সবাই সব কাজে সফল হতে পারে না । তদ্রুপ ফরেক্সেও সবাই সফলতা অর্জন করতে পারেনা । কারন : হয়তো তার জ্ঞ্যানের ঘাটতি নয়তোবা তার দক্ষতার ঘাটতি । জ্ঞ্যান, বুদ্ধি,দক্ষতা বিচক্ষনতা,ধৈর্য্য এগুলোর সমান্ময় না হলে সে ফরেক্সে লাভ করতে পারেনা ।
Printable View
সবাই সব কাজে সফল হতে পারে না । তদ্রুপ ফরেক্সেও সবাই সফলতা অর্জন করতে পারেনা । কারন : হয়তো তার জ্ঞ্যানের ঘাটতি নয়তোবা তার দক্ষতার ঘাটতি । জ্ঞ্যান, বুদ্ধি,দক্ষতা বিচক্ষনতা,ধৈর্য্য এগুলোর সমান্ময় না হলে সে ফরেক্সে লাভ করতে পারেনা ।
ব্যবসায় সবাই লাভ করতে পারে না কথাটি সত্য।ব্যবসায় কেবলমাত্র তারাই লাভবান হয় যারা সেই ব্যবসা সম্পর্কে অভিজ্ঞ হয়।যেকোন ব্যবসাতেই লাভ-লোকসান থাকবেই।কিন্তু অনেকেই আছে যাদের ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান নেই।আর তারা যদি ঝুঁকি নিয়ে ব্যবসায় নেমে পড়ে তাহলে তাদের লাভের চেয়ে লোকসানই বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই যেকোন ব্যবসা করার আগে সেই ব্যবসা সম্পর্কে ভালভাবে জানা দরকার।মার্কেট ব্যবসার একটি গুরুত্বপূর্ণ প্লেস যা যদি আপনি যথাযথভাবে এনালাইসিস না করতে পারেন তো আপনি নিশ্চিত লসে পড়ে যাবেন।ব্যবসায় দক্ষতা না থাকলে আপনি ভাল কিছু আশা করতে পারবেন না।লোভের তাড়নায় ট্রেড করলে ভাল কিছু আশার সম্ভাবনা থাকে না।
জী না সবাই ট্রেড করে লাভ করতে পারেনা,যদি সবাই লাভ করতে পারতো তাহলে কেউ লুসার থাকতো না,ফরেক্স এ তারাই লাভ করে থাকে যারা ট্রেডিং এ খুব দক্ষ,দক্ষতা ছাড়া ফরেক্স হতে প্রফিট করার কোনো সম্ভবনা নেই,আপনি যদি ফরেক্স সঠিক ভাবে লার্ন না করেন তাহলে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না।
সবাই সফল হবেন না,এটা মেনে নিন,সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে।খরচ করে সেটা হতে পারে সময়,সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই।
সুযোগের জন্য অপেক্ষা করবেন না,সুযোগ তৈরী করে নিন।স্বার্থ বিনে কেউ সুযোগ দিবে না।
সবাই লাভ করবে এমনটা নয়।লাভ লস দুটোই থাকবে।তবে তার মাঝেও সফলতার মুখ দেখা যাবে তার জন্য দরকার পরিশ্রম আর ধৈর্য্য।বার বার চেষ্টার ফলে ভালো কিছু করা যাবে।লস হলেও তারপর লাভ হবে।আশা ছাড়া যাবে না।কাজ করে যেতে হবে তাহলেই ফরেক্স ভালো করা যাবে।
সবাই ফরেক্স থেকে লাভ করতে পারবে না এটাই স্বাভাবিক, কারন ফরেক্স ট্রেড করা যতটা সহয কিন্তুু লাভ করা ততটাই কঠিন,যারা ফরেক্সে নতুন এবং ফরেক্স সমন্ধে তেমন কোন জ্ঞান অর্জন না করে, কোন প্রকার এনালাইসিস ও বিচার বিশ্লেষন ছাড়াই ট্রেড প্রদান করে তখনই লসের সমূক্ষিন হয়,যার ফলে ব্যালেন্স শুন্য করে ফরেক্স থেকে মুখ ফিরিয়ে নেয়,আর এরকম ট্রেডার এর সংখাই ৯০%, তবে ফরেক্স থেকে কিছু ট্রেডার সব সময়ই লাভ করতে পারে, কারন তারা আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন কর নিজেকে অভিজ্ঞ করে তোলে,এবং ডেমো ট্রেড করে নিজেদের দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তোলে,সেই সাথে কোন ট্রেড করার পূর্বে মার্কেট এনালািসিস করে,মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারনা নিয়ে ট্রেড করে, এসব কারনেই তারা লাভ করতে পারে।
ফরেক্স এ ট্রেড করে ৯৫% লোক লাভ করতে পারেনা।তাদের লাভ করতে না পারার পিছনে কিছু কারণ রয়েছে।তাদের অনেকেরই ধৈর্য কম কিংবা লোভের পরিমাণ বেশি।ফরেক্স মার্কেটে যদি আপনি সামান্য ভুল করেন আপনার লস তো হবেই এমনকি একাউন্ট জিরো হতে সময় নিবেনা।ফরেক্স খুবই সূক্ষ একটা মার্কেটপ্লেস।এখা ে প্রতিটা ট্রেড এন্ট্রি করার আগে সবকিছুই খুব সূক্ষতার সাথে এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হয়।আপনাকে ফরেক্স মার্কেট থেকে লাভ করতে হলে ধৈর্য সহকারে ফরেক্স শিখেই তারপর ট্রেডিং এ নামা উচিত।আর সব থেকে বড় কাজ হল আগে ডেমোতে নিয়মিত ট্রেডিং প্র্যাকটিস করে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তারপর রিয়্যাল ট্রেডিং শুরু করেন।অনেকেই এসব নিয়ম মানে না তাই ফরেক্স এ সবাই লাভ করতে পারেনা।
ট্রেড করে লাভ করতে হলে সব কিছু বুঝে শুনে তারপরে ট্রেডে কাজ করতে হবে। যদি সামান্যতম ভুল আপনার লস এর কারণ হয়ে দাঁড়াতে পারে। তারপরও লস হয় সেটা মনে করেন যে ব্যবসার ক্ষেত্রে ত্যাগ স্বীকার করা ছাড়া কোন উপায় নেই। তবে ফরেক্সে লাভ করাটা অনেক কঠিন হলেও অনেক লাভ করে অনেক উপার্জন করছে বর্তমানে।
ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করতে পারেনা কারন সবাই যদি লাভ করে তবে লস করবেন কে। আর এক সাতে লাভ লস হয় না। কেউ লস করে আবার কেউ লাভ করে এটাই হচ্ছে ফরেক্স মার্কেটের নিয়ম।আপনি যদি ভাল ট্রেডার হন তাহলেই আপনি কিছুটা লাভ করতে পারেন বলে মনে করি।
আমার জানামতে বর্তমানে ফরেক্স মার্কেটে অনেক নতুন ট্রেডাররাও সফলভাবে ট্রেড করে যাচ্ছেন। হঠাৎ বৃষ্টির মত ফরেক্সে হঠাৎ বড়লোক হওয়া যায় না। আগে নিয়ম কানুন শিখতে হয়। তারপরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে হয। না জেনে না বুঝে সারা জীবন ফরেক্স মার্কেটে সেল বাই করে লাভটা কি? এটাতো কোন শখের পুতুল নয় যে যা খুশি তাই করলাম। মনে রাখতে হবে মার্কেটকে আমরা চালাই না বরং মার্কেটই আপন গতিতে চলে।
আমার জানামতে বর্তমানে ফরেক্স মার্কেটে অনেক নতুন ট্রেডাররাও সফলভাবে ট্রেড করে যাচ্ছেন। হঠাৎ বৃষ্টির মত ফরেক্সে হঠাৎ বড়লোক হওয়া যায় না। আগে নিয়ম কানুন শিখতে হয়। তারপরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে হয। না জেনে না বুঝে সারা জীবন ফরেক্স মার্কেটে সেল বাই করে লাভটা কি? এটাতো কোন শখের পুতুল নয় যে যা খুশি তাই করলাম। মনে রাখতে হবে মার্কেটকে আমরাপ চালাই না বরং মার্কেটই আপন গতিতে চলে।