-
ফরেক্স হলো আন্তর্জাতিক বিনিময় বাজার। এখানে বিভিন্ন পেয়ারে আন্তর্জাতিক মূদ্রাসমূহ বিনিময় হয়। মূদ্রার বিনিময়ের পাশাপাশি এখানে বিভিন্ন ধরেওনের মেটাল যেমন গোল্ড, সিলভার, ডায়মন্দ বিনিময় হয়। এখানে বিভিন্ন অয়েলও বিনিময় হয়। মূল কথা হলো আন্তর্জাতিক ভাবে বিনিময়ের জন্য এটা একটা বিশ্ববাজার। এখানে ট্রেডাররা ট্রেদ করে।
-
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । এই ফরেক্স মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করা যায় । এই ফরেক্স মার্কেট থেকে অনেকেই ভালো অর্থ উপার্জন করে তাদের জীবন উন্নতির দিকে নিয়ে গিয়েছে । এই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে অনেক কিছু জানতে বা শিখতে হয় ।এখানে যে কোন ব্যক্তি এসে বিশ্বাস যে কোন স্থানে বসে অনলাইনে ক্রয়-বিক্রয় করতে পারে। এখানে অল্প ইনভেস্টে কাজ করা সম্ভব। এটা আমাদের দেশের জন্য বেকারত্ব দূর একটা মাধ্যম।
-
ফরেক্স সম্পর্কে প্রথমেই আমি যে কথাটা বলব, তাহলো ফরেক্স ফলো খুব সহজে উপার্জন করার জন্য,চমৎকার একটি প্ল্যাটফর্ম। কারণ যতটা স্বল্প ইনভেস্টমেন্ট এবং সামান্য প্রশিক্ষণ কাজে লাগিয়ে, এখান থেকে উপার্জন করা যায় তা অন্য কোথাও সম্ভব নয়। তার পরে বলব হ্যাঁ ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। যা অনেকটা শেয়ার মার্কেট এর মত কাজ করে।অর্থাৎ এখানে প্রতিনিয়ত বিভিন্ন দেশের মুদ্রা কারেন্সির মান পরিবর্তিত হয়। সেইসাথে এই কারেন্সি সমূহের মানের বৃদ্ধি বা হ্রাস এর উপর ধারণা করে,আপনি এখান থেকে খুব সহজেই উপার্জন করতে পারেন। তবে এখানে উপার্জন করতে আপনাকে শেয়ার বাজারের মত অত বেশি ইনভেস্ট করতে হয় না, এবং সেইসাথে অতটা ঝুঁকি গ্রহণ করতে হয় না।
-
শেয়ার মার্কেট এ শেয়ার কিনে শেয়ার এর দাম বারলে আমরা সেল করে প্রফিট করতে পারি। আবার একই শেয়ার এর দাম কমলে আমাদের লস হয়। তাই নয় কি? কিন্তু ফরেক্স মার্কেট এ একটি মুদ্রার দাম বারলে বাই করে আবার একই মুদ্রার দাম কমলে সেল করে প্রফিট করতে পারি। এই বাজারে বিভিন্ন মুদ্রা ছাড়াও আসে সোনা , রোপা , ও তেল এর আন্তর্জাতিক ক্রয় বিক্রয় এর ব্যবস্থা। ফরেক্স আমাদের অর্থনৈতিক ভাবে সাবলম্বী করে টলতে পারে ।
-
এই প্রশ্নটা আমার মনে হয় একটি অযৌক্তিক প্রশ্ন । আমার মনে হয় *আমরা যারা এই ফোরামে আছি তারা ভাল করেই জানি যে ফরেক্স কি । ফরেক্স কি *আমরা সেটা যদি না জানতাম তাহলে এই ফোরামে এসে রেজিস্ট্রেশন করে বোনাস দিয়ে ট্রেড করা পর্যন্ত *অগ্রসর হতাম না । তাই আমার মনে হয় আমরা সবাই ভাল করে জানি যে ফরেক্স কি ।
-
বিভিন্ন সময় কারেন্সির দাম কম বেশি হয়ে থাকে শেয়ার এর মত । আপনাকে এক দেশের কারেন্সির বিপক্ষে আরেক দেশের কারেন্সি ক্রয় করতে হবে হবে । মার্কেটে টেকনিক্যাল এ্যানালাইসিস ও ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করে। বর্তমানে এটা বিশ্বের একটি আন্তর্জাতিক মানের পেশা হিসেবে এখন অনেক সুপরিচিত এবং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে । সুতরাং এই ব্যবসা করে আমরা নিজে স্বাবলম্বি হতে পারবেন।
-
ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসা.এই মার্কেট কে অনেকটা শেয়ার মার্কেট এর সাথে তুলনা করা চলে।। শেয়ার মার্কেটে দাম কমলে কিনা হয় শেয়ার আর দাম বাড়লে বিক্রি করা হয় কিন্ত দাম কমার সময় কোন কিছু করা যায় না, দাম কমলে লস করতে হয়। কিন্ত ফরেক্স এ আপনি দুই দিকেই লাভ বা লস করতে পারেন।ফরেক্স হল আন্তর্জাতিক কারেন্সি ব্যাবসা । এই খানে আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয় করা হয় দুইটি দেশের মুদ্রা মিলে একটি কারেন্সি ফেয়ার তৈরি হয় । যেমন eur/usd এই খানে প্রথম টাকে বলে বেস কারেন্সি দিতীয় টাকে বলে কাউন্টার কারেন্সি । একটার বিপরীতে আরেকটাকে বাই সেল করে থাকি ।
-
ফরেক্সে মুদ্রা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করা হয়ে থাকে । ফরেক্সের ব্যবসা সবাই করতে পারে যদি ইচ্ছা থাকে । ফরেক্সের কাজ শিখে ফরেক্সে কাজ করতে পারলে অনেক লাভ আছে । যারা বেকার ভাবে ঘুরে বেড়ায় কোন কাজ করতে পারে না। বর্তমানে এটা বিশ্বের একটি আন্তর্জাতিক মানের পেশা হিসেবে এখন অনেক সুপরিচিত এবং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে । সুতরাং এই ব্যবসা করে আমরা নিজে স্বাবলম্বি হতে পারি।
-
ফরেক্স হলো একটি আন্তর্জাতিক অনলাইন ভিত্তিক বিজনেস। ফরেক্স হলো ইংরেজী শব্দ যার পুরো অর্থ হচ্ছে Foreign Currency Exchange Trade-FOREX বা অতি সংক্ষেপে- Fx বলা হয়৷ এটা সারা বিশ্বব্যাপী মূদ্রা ব্যাবসা৷অনলাইনের সুবাদে বিশ্বের বড় বড় সুপার ব্যাংকগুলো ও ফিনানসিয়াল সকল বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে এবং এখানে প্রতিদিন বিলিয়ন মার্কিন ডলার লেনদেন হয়ে থাকে। আর ফরেক্স ট্রেডিং একটি মুক্ত ও স্বাধীন ব্যাবসা ও বলা যায়। ফরেক্স এখন আন্তর্জাতিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের সবথেকে বড় মার্কেট। ফরেক্স মার্কেটের পরিসর দিন *দিন বিশাল থেকে সুবিশাল হচ্ছে। পৃথিবীর সর্বাপেক্ষো বড় শেয়ার বাজার হলো নিউইয়র্ক শেয়ার মার্কেট। তার থেকেও ২৫ গুন বড় বর্তমান শেয়ার মার্কেট। একমাত্র অভিজ্ঞতা দ্বারাই সম্ভব ফরেক্সে আয় করা। আমরা ফরেক্স মার্কেটের জ্ঞান অর্জনের জন্য ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। ট্রেড করার জন্য ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হবে। ডেমো একাউন্ট চেক করা ব্যতীত কেউ ফরেক্স সফলতা অর্জন করতে পারে না। তাই ফরেক্স বিষয়ে আমাদের অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে সবার থেকে আয় করতে পারি।
-
ফরেক্স হল আন্তজাতিক মুদ্যার বাজার এখানে বিভিন্ন দেশের অথ ব্যবস্থা নিয়ে গথিত |ফরেক্স এমনি একটি বাজার যেখানে থেকে আয় কোড়ে পরিবার মুখে হাশি ফুটান যায়| ফরেক্স মাকেট করতে আমার খুব ভাল লাগে|ফরেক্স হল ক্যাপিট্যাল মার্কেটের একটা অংশ যেটাকে আমরা মুদ্রাবাজার বা o, t, c ওভর দ্যা কাউন্টার মার্কেটও বলতে পারেন । বর্তমানে এটা বিশ্বের একটি আন্তর্জাতিক মানের পেশা হিসেবে এখন অনেক সুপরিচিত এবং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে । সুতরাং এই ব্যবসা করে আমরা নিজে স্বাবলম্বি হওয়ার পাশাপাশি অন্যদেরও সংস্পর্শে আসার সুপরামর্শ দিতে পারি ।এখানে বৈদেশিক মুদ্রার ট্রেড করা হয়।ফরেক্স হচ্ছে একটি অনলাইন মার্কেট প্যালেস যেখাযে যেকোন ব্যক্তি ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান ধারনা লাভ করে ফরেক্স মার্কেট এ কাজ করতে পারে।ফরেক্স এ কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে জানতে হবে।ফরেক্স এ অনেক ভাবেই কাজ করা যায়।মুদ্রা ক্রয় বিক্রয় করেও করা যায় আবার বিনা ইনভেস্টেও করা যায়।