-
ফরেক্স মর্কেটে ট্রেড করতে হলেএকটি চার্টআছে সেটা দেখে আপনাকে ট্রেড করতে হবে তা নাহলে আপনিএখানে লাভ করতে পারবে না। তই অবশ্যই আপনাকে সে চার্টটা নিজের মত করে সাজিয়ে নিতে হবে তাহলেআপনার সুবিধা হবে।আর এই চর্টে সবচেয়ে গুরুত্ব পুর্ন বিষয় ক্যালেন্ডার টাইম ফ্রেম আছে সেগুলে খুভ গুরুত্ব পুর্ন ।
-
প্রিয় ট্রেডার বন্ধু, ফরেক্স ক্যালেন্ডার হল ফরেক্স ট্রেডিংয়ে যে বিভিন্ন দেশের মুদ্রার জোড় বা পেয়ারে আমরা টেড করে থাকি এই মুদ্রা অথবা ঐ দেশের অর্থনৈতিক অবস্থার কোন স্টেটমেন্ট বা নিউজ বা অর্থ ব্যবস্থা সম্পর্কে যে কোন ধারনের খবর যে গুলো ঐ মুদ্রাজোড় বা পেয়ারের মুভমেন্টকে প্রভাবিত করে আর এগুলো যে ক্যালেন্ডার সময়ানুযায়ী প্রকাশপায় তাকে ফরেক্স ক্যালেন্ডার বলে। যদি আপনি নিরাপদে ট্রেড করতে চান তবে আপনাকে হাই ইমপেক্ট নিউজ গুলো জানতে হবে।ধন্যবাদ।
-
ফরেক্স মাকেটে বহুত টেডারা আছে যারা শুধু ক্যন্ডেল স্টিক এর উপর টেড করে থাকে,এবং প্রচুর প্রফিট করে থাকে।আমরা আমারেদ টাইমফ্রেমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক দেখতে পাই প্রতিটা স্টিক এর আকার ও নামে ভিন্ন হয়ে থাকে।এস সব ক্যান্ডেল স্টিক এর নাম ও লক্ষন বুঝতে পারলে টেন্ড সম্পকে ধারনা পাওয়া যায়।
-
আমি মনে করি যে, ফরেক্সে মার্কেটে ট্রেড করতে হলে আমি মনে করি আমাদের টার্মিনালের একটি চার্ট ফলো করতে হতে পারে।আপনি যদি ফরেক্স ক্যালেন্ডার সম্পর্কে জানতে চান তাহলে আপনি ফরেক্স ট্রেডিং চালিয়ে জান।আমি মনে করি ফরেক্স ক্যালেন্ডার সম্পর্কে জানতে হলে ব্রোকারের ক্যালেন্ডার ভাল ভাবে দেখে নিলেই আমরা ভালো করে জানতে পারবো বুঝতে পারবো।
-
ফরেক্স একটি বিশেষ নিয়মনীতি অনুসরণ করে তাদের কার্যাদি সম্পাদন করে থাকে। ফরেক্স ক্যালেন্ডার তার মধ্যে অন্যতম। ক্যালেন্ডারে হয়তো সেরকম কিছু সুবিধা আছে যার মাধ্যমে গ্রাহকরা একটি নির্দিষ্ট সময়ে ভাল প্রফিট পেতে পারেন। ফরেক্স ক্যালেন্ডারে নিউজ পাবলিশের সময় এবং মার্কেটের ওপর তার ইমপ্যাক্ট এর সম্ভাবনা দেওয়া থাকে ফলে ট্রেডারগণের ট্রেডিং করতে বিশেষ সুবিধা হয়।
-
ফরেক্স ক্যালেন্ডার ট্রেডিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ন বিষয়। এই ক্যালেন্ডারের মাধ্যমে আমরা আগে থেকেই জানতে পারি মার্কেটে কোন দিন কোন সময়ে কোন নিউজ আছে। এবং সেই উক্ত নিউজের এর উপরে মার্কেটের কতটুকু পরিবর্তন হতে পারে তার একটি ধারনাও আমারা পেতে পারি। যার ফলে আমাদের ট্রেডিং করতে সুবিধা হয়।
-
শুক্রবার একটি সপ্তাহের সেরা দিন কারণ আমরা এমটি 5 ফোরামের কাছ থেকে ভাল বোনাস পাই এবং ভাল ফলাফলের জন্য সারা সপ্তাহ কঠোর পরিশ্রম করি এজন্য আমরা এমটি 5 ফোরামের কাছ থেকে শুক্র শুক্রবারের জন্য ভাল বোনাস পাওয়ার জন্য অপেক্ষা করি, শুক্রবারটি সেরা দিন এবং বরং খুব উত্তেজিত অন্যান্য দিনের তুলনায় খুব ভালভাবে আমাদের সাপ্তাহিক বোনাস পেয়েছি আমি আশা করি আমরা এমটি 5 ফোরামের কাছ থেকে বড় বোনাস পাব কারণ আমরা সপ্তাহের মধ্যে অনেক বেশি পরিশ্রম করেছি আমাদের ভাল পোস্টের ভাল পুরষ্কার পাব না এবং তারপরে আমরা খুশি হব এবং এটি হবে
-
ট্রেড করার সূত্র হল যদি “Forecast” এর তুলনায় '' Actual” বড় হয় তাহলে তা ডলারকে শক্তিশালী করতে পারে অর্থাৎ Actual>Forecast= কারেন্সির জন্য ভাল। যেমন আজ সিবি ভোক্তা আস্থা এই নিউজটি প্রকাশিত হবে এখন ধরুন সিবি ভোক্তা আস্থা, গত মাসে ছিল অর্থাৎ Previous ছিল ১২৮.১পয়েন্ট এবং অর্থনীতিবিদরা পূর্বাভাস অর্থাৎ Forecast করছে যে এটি ১২৫.০ পয়েন্ট হবে, এখন নিউজটি প্রকাশ হওয়ার পর দেখা গেল যে এই বেড়ে অর্থাৎ Actual ১২৬.০ হয়েছে তারমানে এটি Actual>Forecast অর্থাৎ ১২৬.০>১২৫.০ হয়েছে এই সময় ডলার শক্তিশালী হতে পারে।
আর নিউজ ট্রেডিং এর ফর্মুলা হল Actual>Forecast = কারেন্সির জন্য ভাল।
আবার কিছু কিছু নিউজের ক্ষেত্রে Actual<Forecast = কারেন্সির জন্য ভাল যেমন - বেকারত্ব পরিবর্তন( Unemployment Change)
-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমি ফরেক্স মার্কেটে ক্যালেন্ডার হিসেবে যেটা বুঝি তা হলো,,, ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একটা নির্দিষ্ট লিমিট দেওয়া আছে,,, তা হলো সপ্তাহে ৭ দিনের মধ্যে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন ৫ দিন । আর বাকি ২ দিন ট্রেড মার্কেট ছুটি থাকে,,, সেটা হলো শনিবার এবং রবিবার । তবে আপনি ফরেক্স বাংলা ফোরামে সপ্তাহে ৭ দিনই কাজ করতে পারবেন,,, মানে আপনি সপ্তাহে ৭ দিনই পোস্ট করতে পারবেন ।
এছাড়া ফরেক্স মার্কেটে ক্যালেন্ডার হিসেবে যদি অন্য কিছু বোঝনো হয়ে থাকে তাহলে আমি অবশ্যই দক্ষ ট্রেডারদের সাহায্য কামনা করছি ,,, ধন্যবাদ ।
-
ফরেক্স মার্কেট এর নিউজ দেখার জন্য অবশ্যই ক্যালেন্ডার সম্পর্কে জানতে হবে। ফরেক্স ফ্যাক্টরী থেকে *নিউজ সম্পর্কে ধারনা করতে হবে। মার্কেট মুভমেন্ট নিউজ এর কারনেই হয়ে থাকে। কারন নিউজ না থাকলে মার্কেট মুভ করে না। আর যেদিন হাই ইমপ্যাক্ট নি্উজ থাকে সেদিন মার্কেট প্রচুর মুভ করে।