আমি এখোনো ফরেক্স ট্রেডিং শুরু করি নি । তবে আমার অবিজ্ঞতা বৃদ্ধি করার জন্য আমি ডেমো ট্রেড করছি। যাতে ট্রেড সম্পর্কে একটু হলেও ধারনা পেতে পারি।
Printable View
আমি এখোনো ফরেক্স ট্রেডিং শুরু করি নি । তবে আমার অবিজ্ঞতা বৃদ্ধি করার জন্য আমি ডেমো ট্রেড করছি। যাতে ট্রেড সম্পর্কে একটু হলেও ধারনা পেতে পারি।
যেহেতু ফরেক্স মার্কেটে আমি নিয়মিত ট্রেড করছি,লাভও করছি আবার লসও করছি৷তাই আমাকে ট্রেডিংএর খুঁটিনাটি সহ যত ধরনের কৌশল আছে,নিয়মনীতি আছে সবকিছুই শিখতে হয়েছে৷আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজী,মানি ও রিস্ক মেনেজমেন্ট,সেসন,ফান্ডামেন্টাল এনালাইসিস,টেকনিক্যাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস ইত্যাদি সবকিছুই যথা সম্ভব সঠিক ভাবে অনুসরণ করে ট্রেড করি৷
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় অনেক বুদ্ধি খাটিয়ে আপনি যদি ফরেক্স মার্কেটে এল মেলো ট্রেড করতে যান তাহলে আপনি দেখবেন আপনার একাউন্টের বারটা বেঝে গেছে। তাই আপনি যদি ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড করেন তবে আপনি ভাল করে জ্ঞান লাভ করে ফরেক্স টড়েড করলে অনেক ভাল।
ফরেক্স ট্রেডিং আসলেই কৌশল এখানে এটা গুরুত্ব বহন করে যে কৌশল শিখে এবং এটার যথাযথ ব্যবহার করতে পারে সে ফরেক্স ট্রেডিং করে আগে বাড়তে পারে আমার মনে হয় সবাই কৌশল শিখা উচিত সফলতার জন্য অত্যন্ত কার্যকরি ভূমিকা পালন করে ।
ফরেক্সে সফলতার জন্য কৌশল আর সেটিস্ফেকশন প্রয়োজন। মুলত সব ধররনের কৌশল একই সাথে প্রয়োগ করা সম্ভব নয়। সময় ও সুযোগ অনুযায়ী উপযুক্ত কৌশল প্রয়োগ করতে হয়। কৌশল প্রতিনিয়ত চর্চার মাধ্যমে উন্নয়ন করতে হয়। আর ফরেক্সে আপনি যত ভাল কৌশ্লই ব্যবহার করুন না কেন, কোন কৌশল ই আপনাকে ১০০% সফলতা দেবে না।
যেকোনো ব্যবসা করতে হলে প্রথমে তার কৌশল আয়ওত করতে হবে ঠিক ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে ভাল ভাবে ফরেক্স ট্রেডিং এর কৌশল শিখতে হবে ,ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে যে কৌশল শিখতে হবে তা হল ভাল ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে ,মার্কেটের প্রতি নিজের লোভ কাজ করা যাবে না এবং ধৈর্য সহকারে মার্কেটে কাজ করতে হবে ।
ফরেক্স ট্রেডিং এ কওশল এর গুরুত্ব অনেক । ট্রেডিং করার জন্য সবার কওশল একরকম নয় । বিভিন্ন জনের বিভিন্ন রকমের । তারা তাদের জ্ঞানের উপর নির্ভর করে নিজেদের জন্য ট্রেডিং কওশল তৈরি করে । তাই কারো সাথে কারো মিলে না , কিন্তু উদ্দেশ্য সবারই এক সেটা হল ফরেক্স ট্রেডিং থেকে লাভ করা । তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স ট্রেডিং নিয়ে গবেষণা করে নিজের ট্রেডিং কওশল তৈরি করতে পারেন তাহলে আত্মবিশ্বাসের সাথে রিয়েল ট্রেডিং করতে পারবেন ।
আসলে একটি ভাল ট্রেডিং প্ল্যান অর্থাৎ কৌশল ছাড়া ভাল একটি প্রফিট অর্জন করা সম্ভব নয় । একটি সহজ এবং কার্যকরী কৌশল একজন ট্রেডারকে ফরেক্স এ অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারে । আর কৌশল ছাড়া ট্রেড করা মানেই হল জ্ঞ্যনের সঠিক এবং সহজ প্রয়োগ করতে না পারা । আর আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত তার জন্য উপযোগী একটি সহজ ট্রেডিং কৌশল বের করা ।
হ্যাঁ ফরেক্স ব্যবসা একটি দুর্দান্ত ব্যবসা এবং এটি সম্পূর্ণরূপে প্রযুক্তির উপর নির্ভর করে যা আমাদের বিপুল অর্থ উপার্জনের বিশাল সুযোগ দেয়। যে কেউ এখানে নিখরচায় যোগদান করতে পারেন এবং অর্থোপার্জন করতে পারেন যার কোনও সীমাবদ্ধ নেই। সুতরাং, যথাযথ শেখার জন্য এখানে সময় ব্যয় করার চেষ্টা করুন এবং সহজেই বিপুল অর্থ উপার্জনের মাধ্যমে এর ফলাফল আপনি পেতে পারেন।
ফরেক্স ট্রেডিং আসলেই কৌশল এখানে এটা গুরুত্ব বহন করে যে কৌশল শিখে এবং এটার যথাযথ ব্যবহার করতে পাের সে ফরেক্স ট্রেডিং করে আগে বাড়তে পারে আমার মনে হয় সবাই কৌশল শিখা উচিত সফলতার জন্য অত্যন্ত কার্যকরি ভূমিকা পালনকরে