-
আমি ফরেক্স মার্কেটে প্রায় ২ বছর যাবত ট্রেডিং করে আসছি কিন্তু মার্কেট থেক মাঝে মাঝে ভাল প্রফিট করতে পারলেও আবার কোন এক সময় সব ব্যালেন্স লস করে ফেলি ফরেক্স মার্কেটে যদি ভাল করতে পারতাম তাহলে অনেক ব্যালেন্স হত তাই আমি মনেকরি, তার পরেও মার্কেটে ট্রেডিং করে যাচ্ছি যাতে কোন সময় অভিজ্ঞ ট্রেডার হতে পারব।
-
আমি ফরেক্সে নতুন যোগ দিয়েছি । ফরেক্সে হয়তো ২ মাসের মত আমি কাজ করছি / আমি ফরেক্সের এই ফোরামে কাজ করি আর ডেমোতে ট্রেডিং প্রাকটিস করতে থাকি । ফরেক্সের ট্রেডিং দক্ষতা বাড়ানোর জন্য ভাল একটা মাধ্যম হলো ডেমো । ডেমোতে বেশি বেশি প্রাকটিস করতে থাকলে ফরেক্সে ভাল করা যাবে । ফরেক্সে যার যত ট্রেডিং দক্ষতা থাকবে সে তত ভাল করতে পারবে তাই ট্রেড ভাল করে শিখতে হবে ।
-
আমি ২০১৩ সালে ফরেক্স সম্পর্কে জানতে পারি আমার এক বন্ধুর কাছ থেকে । প্রথমদিকে ফরেক্স সম্পর্কে তেমন একটা অভিজ্ঞ ছিলাম না এমনকি কিছুই বুঝতাম না, কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে মার্কেট পর্যালোচনা করবো, নিউজ এর ব্যাপারে তেমন কোন আইডিয়া ছিল না যে নিউজ কখনও প্রকাশিত হয় ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হতো যা কিনা দ্রুত আমার এ্যাকাউন্ট শূন্য হয়ে যেতো । মাঝ খানে কিছু দিন আমি ফরেক্স থেকে সড়ে গিয়েছিলাম । কিন্তু আবার ফিরে এসেছি যখন ইন্সটাফরেক্স বাংলা ফোরাম চালু করলো তারপর হতে ফরেক্স মার্কেটে আসি ।
-
আমি ফরেক্স এ নতুন। প্রতিদিন ১/২ ঘন্টা সময় দেয়ার চেষ্টা করি। আমি শিখছি, আমি শেখার চেষ্টা করছি। সকলের আন্তরিক পরামর্শ আশা করছি।
-
ফরেক্স মার্কেট এ দীর্ঘদিন কাজ না করলে মার্কেট সম্পর্কে ভালো ধারনা পোষন করা যায় না। একমা্ত্র অভিজ্ঞরাই বলতে পারেন যে মার্কেট পরবর্তীতে কোন দিকে যেতে পারে। আর যারা বেশি সময় ধরে মার্কেট এর সাথে জড়িত আছে তারা কম সময় দিয়ে মার্কেট থেকে ভালো প্রফিট করছেন।
-
আই সাধারণত ২০১৩ সালে ফরেক্স মার্কেট এ জইন করে থাকি,আমি আমার এক কাছের বড় ভাই এর নিকট হতে এই ফরেক্স বিজিনেস এর বিষয়ে যানতে পারি,তারপর থেকে এই বিজিনেস করতে অনেক আগ্রহী হয়,কিন্তু শুরুতে আমি আগে ফরেএক্স এর বেসিক টু এ্যাডভান্স লেভেল লার্ন করি,তারপর দীর্ঘ ৩ বছর একটানা ডেমো তে অনুশীলন করি,যখন ডেমো তে ভালো সফলতা পাই তারপর রিয়েল এ জইন করি।
-
আমি এই ফরেক্স মার্কেটে ২০১৯ সাল থেকে কাজ করে আসছি । এই একাউন্ট খোলার আগে ও আমার একটা একাউন্ট ছিলো কিন্তু সেই একাউন্ট ব্যান্ড হয়ে যাওয়াতে পূনরায় আমি এই একাউন্টটি ওপেন করি এবং আপাতত এই একাউন্টের সাথে সংযুক্ত আছি । চেষ্টা করবো এই একাউন্টটি ধৈর্য্য ধারণ করে টিকিয়ে রাখার,,, ধন্যবাদ ।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার তার পরেও আমি ফরেক্স মার্কেটে প্রায় দুই বছর যাবত ট্রেডিং করে আসছি,ফরেক্স মার্কেটে ট্রেডিং করে সফলতা এখনো পাইনি,তাই মার্কেটে ডেমো ট্রেডিং করার পাশাপাশি লাইভ ট্রেডিং করছি যাতে মার্কেট হতে কিছু ইনকাম করতে পারি,ফরেক্স মার্কেট হল আয়ের অন্যতম উতস্য,।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার তার পরেও আমি ফরেক্স মার্কেটে প্রায় দুই বছর যাবত ট্রেডিং করে আসছি,ফরেক্স মার্কেটে ট্রেডিং করে সফলতা এখনো পাইনি,তাই মার্কেটে ডেমো ট্রেডিং করার পাশাপাশি লাইভ ট্রেডিং করছি যাতে মার্কেট হতে কিছু ইনকাম করতে পারি,ফরেক্স মার্কেট হল আয়ের অন্যতম উতস্য,।
-
আমি প্রায় ২ বছর পর্যন্ত এই ব্যবসার সাথে জড়িত আছি । এই ব্যবসা করতে পেরে অবশ্যই আমি খুব খুশী । যে যত বেশী এই ব্যবসা দক্ষতার সাথে করতে পার সে অবশ্যই সফলকাম হতে পারে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা দক্ষতার সহিত করব সতাহলে অবশ্যই জীবনে উন্নতি করতে পারব ।