-
আমি দিনে কমপক্ষে ৩০ টা পোস্ট করি। আমি যখন বেশি সময় পায় তখন আর বেশি পোস্ট করি। আমি আজ সুনলাম যে ৩০ তার বেশি পোস্ট করলে অ্যাকাউন্ট বাদ হয়ে যায়। আমি এই বিসয়ে কিছুই জানি না। ইতিমধ্যে আমার একটা অ্যাকাউন্ট বাদ দিয়ে দিছে। কেউ কি জানেন আসলে ঠিক কইটা পোস্ট করলে অ্যাকাউন্ট বাদ দিয়ে দেয়।
-
প্রতিদিন কয়টা পোস্ট করি তা আসলে নির্দিষ্ট নয়।কখনো আমি আমি ৩৫ টাও করেছি আবার কোন দিন ৭,৮ এই ভাবেও করেছি আসলে টাইম এর ওপর নির্ভর করে যে আমি আজ কে কতগুলা পোস্ট করবো।সময় বেশি পেলে বেশি করি আর আমি এখন পর্যন্ত জানিনা যে কইটার বেশি পোস্ট করলে একাউন্ট বন্ধ হয়ে যাই।আবশ্য আমার কোন কোন ফ্রেড দিনে ৪০ টাও পোস্ট করছে তাদের মনে একাউন্ট তো ঠিক ই আছে।
-
ফোরামে আমি প্রতিদিন সময় দিই । ফরেক্স ফোরামে আমি অনেক কিছু বোঝার জন্য প্রতিদিন ফরেক্স ফোরামে সময় দিই। আমি ফরেক্স ফোরামে কিছু বোঝলে তা উত্তর দেওয়ার চেষ্ঠা করি। আমি মোটামাটি প্রতিদিন ৬-৮,৯টা পোস্ট করে থাকি।
-
আমি বাংলা ফোরামে বেশি একটা পোস্ট করি না।কারন আমি বাংলা ফোরামের প্রতিটা পোস্ট পড়ার চেষ্টা করি।আমি মার্কেটে নতুন তাই এই সাইট থেকে আমি অনেক কিছু জানতে চাই এই পোস্ট পড়ে।আর আমি আমি প্রতিদিন ১৫ থেকে ২০ টি পোস্ট করা চেষ্টা করি।
-
আসলে আমি ফরেক্স ফোরামে অবেক পোস্ট করে থাকিভ।কারন আমি জানি ফরের্ক্স মার্কেটে যদি ভাল কিচু করতে হয় তবে আমাদের ভাল করে ফরেক্স মার্কেট সমপর্কে জ্ঞান লাভ করেইভফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে বলে মনে করি।
-
ফরেক্স ফোরামে আমি যেহেতু নতুন তাই আমি চেষ্টা করি যত দুর সম্ভব পোষ্ট করতে।আসলেই ফরেক্স ফোরামে ফরম পোষ্ট করার আগে অন্য পোষ্ট গুলো পরে দেখিতো তাই পোষ্ট করতে একটু সময় লাগে।আসলে ফরেক্স ফোরামে ফরমে অনেকে অনেক মতামত দেন তা পড়তে ভালোই লাগে।ফরেক্স ফোরামে ফরম পোষ্ট এর মাধ্যমে অনেক কিছু শিখা যায়।ধন্যবাদ
-
আমি ফোরামে দৈনন্দিন কমপক্ষে ২০ থেকে ৩০ টা পোষ্ট দেই । আমরা সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করতে হবে । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা ফোরামে বেশী বেশী পোষ্ট দেওয়ার চেষ্টা করব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । আমরা সব সময় ফোরামে পোষ্ট দেওয়ার চেষ্টা করব ।
-
আমি প্রতি দিন 20 থেকে 30 টি পোস্ট করি ।
-
আমি মূলত ফরামে প্রবেশ করেই অন্যদের দেয়া পোস্টগুলো পড়ি। আমার খুব ভালো লাগে অন্যদের পোস্ট পড়তে। তারপর এর মাঝখানে নিজেও নিজের পোস্ট দেই যে টপিকসগুলোতে আমি ভালো জানি। এই ফোরামের কন্টেস্ট থ্রেডটা আমার খুব ভালো লাগে, যদিও আমি এই ফোরামে জয়েন করার পর এখন পর্যন্ত কোন কন্টেস্ট পাইনি। আমি ডেইলি ২০-২৫ টা পোস্ট দেই। বেশি দেয়ার তাইম পাই না অন্য কাজের জন্য।
-
ফোরামে এমন কিছু লেখা পোষ্ট করা উচিৎ যেন নতুন ট্রেডারগণ এইলেখা থেকে নতুন কিছু শিখতে পারে৷বোনাস ডলার নেওয়ার জন্য অপ্রয়োজনীয় ফালতু কিছু লিখে পোষ্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি৷এতে কোনই বাহাদুরি দেখিয়ে প্রকৃত পক্ষে আপনার লাভ হবেনা৷আমি অন্যদের তুলনায় লেখা কম করেই পোষ্ট করছি৷