-
ফোরাম থেকে প্রতিদিনের হিসেবে আমাদের কোন বোনাস প্রদান করে না। তবে প্রতিটা পোষ্টের জন্য 20 সেন্ট করে বোনাস আমাদের একাউন্টে জমা হতে থাকে এবং সেটা মাস শেষে একবারে আমাদের একাউন্টে যোগ হয়ে যায়।আর আপনি যদি ফোরামের নিয়ম মেনে পোস্ট করতে চান তাহলে একদিনে সর্বোচ্চ দশটি পোস্ট করতে পারবেন। কিন্তু অনেকেই বলে যে দশের অধিক যেমন 20 টা,30 টা বা 50 টা পোস্ট করতে পারবেন কিন্তু ফোরামের নিয়ম অনুসারে আপনি একদিনে সর্বোচ্চ দশটা পোষ্টের জন্যই বোনাস পাবেন।আর এ কারণে আমি একদিনে সর্বোচ্চ দশটা পোস্ট করে থাকি কখনোই এর থেকে বেশি করিনা।
-
আসলে আমি সঠিকভাবে জানিনা যে ফনেক্স ফোরামে দিনে কতগুুল পোষ্ট করা যায়।আমি দিনে এক থেকে ৫ টা পোষ্ট দিয়ে থাকি আবার মাঝে মাঝে প্রতিদিন পোষ্ট দেওয়া হয়না।প্রথমের দিকে প্রতিদিন ১০ টার মত করে ট্রেড দিতাম এখুন আর দেওয়া হয়না।
-
ফরেক্স বাংলা ফোরামে দৈনিক সর্বোচ্চ কতটা পোস্ট করা যায় তার কোনো লিমিটেশন তাই তবে মাসিক লিমিটেশন রয়েছে। একজন সদস্য মাসে সর্বোচ্চ ২০০-২৫০$ পর্যন্ত করতে পারে। আর আমি এদের লাইভ সার্পোট থেকে জানতে পেরেছি যে এখানে আপনার পোষ্টের জন্য কোন লিমিটেশন নেই।তবে আপনি চাইলে সর্বোচ্চ ৪০ টা পর্যন্ত পোষ্ট করতে পারেন।
-
ফোরামে এখানে দৈনিক বোনাস প্রদান করা হয় না । এখানে বোনাস প্রদান করা হয় মাসিক । আপনি পুরো *মাস জুড়ে যেই পোস্ট করবেন তার অনুপাতে আপনি মোট বোনাস পাবেন যা ফোরামের সাথে যুক্ত আপনার একাউন্টে জমা হয়ে যাবে । তারচেয়ে বেশি পোস্ট না করাই ভালো। বেশি বেশি পোস্ট করতে গেলে পোস্টের মান দুর্বল হতে পারে এবং স্প্যামিং হয়ে যেতে পারে। তাই পোস্টেরসময় এসব দিক খেয়াল রাখতে হবে।
-
ফরেক্স থেকে দৈনিক কত ডলার বোনাস পাওয়া যাবে সেটা বলা খুবই দুষ্কর। কেননা এই বোনাস মূলত প্রদান করা হয় বোনাসের কোয়ালিটির উপর ও লাইক এর উপর ভিত্তি করে। আপনার পোস্টটি যদি প্রসঙ্গে সঙ্গে যুক্তিসঙ্গত হয় এবং অধিক লাইক পেয়ে থাকেন উক্ত পোস্টে। তাহলে একটি পোষ্ট থেকে আপনি সর্বোচ্চ 50 ডলার বোনাস পেতে পারেন।
তবে ফরেক্সের ফোরামের নিয়ম অনুযায়ী আপনি দৈনিক সর্বোচ্চ 10 টি পোস্ট করতে পারবেন। অনেকে ভেবে থাকেন সর্বোচ্চ ২০ বা ৩০ টা পোস্ট পর্যন্ত করা যায় । এটা একটা ভুল ধারণা forex-forum নিয়ম অনুযায়ী আপনার চলতে হবে। তাই আপনি সর্বোচ্চ দৈনিক কত ডলার পাবেন সেটা নির্ধারণ করে বলা যায় না।
-
ফোরাম থেকে প্রতিদিন কত বোনাস পাওয়া যায় ?
ফোরাম থেকে প্রতিদিন সর্বোচ্চ কত বোনাস পাওয়া যায় বা বা দিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা যায় ? আপনি প্রতিদিন কতগুলো পোস্ট করেন ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফোরাম থেকে প্রতিদিন কত বোনাস পাওয়া যায় ?
ফোরাম থেকে প্রতিদিন সর্বোচ্চ কত বোনাস পাওয়া যায় বা বা দিনে সর্বোচ্চ কতগুলো পোস্ট করা যায় ? আপনি প্রতিদিন কতগুলো পোস্ট করেন ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আপনি এখনে পোস্ট করে বোনাস পেতে পারেন সেক্ষেত্রে আপনার পোস্টের মানের উপর ডিপেন্ড করে বোনাস প্রদান করা হয়ে থাকবে। আর সেক্ষেত্রে দেখা যায় একটি ভালো পোস্ট করেও ৫০ ডলারের অধিক পেতে পারেন আবার একাধিক ভালো পোস্টের জন্য ২০০/৩০০ ডলারও পেয়ে যেতে পারেন।
-
ফোরাম থেকে প্রতিদিন কত বোনাস পাওয়া যায় সেটা ঠিক করে বলা যায় না তবে মাসের সর্বোচ্চ 250 ডলার পর্যন্ত আপনি বোনাস পেতে পারেন। প্রতিটি পোস্টের এগেইন্সটে ফোরাম আপনাকে .20 সেন্ট করে বোনাস দিয়ে থাকেন।আপনার লেখার মান ভালো হলে ও তথ্যবহুল হলে ফোরাম আপনাকে একটি পোষ্টের এগেনস্টে 50 ডলার পর্যন্ত বোনাস দিয়ে থাকেন। পূর্বের নিয়ম অনুযায়ী দৈনিক 30/40 টি পোস্ট করা যেতো। তবে ফোরাম এখন নিয়ম করে দিয়েছে একজন ট্রেডার দৈনিক সর্বোচ্চ দশটি পোস্ট করতে পারবেন। ফোরামে আপনি কতটি পোস্ট করলেন সেটা আসল কথা নয় আসল কথা আসলে আপনার লেখাটি কতটা তথ্যবহুল হল আপনার লেখা থেকে নতুন সদস্যরা কি জানতে পারল বা কতটা সত্যি।
তবে লাইভ ট্রেডিংয়ে আপনি দৈনিক যতখুশি পোস্ট করতে পারেন। এখানের অ্যানালাইসিস গুলো যদি ভালো হয় এবং রিডার সেগুলো পড়ে খুশি হয় লাইক দিলে অনেক বেশি বোনাস পাওয়া যায়। তাই আমি বলব বেশি বেশি পোস্ট করার থেকে তথ্যবহুল পোস্ট করাই ভালো। এতে করে আপনি অনেক বেশি বোনাস পেতে পারেন।
-
ফরেক্স মাকেটে ট্রেড করার জন্য ফোরাম পস্ট করে করা জায় আর এই ফোরাম পস্ট করার জন্য একটি নিয়ম আছে জেটা হল প্রতিদিন ফোরাম পস্ট করতে হয় ৩০ টি এর বেশি করা জায় না তাহলে প্রতিদিন ফোরাম পস্ট করে ৬ ডলার পাওয়া জায় আর এই ডলার দিয়ে ফোরাম পস্ট করা জায় এবং টাকা আয় করা জায় ।