-
টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা খুবই প্রয়োজন। এতে আমাদের লাভ এবং লস দুটোই সীমার ভিতরে অবস্থান করে। আমরা যদি সীমা ছাড়িয়ে প্রত্যাশা করি তাহলেই বিপদের মুখোমুখি হই। বিশেষ করে স্টপ লস ব্যবহার না করলে আমরা বড় ধরনের ঝুঁকি নিয়ে ট্রেড করে থাকি। এটা আমাদের জন্য খুবই ক্ষতির কারণ।
-
একজন ভালো ট্রেডারের মার্কেট করার মধ্যে যেপ্লান থাকে তার একটি নির্দিষ্ট মাপকাঠি থাকে যে সে প্রতিট্রেড থেকে কত লাভ বা প্রফিট করবে এটির উপর নির্ভর করে সে এস.এল এবং টিপি ব্যবহার করে।ফরেক্স মার্কেটে যারা স্ক্ল্যাপিং করে তদের স্টপ লস টেক প্রফিট ব্যবহার না করলেও চলে।
-
আসলে আমি মনে করি যে, ফরেক্স ট্রেডিং এ স্টপলস এবং টেক প্রফিট লাগামের মত কাজ করে । ঘোড়া যেমন লাগামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তেমন ফরেক্স ট্রেডিং এ স্টপলস এবং টেক প্রফিট ব্যবহারের মাধম্রে আমরা আমাদের লোভের লাগাম টেনে ধরতে পারি । স্টপলস এবং টেক প্রফিট বেশিরভাগ ক্ষেতেই ভাল ফলাফল দেয় । তাই এটি ব্যবহার করাই ভাল বেশি । আমি মনে করি স্টপ লস এবং টেক প্রফিট সকলের ব্যবহার করা দরকার। কারণ ধরুন আমি একটা ট্রেড ওপেন করলাম এখুন যদি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে থাকি তা হলে আমি যদি কোন কারনে ভুলেও যায় তারপরেও সে নিজেই লস বা প্রফিপ হিসেবে কাজ করবে
-
আমার মতে ফরেক্স মার্কেটে স্টপ লস টেক প্রফিট একটা গুরুত্বপুর্ন বিষয়।ফরেক্স মার্কেটে যারা শর্ট ট্রেড করে তাদের স্টপ লস ব্যাবহার না করলেও চলে।কিন্তু যারা ফরেক্স মার্কেটে লং ট্রেড করে তাদের অবশ্যই স্টপ লস ব্যাবহার করতে হবে। আপনি সব সময় বসে থাকতে পারবেন না,তাই কোন এন্ট্রি এর সাথে আপনি যদি স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দেন তাহলে চিন্তামুক্ত থাকবেন এবং অটোমেটিক সব কাজ হয়ে যাবে।
-
আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত নই,কেননা মার্কেটের পরিবর্তন সবসময় একরকম থাকে না।এবং একজন স্বাভাবিক মানুষের পক্ষে সবসময় মার্কেটকে পর্যবেক্ষণ করা সম্ভব নয়।আপনি মানি মানেজমেন্ট করলেন,কিন্তু আপনার যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস না হয় এবং মার্কেট যদি আপনার বিপরীতে চলে যায়,তাহলে আপনার লস কি আপনি ঠেকাতে পারবেন ?? আপনাকে পুনরায় মার্কেট আপনার অনুকূলে, ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে,যেটা খুবই সময়সাপেক্ষ ব্যাপার।কিন্তু আপনি যদি স্টপ লস ব্যবহার করেন,তাহলে আপনি লস এর পরিমাণ কমাতে পারবেন।
-
আমার মতে আপনি যদি শর্ট টার্ম ট্রেড করেন তাহলে টেক প্রফিট এর প্রয়োজন নাই।আর যদি লং টার্ম ট্রেড করেন তাহলে টেক প্রফিড দেওয়া প্রয়োজন আছে।মাঝে মাঝে আমাদের অনেক ট্রেড বিপরীতে চলে যায় তখন অপেন করা ট্রেডটি পুনরায় আগের অবস্হানে আসতে অনেক সময় লাগে ততক্ষন আমরা কম্পিউটারের সামনে অনেক সময় থাকতে পারি না সেক্ষেতে টেক প্রফিট গুরুত্বপূণ ভূমিকা পালন করে থাকে।ধন্যবাদ
-
ফরেক্স ট্রেডিংয়ের স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই প্রয়োজনীয় যদি আপনি নতুন ট্রেডার হন।স্টপ লস ব্যবহার করলে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
এবং টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, ১.৭৪৩৫ এ একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন অথবা ৫০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস ৫০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
ভালো প্রোফিট করতে হলে বা ভালো ট্রেডার হতে হলে আনাকে অবশ্যই স্টপলস এবং টেকপ্রফিট বসাতে হবে। আসি চাইলে অনেক লস বা লাভ করতে হবে। কিন্তু একজন ভালো ট্রেডারের মার্কেট করার মধ্যে যেপ্লান থাকে তার একটি নির্দিষ্ট মাপকাঠি থাকে যে সে প্রতিট্রেড থেকে কত লাভ বা প্রফিট করবে এটির উপর নির্ভর করে সে এস.এল এবং টিপি ব্যবহার করে।
-
অবশ্যই স্টপলস এবং টেকপ্রফিট বসাতে হবে। আসি চাইলে অনেক লস বা লাভ করতে হবে। কিন্তু একজন ভালো ট্রেডারের মার্কেট করার মধ্যে যেপ্লান থাকে তার একটি নির্দিষ্ট মাপকাঠি থাকে যে সে প্রতিট্রেড থেকে কত লাভ বা প্রফিট করবে। ট্রেড আর পাশাপাশি দৈনন্দিন কাজ ও করে থাকে তাই দিনের ২৪ ঘন্মটা একজন ত্রাদের কেবল ই ট্রেড করতে অপারেনা.তাই ত্রাদের গণ ট্রেডিং এর সময় একটি ট্রেড ওপেন করে তারা ট্রেড ক্লাসে করার জন্য স্টপ লস বা টেক প্রফিট এর মাধ্যমে একটি টার্গেট করে দেয়।
-
স্টপ লস ও টেক প্রফিট আমাদের এক্সচেঞ্জের বডি প্রহরী হিসাবে পরিচিত হতে পারে। এই দুটি ফরেক্স ডিভাইস বাজারের সামনে থাকলে আমাদের রেকর্ডের একটি বুদ্ধিমান বেনিফিট সহ বাজার থেকে আমাদের রেকর্ড বন্ধ করবে। এছাড়াও, স্টপ লস আমাদের রেকর্ডটি নিশ্চিত করে। স্টপ দুর্ভাগ্য হ'ল অফ সুযোগে, এক্সচেঞ্জ বন্ধ হয় তাই এক্সচেঞ্জ অতিরিক্ত দুর্ভাগ্যের দিকে যেতে পারে না। দুর্ভাগ্য বন্ধ করুন এবং সুবিধা নিন, আপনার আর বাজারে বসার দরকার নেই।