ফরেক্স মার্কেটে এসে অনেকে সফল হয়েছেন আবার ফনেক ক্ষতি গ্রস্ত হয়েছেন ামমি ফরেক্স মার্কেটে জেনে বুঝে ট্রেড কররে সবাই কমবেসি লাভ করতে পারবে তবে সেটা অামাদের অনেক ত্যাগের মাধ্যমে। ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে আপনাকে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে।
Printable View
ফরেক্স মার্কেটে এসে অনেকে সফল হয়েছেন আবার ফনেক ক্ষতি গ্রস্ত হয়েছেন ামমি ফরেক্স মার্কেটে জেনে বুঝে ট্রেড কররে সবাই কমবেসি লাভ করতে পারবে তবে সেটা অামাদের অনেক ত্যাগের মাধ্যমে। ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে আপনাকে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে।
ফরেক্সে নিজেকে এখনও সফল ট্রেডার হিসেবে দাবি করতে পারছিনা। কারন হল ফরেক্সের সফল হওয়াটা সহজ বিষয় নয়, এত অল্প সময়ে নিজেকে সফল হিসেবে দাবী করার কোন উপায় দেখছি না। তবে আমি এখনো টিকে আছি ও জ্ঞান অর্জন করছি। তবে আশা করছি আমি খুব দ্রুত সফল হতে পারবো। আমার পর্যাপ্ততা পর্যাপ্ত ধৈর্য এবং অনুশীলন করার মন-মানসিকতা রয়েছে যেহেতু ফরেক্স একটি আর্ন্তজাতিক মানের ব্যবসা। যেহেতু সেখানে টিকে থাকতে গেলে পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা কোন বিকল্প নেই।
আসলে সফলতার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। কেউ হয়তো অল্পতেই খুশি আবার কেউ হয়তো অনেক বেশিতেও খুশি নয়। সফলতা বলতে আমি বুঝি যে আমি যেটা চাই সেটা পরিপূর্ণ ভাবে পাওয়াটাই সফলতা। কোন একটা বিষয়ে লক্ষে পৌঁছাতে পারাটাই সফলতা। সে অর্থে বলতে গেলে আমি এখন পর্যন্ত ফরেক্স মার্কেট থেকে তেমন কোনো সফলতা অর্জন করতে পারেনি। তবে আমার ব্যর্থতা গুলোকে শক্তিতে পরিণত করে একটু একটু করে নিজেকে তৈরী করছি। আমি মনে করি এটাও আমার সফলতার পথে একটা অধ্যায় অতিবাহিত করছি। মূলত চাওয়া এবং পাওয়ার মধ্যে সফলতার একটা গুড কম্বিনেশন রয়েছে। ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে অবশ্যই ট্রেডিং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। তার জন্য প্রতিনিয়ত মার্কেটে সময় দিয়ে মার্কেট স্টাডি ও এনালাইসিস করে নিজের ট্রেডিং দক্ষতা বাড়াতে হবে। নইলে সফলতা শুধু স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে।
ফরেক্স মার্কেট এর সম্পর্কে জ্ঞান আছে এমন ব্যাক্তি হচ্ছে সফল।এখনো ফরেক্সে ৭০% লোকই ব্যার্থ। কারন যারা এখন ফরেক্স করে তখন তারা না জেনে বুঝে ফরেক্স করে। তার জন্য সবাই ফরেক্সে লস খায় এবং অভিজঞতাসম্পন্ন না হওয়ার কারণে তারা লস রিকভার করতে পারে না।ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে আমাদের ফরেক্স মার্কেট নিয়ে অনেক এনালাইসিস করতে হবে।সফল হতে হলে অবসস্যই এনালাইসিস বুজতে হবে।ফরেক্স মার্কেট এর নিউজ দেখে ফরেক্স মার্কেট এর স্ট্রাটেজি করে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারলে সফল ট্রেডার হয়ে উঠা যায়।
আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । সফল ট্রেডার হতে চাইলে আমাদের অনেক দিন ধৈর্যবান হয়ে মার্কেটে ট্রেডিং করতে হবে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেটে অনেক দিন টিকে থাকা যায়।
আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ তারাই কেবল মাত্র ফরেক্স ট্রেডিং এ সফল। আর এই সফল কিন্তু এক দিনেই হওয়া সম্ভব না। এটা ধিরে ধিরে সময় নিয়ে কাজ করতে করতে একসময় আপনি দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে পারবেন। মনে রাখতে হবে ব্যার্থতার পরেই কিন্তু সফলতা আসে। তারাই ফরেক্স মার্কেটে সফল যারা ফরেক্স সর্ম্পকে পুরোপুরি দক্ষতা অর্জন করতে পারে । যে ট্রেডারগণ যত বেশী দক্ষতাবান সে তত বেশী সফলকাম । সুতরাং অমরা সর্বদা দক্ষতাবান হওয়ার চেষ্টা করব। ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা তাদের পরিশ্রম আর অদ্ধাবসায়ের ফলে আজকে তারা সফল । আমার পরিচিত অনেক ট্রেডার আছে যারা অনেক দিন ধরে ফরেক্স মার্কেটের সাথে থেকে এখন সফল তারা । তাই আমি মনে করি ভাই আগেই কে কে সফল তার কথা চিন্তা না করে আগে কিভাবে আপনি ফরেক্স মার্কেটে সফল হতে পারেন সেটার উপায় খুজুন এবং সেভাবে পরিশ্রম করুন , তাহলে আপনিও সফল হতে পারবেন ।
ফরেক্স মার্কেটে যারা দক্ষতার সাথে কাজ করে অর্থ উপার্জন করতে পারছে তারাই ফরেক্স মার্কেটে সফল । আর এই সফলতা পাওয়ার জন্য বা দক্ষতা অর্জন করার জন্য দীর্ঘদিন ধরে অনুশীলন করতে হয় । কখনোই এটা এক দিনে গড়ে ওঠে না । অর্থাৎ একজন মানুষ যখন দিনের পর দিন পরিশ্রম করে সময় দিয়ে ধৈর্যের সাথে ফরেক্স মার্কেটে কাজ করতে থাকে তখন আপনা-আপনিই তার দক্ষতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে । আর এই দক্ষতাকে কাজে লাগিয়ে যখন একজন মানুষ ফরেক্স মার্কেট সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে ট্রেডিং করে তখন সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারে এবং সে সফল হয়ে ওঠে ।
ফরেক্স নিয়ে একটা কথা প্রচলিত আছে, ফরেক্স এ ৯০% লোকই ব্যর্থ হয়। অর্থাৎ সফল হতে পারে না। আমি এখন পর্যন্ত বুক ফুলিয়ে বলতে পারব না যে, ""আমি সফল।"" তবে এ টুকু বলতে পারব আগের তুলনায় লস অনেক কমিয়ে আনতে পেরেছি। ফরেক্স এ সফলতা পেতে হলে আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু ফোরামের বিভিন্ন পোষ্ট পড়লে বুঝা যায় যে, এখানে যারা আছে, তারা সবাই সফল। কারন কেউই তাদের ব্যার্থতার কথা বলে না। সবই বলে আমি সফল। আসলেই কিা তাই?
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন সদস্য । ডেমো একাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করে কেবলই আমি লাইভ মার্কেটে পদার্পন করলাম । ফোমামে এটাই আমার প্রথম পোস্ট । অনেকের মুখে শুনলাম ফরেক্স মার্কেটে নাকি সফলতা পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার । তবে এ ব্যাপারে আমি আশাবাদি ফরেক্স মার্কেটে আমি আমার কাংঙ্খিত সফলতা পাব । ফরেক্সে তারাই সফল যারা দক্ষতা অর্জন করে তারপর যদি এই ব্যবসা করে তাহলেই সফলকাম হতে পারে । আমরা আগে অভিজ্ঞতা অর্জন করব তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই সফলকাম হতে পারব । আমরা আগে মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করব তারপর ট্রেড করব তাহলেই সফলকাম হতে পারব । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।