-
ফরেক্স থেকে খুব সহজেই লাভবান হওয়া যায়। তবে ফরেক্সে কাজ করে উন্নতি করতে হলে দরকার দক্ষতা। আপনি যদি নতুন অবস্থায় কুন দক্ষতা ছাড়া ফরেক্সে ট্রেডিং শুরু করেন,তাহলে আপনি কুন আয় করতে পারবেন না। এমনকি লস খেতে পারেন। এখান থেকে আয় করতে হলে আপনাকে দক্ষ হতে হবে। ধন্যবাদ
-
এখন পর্যন্ত কোন আয় করতে পারলাম না । সুধু দিয়েই গেলাম। আমাকে যদি পারেন কেও সিগন্যাল দিয়ে হেল্প করবেন।
-
আমার দেশে এখন অনেক মানুষ ফরেক্স করে , আমি ও করি , ফরেক্স থেকে আমি আয় করি , যেটা আমার চাকুরী থেকে বিরত রাখে , আমার একতা ধার না ছিল ফরেক্স মনে হয় লস এর একতা জায় গা , কিন্তু এই ধারনা টা ভুল হয়ে গেছে আমার কাশে গত মাসে ।
-
ফরেক্স এমন একটি ব্যাবসা যেস্থান হতে ইচছা করলে কোনো ইন ভেষ্ট বাদে ডলার অায় করা যায় অাবার ইনভেষ্ট করেও করা যায় ৷যারা ফরেক্স করে সবাই অায় করে থাকে ফরেক্স হতে ৷
-
ফরক্স থেকে মাসে ৪০-৫০ হাজার টাকা আয় করা যায়। অনেকেই এই প্রলোভন দেখিয়ে থাকে। কিন্তু এই প্রলোভনে পড়ে কেউ ফরেক্স মার্কেটে আসে না। ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে-শুনে এই মার্কেটে আসে। তবে ফরেক্স থেকে আয় করতে হলে লোভ সংবরণ করতে হবে।
-
ফরেক্স থেকে নির্দিষ্ট কোন মাত্রা নাই আয় করার। আপনার অভিজ্ঞতা এবং বুদ্ধি কাজে লাগিয়ে যদি ঠিকমতো বিনিয়োগ করেন । সাথে যদি ঠিকমতো ট্রেড করতে পারেন তাহলে ভালো আয় করতে পারবেন।
-
অামার এখনো ফরেক্স হতে অায় করতে পারি নাই ফরেক্স হতে অতি সহজে অায় করা যায় অার এই অায় করার জন্য অনেক কঠোর পরিশ্রম করে ফরেক্স এ অায় করতে হয় ৷ প্রথমে অাপনাদের ফরেক্স কি জানতে হবে ৷ তারপর ফরেক্স কে জানা কিভাবে শুরু করতে হবে ফরেক্স এর সব কিছু জানা নিজেকে ফরেক্স এর একজন কঠোর পরিশ্রমিক করে তোলা যাতে ফরেক্স হতে অায় করা যায় ৷
-
ফরেক্স থেকে কত টাকা আয় করা যায় এর কোন নিশ্চিয়তা নেই। যারা ভাল ট্রেডার তারা ফরেক্স থেকে অনেক বেশি আয় করতে পারে। তাদের কেউ কেউ ফরেক্স ব্যবসা থেকে মাসে ৪০-৬০ হাজার টাকা আয় করতে পারে। আবার যারা ভাল ট্রেডার না তারা ফরেক্স থেকে তেমন বেশি কিছু আয় করতে পারেনা। অনেকে আমার লোভের পরে ফরেক্স মার্কেটে সব অর্থ হারিয়ে নিস্ব হয়ে যায়।
-
ফরেক্সে লাভ করা যায় তা সত্য কিন্তু আসলে সত্য এটাও আছে যে আপনি প্রথম শুরু করেই ৪০ থেকে ৫০ হাজার আয় করতে পারবেন না । যারা এটা বলে আসলে আপনার বুঝতে হবে তারা আপনাকে বোকা বানাচ্ছে কারণ যে কোনো ব্যবসাতেই আপনি প্রথমেই এত লাভ করতে পারবেন না । ফরেক্স মার্কেট সম্পর্কে বুঝে শুনে কাঝ করলে অবশ্যই আপনি এক সময় একজন ভাল এবং সফল ট্রেডার হতে পারবেন ।
-
ফরেক্স হল এমন একটা ট্রেডিং যেখান থেকে অল্প সময়ে অধিক আয় করা যায় তবে এখনে কাজ করতে হলে আগে এর কাজ শিখতে হবে । তাইলে আমরা ফরেক্স থেকে আয় করতে পারব।