মতে কাজ করুন। তবে আপনি যে লক্ষই নির্ধারন করেন না কেন সব সময় আপনার ব্যালেন্স এর দিকে খেয়াল রাখতে হবে।
ফরেক্স মার্কেটে মানি মেনেজমেন্ট আসল কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে যদি আপনার মানি মেনেজমেন্ট ভাল করে করতে না পারলে আপনার অনেক লস হবে বলে আমি মনে করি দিনে কত লাভ বা লস করলেন তা দেখার ধরকার নেই মাস শেষে কত করতে পারলেন তাই হবে আসল।কোনো কোনে মাসে ভালো মুভমেন্ট হলে অনেক বেশশি প্রফিট হতে পারে আবার কোনো কোনো সময় বড় লসও হতে পারে।
যদি ফরেক্স মার্কেটে মাসিক প্রফিট দেখি তাহলে অবশ্যই আমাদের কিছু না কিছু দক্ষতা হতে পারে । অতএব আমরা সব সময় ফরেক্স মার্কেটে ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন অবশ্যই সফলকাম হতে পারবেন । সে ক্ষেত্রে আপনি টেকনিক্যাল এনালাইসিস এর উপরে বেশি জোর দিতে পারেন।তবে কোনো কোনো দিন আপনি আপনার টার্গেট পুরন করতে পারবেন না। এতে হতাশ হবার কিছুই নেই। মাঝে মাঝে মার্কেট যখন সাইড ওয়ে ট্রেন্ডে চলে তখন প্রফিট করা কস্টকর হয়ে থাকে।
ভাই ফরেক্স মার্কেট এ আপনি যদি প্রফিট করতে চান তাহলে আপনি প্রচুর পরিমাণ প্রফিট করতে পারবেন তবে এর জন্য প্রয়োজন আপনার সীমাহীন জ্ঞান । আমরা সবাই জানি ফরেক্স মার্কেটে কি পরিমান আমারা প্রফিট করতে পারব সেটা নির্ভর করে আমাদের ট্রেডিং জ্ঞানের উপরে । ফরেক্স মার্কেট সম্পর্কে প্রথমেই আমাদের বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে । আমরা যত বেশি ফরেক্স মার্কেট নিয়ে ঘাটাঘাটি করতে পারব ফরেক্স ট্রেডিং আমরা তত ভালোভাবে শিখতে পারবো । ফরেক্স মার্কেট থেকে আমি প্রতি মাসে ২০০ ডলার ইনকাম আশা করি ।