ফরেক্সে আগে অল্প দিয়ে ট্রেড করাই ভালো । 0.05 সেন্ট দিয়ে ট্রেড করা উচিত । তাতে লস হলেও অল্প হবে। বেশি লোভ না করে অল্প লাভ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে । এতে করে মার্কেটে টিকে থাকা যাবে এবং ভালো ট্রেডার হওয়া যাবে।
Printable View
ফরেক্সে আগে অল্প দিয়ে ট্রেড করাই ভালো । 0.05 সেন্ট দিয়ে ট্রেড করা উচিত । তাতে লস হলেও অল্প হবে। বেশি লোভ না করে অল্প লাভ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে । এতে করে মার্কেটে টিকে থাকা যাবে এবং ভালো ট্রেডার হওয়া যাবে।
many people did not about this forum, but there is a very good bonus system here. Many people are getting very good speaking, we should call the newcomers because we will most of the new members here, then such And here we should work more and bring in members foru.
আমার মতে যারা ফরেক্স মাকেটে নতুন তারা ছোট ভলিউমে ট্রেড করা উচিত।আপনি ০.১ সেন্ট ভলিউমে করবেন তাতে আপনার ব্যলেন্স শূন্য হওয়ার রিস্ক থাকবে না।তাকে আপনার লাভ হলেও কম হবে।আর লস হলেও কম হবে।নতুন অবস্হায় বেশী লাভ করার চিন্তা করবেন না।কিভাবে ঠিকে থাকা যায় সে চিন্তা করবেন।ধন্যবাদ
আমি প্রথমে সাধারণত তাদের নিজস্ব বিশ্লেষণ শিখতাম এবং বিশ্লেষণের ফলাফলগুলি সম্পর্কে আমার বিশ্লেষণকে প্রায়শই আমার বন্ধুদের এবং সেখান থেকে ফলাফলকে বাণিজ্য করতে এবং তুলনা করতে বলি এবং এখন আমি নিজের বিশ্লেষণ করি এবং আগেরটি অন্যের মতামত জিজ্ঞাসা করি, তাই আমি সাফল্যের দিকে আরও দ্রুত বিকাশ করছিলাম
নতুনরা কত ভলিয়মের ট্রেড করবে সেটা মানি ম্যানেজমেন্ট করে বুঝে নিতে হবে। কারন সকল নতুন ট্রেডারইতো আর সমপরিমাণ ডিপোজিট নিয়ে ট্রেড করবে না। কেউ কম ডিপোজিট করবে আবার কেউ বেশি ডিপোজিট করবে। তবে যে যেমন ডিপোজিট করুক না কেন সবচেয়ে ছোট পার্সেনটেজে রিস্ক নিতে হবে এবং যথাসম্ভব কম ভলিয়মের ট্রেড করতে হবে।
নতুন অবস্থায় আপনাকে সব সময় যত কম ভলিউম রেখে ট্রেড করতে পারবেন, ততই সেটা আপনার জন্য কল্যাণকর হবে। কেননা নতুন অবস্থায় আপনাকে আগে সঠিকভাবে ট্রেড মেনেজম্যান্ট করা জানতে হবে, এরপর নাহয় আপনি পরবর্তিতে, আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে একটু করে ভলিউম বাড়িয়ে ট্রেড করলে আশা করা যায় অনেকটা লাভবান হতে পারবেন।
কত ভলিয়্যূমে ট্রেড করা উচিত সেটা নির্ভর করবে ডিপোজিটের এমাউন্ট এর উপর। যদি মানিম্যানেজমেন্ট রুল ফলো করেন তাহলে আপনার ১০০ ডলারের একাউন্টে ট্রেড করা উচিত ০.০১ লটে স্টপলস ১ ডলার এবং টিপি হবে ২/৩ ডলার তাহলে সঠিক মাত্রায় এগিয়ে যেতে পারবেন। এর বাইরে যদি ট্রেড করেন তাহলে আপনি রিস্কের উপর থাকবেন এবং যত লট পরিমান বৃদ্ধি করবেন তত বেশী পরিমানে রিস্ক। প্রাথমিক অবস্থায় অতিরিক্ত রিস্ক নেওয়া মোটেও ঠিক নয়। জিরো রিস্ক এর জন্য আপনি ডেমো ট্রেড করতে পারেন প্রাথমিক অবস্থায়।
আপনি কত ভলিয়মে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ফরেক্স দক্ষতা অভিজ্ঞতা এবং আপনার ব্যালেন্স এর উপর। আপনি যত বেশি ফরেক্স এ ইনভেস্ট করতে পারবেন আপনার ইনকাম তত টাই হবে।। তবে অল্প ইনভেস্ট করে কখনো বেশি ইনকাম করার চিন্তা করা যাবে না।। ট্রেডিং এর আগে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে।
আসলে ভলিউম সম্পূর্ণ নির্ভর করে মুলধনের উপর। যে ব্যক্তি যতবেশি মুলধন রয়েছে সে ব্যক্তি ততবেশি ভলিউম নিয়ে ট্রেড করতে পারবে। এক্ষেত্রে নতুন বা পুরাতন সকল ট্রেডারর ক্ষেত্রে একই নিয়ম। তাই নতুনরা ট্রেড শুরুর পূর্বে ভাল মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে যেন ট্রেড করে। কারণ শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমেই সে জানতে পারবে তার কত ভলিউম নিয়ে ট্রেড করা উচিত বা করতে হবে। যদি ভুল ভলিউম নিয়ে কেউ ট্রেড করে তাহলে সে কখনই এই মার্কেটে বেশিদিন টিকে থেকে ট্রেড করতে পারবে না।
নতুনরা মিনিয়াম ১৫০০-২০০০ পিপস হাতে নিয়ে ট্রেড করবে।যেকোন যাই হকনা কেন,তাদেরকে যেন লস স্বীকার করে একাউন্ট হারাতে না হয়।ফরেক্স এমন এক মার্কেট যেইখানে আপনার কাছে পিপস থাকলে আপনার লস রিকোভার করা আপনার কাছে সময়ের ব্যাপার ছাড়া কিছুই না।