-
ভাই আমি ফরেক্স মাকেটে নতুন আমি ফরেক্স করছি আমার বর ভায়ের কাছ থেকে আমি আমার বর ভায়ের কাছ থেকে ফরেক্স করে বুঝতে পারছি ফরেক্স মাকেটে যদি পরিশ্রম দেওয়া যায় তবে ফরেক্স থেকে ভাল কিছু করা যায় খুব দুরুত | আমি মনে করি ফরেক্স মাকেট থেকে আমি আয় করতে পারব | আমি আমার ভভায়ের কথা শুনে ফরেক্স মাকেটে পরিশ্রম করছি |
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্স সম্পর্কে প্রথম জানি ২-৩ বছর আগে। তখন আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টের কিছু ইন্ডিয়ান ফরেক্স ট্রেডিং করতো। কিন্তু তখন ব্যপার টা বুঝতাম না। ব্যপার টাকে গুরুত্বও দেইনি। পরবর্তীতে আমার খালাতো ভাইকে দেখি ফরেক্স ট্রেডিং করতে । তার হাত ধরেই আমি ফরেক্সে আসি। তবে ফরেক্স সম্পর্কে আমার ধারনা আগে থেকেই ছিল।
-
প্রথমে আমার এম ডি (আমার শেষ অফিসে সেখনে আমি ই ডি ছিলাম) আমাকে ফরেক্স ট্রেডিং শিখতে অফিসিয়াল নির্দেশ দেন, তখন কিছু পড়াশুনা করেছিলাম। তার পর কিছুদিন আগে ইউটিউব মার্কেটিং সেখা শুরু করি কর্নেল ভাইয়ের কাছে, ইউটিউব শিখতে যেয়ে ফরেক্স ট্রেডিং শেখা শুরু করেছি।
-
আমি আমার বড় ভাই এর কাছ থেকে প্রথম ফরেক্স সম্পরকে শুনি। তিনি আমাকে বলেন ফরেক্স শিখে অনেক টাকা আয় করা যায়। আমি তখন থেকে ফরেক্স এর সাথে আছি। আমি এখন ডেমোতে ট্রেড করছি। আমি ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
-
ফরেক্স মাকেট সম্পরকে আমার কোন ধারনা ছিল না আমি ফরেক্স মাকেট করছি আমার কাকার হাত ধরে আমার কাকাকে ফরেক্স করতে দেখি তারপর আমি তাকে ফরেক্স মাকেটে শিখানোর জন্য বলি | সে আমাকে ফরেক্স মাকেটে ভাল দিক খাদিন সব বলে তারপর আমি ভাবলাম ফরেক্স মাকেট করে দেখি কি হয় তারপর থেকে আমি ফরেক্স করি আর ফরেক্স থেকে আয় করতে পারছি এখন |
-
আমি প্রথম এ আমার এক বড় ভাই থেকে ফরেক্স মার্কেট সম্পর্কে শুনি।তারপর আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আগ্রহী হয়ে উঠি।তারপর আমি আমার এক বড় ভাই থেকে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা নেই।তারপর আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করি।তারপর থেকে এখনো আমি ফরেক্স মার্কেট এর সাথেই আছি। আমি এখনো ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এবং ভালোভাবে ট্রেড করেয়া আয় করতে পারি।
-
আমি খুব মফরসল শহর এ থাকি এখানে কেও তেমন ভাবে ফরেক্স মার্কেট এ টেড করে না আমি প্রথম একটা সাইট এ ইন্সতাফরেক্স সম্পর্কে জানতে পারি তারপর আমি ইন্সতাফরেক্স এ টেড শুরু করি তারপর আমাকে ফরেক্স শেখানোর মত কেও ছিল না আমি বিভিন্ন সাইট ও ফোরাম থেকে টেড শিখতে থাকি এই ভাবে আমার ফরেক্স মার্কেট এ টেড শুরু করি অনেক কষ্ট হয়ছে আমার ফরেক্স মার্কেট এ টেড শিখতে
-
প্রথমে আমি আমার এক বড় ভাই থেকে ফরেক্স মার্কেট সম্পর্কে শুনি তারপর আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার প্রতি আগ্রহী হয়ে উঠি।তারপর আমি আমার আরেক ভাই এর কাছে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা নিয়ে থাকি।তারপর আমি নিজে নিজে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করি।এখনো আমি ফরেক্স মার্কেট এর সাথেই আছি।আসা করে আমি ফরেক্স মার্কেট এর সাথেই থাকতে পারবো।তাই সবাই দুয়া করেন। জাতে ফরেক্স মার্কেট এর সাথেই থাকতে পারি।
-
আমার মনে হয় সবাই কারো না কারো হাত ধরে ফরেক্সে আসেন। অভিষেক হয় নতুন একটি দিগন্তের। যেখানে আপনাকে অনেক নতুন কিছুর সাথে পরিচিত হতে হয়। প্রথমে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারি। পরে আমি তার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই। বিস্তারিত শুনে আমি নিজেই একটি অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে নিই। তখন থেকেই আমার ফরেক্সে অভিষেক। গত ৪/৫ বছর ধরে ফরেক্স করে আসছি। নতুন নতুন অনেক কিছুর সাথে পরিচিত হয়েছি।:ok:
-
1 Attachment(s)
আমরা যারা ফরেক্স করি তাদের সাধারনত eWallet/eCurrency বেচা-কেনার প্রয়োজন পড়ে। কারন আমাদের প্রফিট কারা ডলার সমূহ ঊত্তোলন করার জন্য বিশ্বস্ত ও সহজ কোন সাইট নেই। তাই আজকে আমি একটা ওয়েব এড্রেস দিচ্ছি যেখান থেকে আপনি খুব সহজে ডলার buy sell করতে পারবেন। সেটির ওয়েব সাইট লিঙ্ক হচ্ছেঃ http://ewalletbuysell.com/
[ATTACH=CONFIG]3056[/ATTACH]