-
স্টপ লস ব্যবহার করে ট্রেডের ঝুঁকি কমানো হয়। স্টপ লসের মাধ্যমে লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। কারন ফরেক্স মার্কেট সবসময় গতিশীল। কখন প্রাইস বাড়বে বা কমবে নির্দিষ্ট কোন সময় নেই। স্টপ লস ব্যবহারে ট্রেডটি লসের সম্মুখীন হলে অটোমেটিক ট্রেড টি ক্লোজ হয়ে যায়।
-
স্টপ লস কে আমরা এস,এল বলে থাকি ? আপনি একটা ট্রেড এ এন্ট্রি নিলেন তারপর আপনি নিজে থেকেই নিধারন করে নিবেন ট্রেড টা যদি লস এর দিকে যায় তাহলে আপনি কতটুকু লস নিবেন। যদি আপনি স্টপ লস ব্যবহার না করেন তাহলে একাউন্ট এ লস হতে হতে আপনার একাউন্ট টা শূণ্য বা ০০০ হয়ে যেতে পারে। আমার মতে অবশ্যই স্টপ লস বা এস,এল ব্যবহার করা উচিত।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসায় লাভবান হওয়ার জন্য এবং লস থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই অনেক প্রকার সিস্টেম মেনে চলে। সেই সিস্টেম গুলোর মধ্যে স্টপ লস হল একটা সিস্টেম। স্টপ লস ব্যবহার করা হয় সাধারণত থেকে বাচার জন্য। ট্রেডিং ওপেন করার পর আপনার ট্রেডিং টা কে একটি নির্দিষ্ট স্থানে সেট করে দিবেন, বাজার যদি এর নিচে নামে তাহলে আপনার ট্রেডিং টা বন্ধ হয়ে যাবে যার ফলে আপনার অতিরিক্ত লস হবে। এই সিস্টেম টা কেই স্টপ লস বলে।
-
ডিয়ার মেম্বার যাবার ট্রেন স্টপ লস কে কল করনা চাহিয়েতোকে কে টুলস তমাল কারতে হুয়ে হাম বহত চিটাগাং কার সাকতে হেস্টার প্লাস কেটে কে দাঁড়িয়ে আছেআপনার লাইফে কি লিমিটেড এতেওদেশে যাওয়ার পথের দু'পাশে রিকভার বিকালে দেহঅর্থের সেটের লাগাকার বহৎ আচ্ছা প্রফেট কামালে দেহ
-
যারা নতুন এবং ফরেক্স সম্পর্কে ততটা বেশি অভিজ্ঞ নয় তাদের সবারই উচিত হবে প্রত্যকটা ট্রেডের সময় স্টপ লস ব্যবহার করা । স্টপ লস হল লসের একটা সীমা নির্ধারণ করে দেওয়া । যখন আপনি একটা অর্ডার দিবেন তখন স্টপ লস দিয়ে আপনি আপনার ঝুকিঁ হ্রাস করতে পারবেন । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আমাদের অনেকের একাআউন্ট জিরো হওয়া থেকে বাঁচাতে পারি । তাছাড়াও অর্ডার দিয়ে বেশি লস না হওয়ার নিশ্চিন্তে থাকেতে পারি ।
-
ফরেক্স এ স্টপ লস বলে একটা কথা আছে,এটা এমন একটা অপশন যেটা অন করে আপনি লস কমাতে পারেন অর্থাৎ আপনি ট্রেড শুরু করলেন আপনার ট্রেড যদি লসে যায় তাহলে আপনি কতটা পর্যন্ত লস মেনে নিবেন তার একটা সীমারেখা।মার্কেট যদি আরও লসে যায় তাহলে আপনার ট্রেড ওখানই ক্লোজ হয়ে যাবে,আর এটাই হল স্টপ লস।
-
স্টপ লচ হলো কোনো ট্রেড ওপেন করার পর সেই ট্রেড যেনো অতিরিক্ত লচের সম্মুখীন না হয়ে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে এমনিতেই সেই ধারণকৃত ট্রেড ক্লোজ হয়ে যায়,,,, সেই পদ্ধতিকে স্টপ লচ বলা হয়ে থাকে । একজন ট্রেডার তার মন চাইলে স্টপ লচ ব্যবহার করতে ও পারে বা না ও পারে । স্টপ লচ ব্যবহার করাটা নির্ভর করে একান্তই একজন ট্রেডারের দক্ষতার উপর,,,, ধন্যবাদ ।
-
স্টপলস চমৎকার একটি সিস্টেম। যা ফরেক্স ট্রেডারদের মূলধনকে নিরাপত্তা দিয়ে থাকে। যখন কোন ট্রেডার নতুন ট্রেড ওপেন করে তখন ট্রেডের বিপরীতে মার্কেট প্রাইস মুভ করলে অতিরিক্ত ক্ষতির হাত থেকে মূলধনকে রক্ষা করার কৌশল। এই সিস্টেম সারা বিশ্বের ট্রেডারদের কাছে জনপ্রিয় ।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস সম্পর্কে ধারনা থাকতে হবে কারণ স্টপ লস সম্পর্কে ধারনা নাথাকলে বড় ধড়নের লস খাওয়ার সম্বাবনা থাকে। স্টপ লস হল একটা ট্রেড কত টুকু পরিমান রিস্কি নিবেন তা নির্ধারণ করে দেওয়া।
-
" স্টপ লস "হচ্ছে এক ধরনের তুলস যেটা ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টপ লস ব্যবহার করার মাধ্যমে একজন ট্রেডার মার্কেটের নির্দিষ্ট পজিশনে তার ওপেন করা ট্রেডগুলো ক্লোজ করতে পারে। এবং এর জন্য তাকে ফরেক্স মার্কেটে একটিভ থাকার প্রয়োজন হয়না।অর্থাৎ stop-loss ব্যবহার করার মাধ্যমে একজন ট্রেডার মার্কেটে একটিভ না থেকেও নির্দিষ্ট পজিশনে তার ট্রেড ক্লোজ করার মাধ্যমে তার অ্যাকাউন্ট কে অতিরিক্ত লসের হাত থেকে রক্ষা করতে পারে।এবং এটি মূলত তখনই কার্যকারী হয়ে থাকে যখন মার্কেট ট্রেডারের বিপরীত দিকে যেতে থাকে।