-
স্কালপিং ট্রেড কিছুটা ঝুকিপূর্ন তবে যদি ভালো পারেন তবে স্ক্যাল্পিং এর জন্য সব চেয়ে ভাল টাইম ফ্রেম ধরতে পারেন ৫ মিনিট ও ১৫ মিনিটের টাইম ফ্রেম। আমি নিজেও স্ক্যাল্পিং করে ট্রেড করি। এতে বেশ ভালভাবে ট্রেড শেখা যায়। সার্বক্ষণিক ট্রেডের সামনে থাকতে হয় বলে মার্কেট সম্পর্কে বেশ ভাল একটি ধারনা অর্জন করা যায়।
-
স্কালপিং এর জন্য কোন ভাল টাইম ফ্রেম নেই তবে আপনি চাইলে পাচ মিনিট থেকে শুরু করে পনের মিনিট পর্যন্ত যেকোন টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন কিন্তু আপনি কোন টাইম ফ্রেমে মার্কেট ভাল বুযেন সেই টাইম ফ্রেম সেট করে অ্যানালাইসিস করুন তারপরে ট্রেড শুরু করুন ওইটাই আপনার ভাল ফলাফল নিয়ে আসবে
-
নতুনদের জন্য স্ক্যাল্পিং একটি জনপ্রিয় ট্রেড। যদিও এতে ঝুঁকি বিদ্যমান তবুও তারা এখান থেকেই ট্রেড শিখতে বেশ পছন্দ করে। এতে করে সব সময় মার্কেটের সামনে থাকা যায় ও মার্কেটের সাথে পরিচিত হওয়া যায়। আমি ৫ মিনিট ও ১৫ মিনিটের টাইম ফ্রেমকে স্ক্যাল্পিং এর জন্য সবচেয়ে ভাল মনে করি।
-
আপনি যদি ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকেন তাহলে যে কোন টাইমফ্রেমে ট্রেড করেই ভাল প্রফিট করতে পারবেন, তবেই স্কাল্পিং করার জন্য আমার কাছে 3 মিনিট, 5 মিনিট এবং10 মিনিটের টাইমফ্রেমকে উপযুক্ত বলে মনে হয়। তাই আপনি চাইলে এই টাইমফ্রেম গুলো ব্যবহার করে দেখতে পারেন, আশা করি এই টাইমফ্রেম গুলো ব্যবহার করে ট্রেডিং করে খুব ভাল প্রফিট করতে পারবেন।
-
যেহেতু আপনি ফরেক্স মার্কেটের নতুন তাই আপনাকে বলব,প্রথমে ফরেক্স সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে তুলুন, কারণ দক্ষতা ছাড়া স্কাল্পিং করে সফলতা অর্জন করা খুবই কঠিন। তার পরেও যদি আপনি স্ক্যালপিং করতে চান তাহলে m3, m5, m10 এবং m15 টাইমফ্রেম ব্যবহার করে ট্রেডিং করতে পারেন।
-
স্ক্যাল্পিং এর জন্য সবচেয়ে ভাল m5 & m15 টাইম ফ্রেম। কারণ স্ক্যাল্পিং যেহেতু সর্ট টাইমের মধ্যে করা হয় সেহেতু m5 & m15 টাইম ফ্রেম ভালো। তবে অবশ্যই ডেইলি ক্যান্ডেল এর দিকে ভাল নজর রাখতে হবে। নয়তো ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই স্ক্যাল্পিং এর জন্য ডেমোতে কম পক্ষে ছয় মাস ডেমো প্রাকটিস করতে হবে। নয়তো লস হতে পারে।
-
ফরেক্স এ স্কালপিং করার জন্য অমরা বিভিন্ন টাইম ফ্রেম ব্যবহার করে থাকি। তবে আমার মতে 5 থেকে 15 মিনিটের টাইম ফ্রেম ব্যাবহার করে স্কালপিং করার জন্য ভাল। আর একটা বিষয়, স্কালপিং এর সংঙ্গার দিকে তাকালে আমরা বুঝতে পারব এর টাইমফ্রেম কোনটি ভাল?
-
আপনি যদি স্কাল্পিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ছোট টাইম ফ্রেমে ট্রেড করতে হবে। কারন স্কাল্পিং হল খুবই অল্প সময়ের জন্য ট্রেড ওপেন করা এবং যত তাড়াতাড়ি সম্ভাব ট্রেডটি বন্ধ করে দেয়া। তাই আপনাকে ছোট টাইমফ্রেমেই ট্রেড করতে হবে। এর জন্য আপনার উপযুক্ত টাইম ফ্রেম হল ১ অথবা ৫ মিনিটের চার্ট।
-
আমি এখনো নিজেকে নতুন ট্রেডার মনে করি। কারন আমি এখনো শিখতেছি। এখনো আমার সফলতা পাওয়াটা ধারাবাহিক হয়নি। আর যতদিন সফলতা পাওয়াটা ধারাবাহিক না হয়, ততদিন নিজেকে সফল ট্রেডার ভাবতে পারি না। সফল ট্রেডার হওয়ার পূর্বশর্ত হলো ধারাবাহিক ভাবে সফলতা পাওয়া। একজন সফল ট্রেডার হতে হলে তাকে খাটতে হবে। তাই সবাই আমার জন্য দোয়া করবেন।
-
আসলে ফরেক্স মার্কেট এ যারা নতুন আসে তারা স্কালপিং করতে পছন্দ করেন। কিন্তু স্কালীপং করতে রিস্ক। মার্কেট হাইয়ার টাইমফ্রেম গুলো ফলো করে। আর আমাদের বড় ভুল হচ্ছে আমরা ৫ মিনিটের চার্টে আমরা ট্রেড করে ৫০-১০০ নেওয়ার জন্য ট্রেড দেই। কিন্তু ছোট টাইমগুলোতে ২০-৩০ পিপ এর বেশি গেলেই ধরা খেতে হতে পারে।