একজন সফল ফরেক্স ট্রেডার আর সে আমাকে ফরেক্স ট্রেডিংয়ে উতসাহিত করে এবং সব ধরনের সাপোর্ট দেয় আর যার ফলে আমি মেয়ে হয়েও ফরেক্সে ট্রেড করতে পারছি এটি পরিবারের সাপোর্ট ছাড়া করা সম্ভাব হয় না সেই কারনে আমি আমার পরিবারের কাছে অনেক বেশি কৃতজ্ঞ।
Printable View
একজন সফল ফরেক্স ট্রেডার আর সে আমাকে ফরেক্স ট্রেডিংয়ে উতসাহিত করে এবং সব ধরনের সাপোর্ট দেয় আর যার ফলে আমি মেয়ে হয়েও ফরেক্সে ট্রেড করতে পারছি এটি পরিবারের সাপোর্ট ছাড়া করা সম্ভাব হয় না সেই কারনে আমি আমার পরিবারের কাছে অনেক বেশি কৃতজ্ঞ।
আমি ফরেক্স মার্কেটে আসাতে আমার পরিবারের কোন সাপোর্ট পাইনি।তারপরও আমি হতাশ না হয়ে ফরেক্স মার্কেট শুরু করি। প্রথম দিকে আমি অনেক লস খাইছিলাম কিন্তু এখন লসের পরিমান কমে গেছে মার্কেট সম্পর্কে দক্ষতার কারনে।এখন আমার ফ্যামিলি আমাকে উতসাহো যোগায়।
না এখনো কোনো সাপোর্ট পাইনি আমি আমার পরিবার থেকে। আর সাপোর্ট পাবার মত অবস্হাও আমার ফ্যামিলিতে নেই। এখন যতটুকু চেষ্টা করার নিজ উদ্যোগেই করতে হবে নিজ থেকেই সামনে অগ্রসর হতে হবে এবং আামার আশা আছে আমি ফরেক্স থেকে অর্থ আয় করে আমার পরিবারকে সাপোর্ট দেব।
আপনার এই ধরনের দৃঢ় মনোভাব সকল ব্যার্থ ট্রেডারদের জন্য অনেক অনুপ্রেরণা দান করবে । কারণ আপনি হল ছাড়েননি শত প্রতিকূলতার মাঝেও । ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে আপনার মত দৃঢ় প্রত্যয়ী লোকগুলো কখনো হারেনা । কারণ যে নিজের উপর এবং নিজের কাজের উপর শতভাগ আস্থা রাখবে সে কখনো হারবে না । কারণ ফরেক্স মার্কেটে সবাই কম বেশি ব্যার্থ হয়ে থাকে , তাই বলে ফরেক্স ছেড়ে দিলে হবে না । বরং লেগে থাকতে হবে । লেগে থাকলে একসময় না একসময় ঠিকই মুনফা পাওয়া যাবে ।
হ্যাঁ আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি যে আমার পরিবার সাপোর্ট করে।প্রথম প্রথম তারা আমার ফরেক্স মার্কেট এ ট্রেড করা কে সাপোর্ট করতো না।কারণ তারা জানত ইন্টারনেট বলে শুধু ফেইসবুক কে বুজাই।তারা এটা বিশ্বাস করতনা ইন্টারনেট এর মাধ্যমে ঘরে বসে টাকা আয় করা যাই।তাই তারা আমার ট্রেড করা কে পছন্দ করতো না।কিন্তু পরবর্তীতে তারা আমাকে অনেক উৎসাহ দেই ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য।তারা তাদের ভুল বুজতে পেরে আমাকে ফরেক্স মার্কেট এ ট্রেড করার প্রতি উৎসাহ দেই।
ফরেক্সে প্রথম দিকে আমি মোটামুটি সাফল্যই পেয়ছিলাম তখন ফেমিলিকে ভালো সাপোর্টও দিয়েছি এবং তারাও সাপোর্ট দিয়েছে। তবে পরবর্তীতে আমার অবস্হা কিছুটা শোচনীয় হয়ে যায় কারন লাগাতার লস খেতে থাকি এবং ফিনানশিয়ালি ভেংগে পড়ি। তাই কিছুদিন ফরেক্স থেকে দুরেও ছিলাম। তবে আবার ফরেক্সে এসেছি নতুন ভাবে নতুন উদ্যমে কিছু করতে পারি তাই।
আসলে আমাদের দেশে এখনও মানুষ জব ছাড়া কিছু বুঝে না । তাই আমি মনে করি কারো পরিবারই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করা সাপোর্ট করবে না এবং তেমনি আমার পরিবারও ফরেক্স মার্কেটে ট্রেড করা সাপোর্ট করে না । আর সেজন্য আমি ফ্রী সময় পেলে একটু ফরেক্স ট্রেডিং এ বসি । কারণ ফরেক্স মার্কেটে আমার ট্রেড করতে খুবই ভালো লাগে ।
ভাই আমি আমার স্ট্যাডি শেষ করেও এখনও একটি জব পাইনি,আমি তাই ২ বছর আগে দিয়ে এই বিজিনেস শুরু করি,আমি এই খান থেকে মোটামুটি ভালো প্রফিট মাস শেষ এ করতে পারি,যা আমার নিজস্ব খরচ এবং ফ্যামিলির কিছু খরচ বহন করতে সাহায্য করে,এই বিজিনেস এর উপর আমি ডিপেন্ড করে থাকি।
ফরেক্সে মার্কেটে প্রথমে যখন ট্রেড করতাম তখন আমি আমার পরিবার থেকে তেমন সাপোর্ট পাইনি এর কারণ হল আমি খুবই অল্প সময়রের ভিতরেই অনেক লস করে ফেলি । যার কারনে পরিবারের লোকজন থেকে আমি তেমন কোন সাপোর্ট পাই নি ।কিন্তু বর্তমানে আমি ফরেক্স ট্রেডিং শিখে ভাল অর্থ উপার্জন করতে পারছি । তাই আমার পরিবারের আর্থিক দিক দিয়ে একটু সাহায্য করতে পারছি । তাই এখনও আমি ফরেক্স মার্কেটে ট্রেড করছি ।
ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে যে আয় করা যায় তা আমি ছাড়া আমার পরিবারের কেউ জানেনা,তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেডিং করি,এই ট্রেডিং করে যে দিন সফলতা হতে পারব সেই দিন আমার পরিবারের অন্য সব সদেশ্য দের ফরেক্স মার্কেট বিষয়ে অবগত করব,তাই ফরেক্স হল আয়ের অন্যতম উৎস।।।