ফোরাম পোস্ট মোবাইল থেকেও করা যায়। কিন্তু মোবাইলে এর স্ক্রীন খুবই ছোট। এটা তে লিখে আপনি সুবিধা করতে পারবেন না। আর মোবাইল এ দ্রুত টাইপ ও করা যায় না। আর এই ফোরাম এর রুল ও আছে কমপক্ষে দুই লাইন লিখতে হবে।
Printable View
ফোরাম পোস্ট মোবাইল থেকেও করা যায়। কিন্তু মোবাইলে এর স্ক্রীন খুবই ছোট। এটা তে লিখে আপনি সুবিধা করতে পারবেন না। আর মোবাইল এ দ্রুত টাইপ ও করা যায় না। আর এই ফোরাম এর রুল ও আছে কমপক্ষে দুই লাইন লিখতে হবে।
হ্যা মোবাইল থেকে ফোরামে কাজ করা যায় । ফোরেমে শুধু পোষ্ট করা হয় , তাই মোবাইল দিয়ে ফোরামের পোষ্ট করা যায় । মোবাইলে পোষ্ট করার ক্ষেত্রে একটা সুবিধা থাকে এই যে , যেকোন স্থানে মোবাইল সাথে রাখা যায় এবং পোষ্ট করা যায় । যতো বেশি ফোরামে পোষ্ট করা যাবে ততো বেশি ফোরাম থেকে পোষ্টিং বোনাস বেশি পাওয়া যাবে এবং মাস শেষে বেশি ডলার হলে ট্রেড করতে সুবিধা হবে এবং লাভ টাও বেশি পাওয়া যাবে । তবে ট্রেড করার জন্য মোবাইল ব্যবহার না করে পিসি ব্যবহার করা ভালো ।
আমি কম্পিউটার দিয়ে ফরেক্স এর কাজ করি।তবে আমার কিছু বন্ধু মোবাইল দিয়ে ফরেক্স এর কাজ করে।তবে কম্পিউটার দিয়েই ফরেক্স এর কাজ করা আমার কাছে সুবিধাজনক বলে মনে হয়।আর আর একটা কথা আপনার যদি ডেক্সটপ থাকে আপনি যদি বাহিরে কোথাও যান তখন আপনি মোবাইল ব্যবহার করতে পারেন।
ফরেক্স একটি রেস্পন্সিভ সাইট , সুতরাং এইটা মোবাইল ফ্রেন্ডলি , আজকাল অনেক ভালো মানের স্মার্ট ফোন বের হয়েছে , যেহেতু আমাদের ২৪ ঘন্টা কম্পিউটার এর সামনে বসে থাকা সম্ভব নয় সেই ক্ষেত্রেamra মোবাইল ও ব্যবহার করতে পারি , বর্তমান এ ইন্টারনেট এর গতি মানসম্পন্ন তাই খুব ভালো ভাবেই ফরেক্স এর কাজ মোবাইল এর মাধ্যমে করা যায়।
মোবাইলে যদি ট্রেড করা যায় তা হলে মোবাইলে ফোরাম করা যাবেনা কেন? অবস্যই মোবাইলে ফোরাম করা যাবে । তাই আপনি মোবাইলে ফোরাম করার জন্ন প্রস্ততি নিতে পারেন । এখানে এইন্টারনে্ট কানেকশনের ব্যাপার । মোবাইল বা ল্যাবটব বিষয় নয় ।
মোবাইলে ফোরামের কাজ করা যায় তবে কষ্টসাধ্য ব্যাপার কারন মোবাইলে সব তথ্য দেখা যায় না লার্জ পেইজের জন্য তবে আমি মনে করি ল্যাপটপ বা ডেস্কটপে করাটাই অধিকতর ভাল । মোবাইলে টাইপ করতে সমস্যা হয় যেটা পিসে তে করা অনেক সহজ । মোবাইলে আপনি ট্রেড করতে পারেন ।
মোবাইল থেকে অবশ্যই ফোরামে কাজ করা যায়।। আমি মনেকরি,, ফোরামে কাজ করার জন্য কম্পিউটার এর চেয়ে মোবাইল ব্যাবহার করে করা অনেক সহজ।। আমি প্রায় ৫ মাস যাবত ফরেক্স ফোরামে মোবাইল দিয়েই কাজ করে আসছি।। এতে আমি কখনো কোনো সমস্যার সম্মুখীন হইনি।।
হা মোবাইল থেকে ফোরামে কাজ করা যায় । তবে মোবাইল দিয়ে ফোরামে কাজ করলে অনেক ভাল ডলার আয় করা যায় না । কারন ফোরামে কাজ করা এতো সহজ কয়াজ না । তবে আমি কিন্তু মোবাইলে ও কম্পিটারে ফোরামে কাজ করি । আমি ফোরামে কাজ করতে খুব পছন্দ করি । তবে অনেকে মোবাইল দিয়ে ফোরামে কাজ করে থাকে ।
মোবাইল থেকে ফোরমা এর কাজ করা যেতে পারে। এর জন্য আপনার ভালো এন্ড্র্যয়েড মোবাইল দরকার। আর ফোরাম পোস্টিং এ উল্লেখ আছে যে ১৩৬৬ পিক্সেল এর কম্পক্ষে দুই লাইন হতে হবে লাইন গুলো। আর তাই মোবাইল এ যাতে এরকম করা যায় সেদিকে লক্ষ্য রেখে করতে হবে।
মোবাইল দিয়ে কাজ করলে ভাল হয় না কিন্তু যার পিসি আসে তার পিসি দিয়া কাজ করা ভাল আমি এটা মনে করি যার পিসি আসে তার পিসি দিয়ে করা ভাল। এটা লেখার কাজ তাই মোবাইল দিয়ে করা ঠিক না তাই পিসি দিয়ে করা ভাল। আমি কাউকে মোবাইল দিয়ে কাজ করতে দেখিনি সবাই পিসি দিয়ে কাজ করে।