-
আপনার মতো আমাদের অনকেরই ঠিক একই রকম সমস্যা হয়ে থাকে৷আমরা যারা একটু অভিজ্ঞ ট্রেডার আছি তারা সবাই ঠিক আপনার মতই ফরেক্স ট্রেডের সকল কলাকৌশল এবং নিয়ম নীতিগুলো জানি কিন্তু মানতে পারিনা৷আমরা যদি এগুলো মেনে চলতে পারতাম তাহলে অবশ্যই নিয়মিত প্রফিট করতে পারতাম৷আমরা আমাদের নিজেদের ভেতরের অতিরিক্ত লোভ,দ্রুত ধনী হওয়ার আশা,ণগদ ডলারের লোভ... ইত্যাদির কারণে আমাদের Brain অকেজো হয়ে পড়ে৷এটা মূলত হয়ে থাকে আমাদের রিপু কত সমস্যার কারণে৷ আমরা জন্মগতভাবেই ক্ষুধার্ত ও দরিদ্র তাই স্বাভাবিক ভাবেই প্রচুর আয়-রোজগার করে ধনী হওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি৷এজন্য ফরেক্স মার্কেটে আমরা দ্রুত ধনী হওয়ার উদ্দেশ্যে বেশি প্রফিটের আশায় অন্ধ হয়ে যাই৷ফলে ট্রেডিং কলাকৌশলগুলো সব জানলেও সেগুলো মেনে ট্রেড করতে পারিনা৷
-
এই বার আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য যে নিয়ম গুল মনে মনে ঠিক করবেন সেই নিয়ম গুল লিখে রাকবেন তাহলে আপনার আর ভুল হবে না আর যখন ট্রেড করবেন তখন আপনি প্রতিটা নিয়ম মিলিয়ে ট্রেড করবেন তখন আপনার অনেক ভাল লাভ হবে আসলে ফরেক্স মার্কেট এ নিয়ম না মেনে ট্রেড করলে নিয়মিত লাভ করা অনেক কঠিন হয়ে যায়
-
নিয়ম মেনে ফরেক্স করতে পারি না কারন আমাদের মত নতুন যারা তাদের ফরেক্স বিষয়ে তেমন অভিজ্ঞতা নেই। তারা নতুন হওয়ার ফলে লোভ করে বেশী টাকা ইনভেস্ট তরে বসে ফলে ফরেক্স মার্কেটের নিয়ম ভঙ্গ করে একারনে তাদের লসের সম্মুখীন হতে হয়।
-
ভাই সত্যি কথা বলতে কি আমাদের মনের মধ্যে যখন শয়তার চুলকানি দেয় তখন আমরা এ ধরনের কাজ করে থাকি, তখন কোন নিয়ম-কানুনের পরোয়া না করে ভুল জায়গায় রং পজিশনে ট্রেডগুলো নিয়ে ফেলি। কিন্তু আপনি যদি নিজের উপর একটু কন্ট্রোল আনতে পারেন এবং তাড়াহুড়া না করে ধৈর্য্য সহকারে সঠিক পজিশনে ট্রেডগুলো নেন তাহলে আর কোন সমস্যা হবে না আশা করা যায়।
-
ফরেক্স নীতিমালার বাইরে ট্রেড করতে গেলে অবশ্যই আপনাকে ফরেক্স থেকে বিদায় নিতে হবে।কারন ফরেক্সের নিয়ম মেনে আপনাকে ট্রেড করতে হবে।সঠিক নিয়মে ট্রেড করতে পারলে অবশ্যই প্রফিট পাওয়ার আশা করতে পারেন।
-
আমরা সবাই চাই নিয়ম মেনে ফরেক্স ট্রেড অপেন করতে। কিন্তু যখন আমরা ফরেক্স ট্রেড করি তখন এই সব নিয়ম ভুলে যায়। আর নিয়ম গুলো ভুলে যাওয়ার কারন হলো আমরা লোভ করি। আর বেশি লোভ করতে গিয়ে অযথা ট্রেড অপেন করি ফলে আমরা ফরেক্স এ প্রফিত করার চেয়ে অনেক বেশি লস করি। তাই সবার উচিত লোভ না করে সঠিক নিয়ম অনুযায়ী ফরেক্স ট্রেড করা আর তাহলেই ফরেক্স থেকে সফলতা আসবে।
-
আসলে আমি মনে করি নিয়ম মেনে ফরেক্স করতে না পারা একটাই কারণ সেটা হচ্ছে নিজের লোভ ও ধৈর্য্যকে নিয়ন্ত্রণ না রাখার জন্য। এই মার্কেটে সবচেয়ে বড় এবং কঠিন বিষয় হচ্ছে লোভ আপনি যদি নিজের লোভকে নিয়ন্ত্রণ না রেখে কোন ট্রেডে অধিক লাভের আশা ট্রেড করেন তাহলে আপনি কখনই এখানে টিকে থাকতে পারবেন না। আমি মনে করি টিকে থাকার মূল মন্ত্রই হচ্ছে ধৈর্য্য এবং লোভ এই দুটো বিষয় যদি আপনি পুরোপুরি নিজের মধ্যে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে ফরেক্স মার্কেট থেকে ভাল সফলতা অর্জনের পথ খোজে পাবেন বলে আমার বিশ্বাস।
-
ভাই ফরেক্স মার্কেট অভিজ্ঞ ও দক্ষ লোকের পারফেক্ট স্থান।এখােনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে নীতিমালার মধ্যে থেকে কাজ করতে হবে।নিয়ম মেনে করতে পারিনা বললে, আপনাকে অবশ্যই আপনার ফরেক্স বাদ দিতে হবে কারন এটা মামুর বাড়ীর আবদার না ,যে আপনি পারি না বললে হবে।
-
অতিরিক্ত লাভের লোভের কারনেই আমরা ফরেক্স ট্রেডিংয়ে আমাদের অভিজ্ঞতার এবং দক্ষতাকে পরিপূর্ন ভাবে ব্যবহার করতে পারি না । আর ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের সবার মাঝেই ইমোশন কাজ করে। জার কারনে আমরা ফরেক্স এর নিয়ম মানতে পারিনা ।আর লস খেয়ে বসে থাকি । বিশেষ করে এই দুইটির কারনে বেশি সমস্যা হয় ।
-
নিয়মমতো ট্রেড না করতে পারার একটা কারন হল আমরা যখন ডেমো অ্যাকাউন্টে ট্রেড প্রাক্টিস করেছি তখন আমাদের নিয়ম মানার ব্যাপারে অলসতা আমার মনে হয় মুখ্য কারন এটার জন্যই অামরা লাইভ মার্কেটে ট্রেড করার সময় নিয়মতান্ত্রিক ভাবে ট্রেড করতে পারি না নিজের অলসতা একটা আছে সেটা গৌণ কারন হিসেবে ধরা যায়