-
আসলে ফরেক্স তারাই করতে পারবে যাদের সরকারি ানুমোদসন আছে। অর্থাৎ যাদের ন্যাশনাল আাডিি কার্ড অছে। কিন্তু কথা দারায় যে সবার দ্বাপরা ফরেক্স ব্যবসা হয় কিনা। সবার দ্বারা ফরেক্স ব্যবসা হয় না। কারন সবাই সেন্টিমেন্টাল এনারাইসিস করতে পারে না। বেশির বাগ মানুষ ফরেক্স করতে এসে লস খেয়ে ফিরে যায়। তাই এক কথায় ফরেক্স সবার জন্য হয় না।
-
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে সবার কাজ করার সুযোগ আছে । ফরেক্সে সবাই ভাল করে কাজ করতে পারলে ফরেক্স থেকে সবাই ভাল টাকা আয় করতে পারবে । ফরেক্সে কাজ করে টাকা আয় করতে হলে ফরেক্স বিষয়ে আগে ভাল করে জানতে হবে , ফরেক্সে ট্রেডিং দক্ষতা অর্জন করতে হবে , ফরেক্সে যে যত বেশি ট্রেডিং দক্ষতার সাথে কাজ করতে পারবে ফরেক্সে সে তত বেশি ভাল প্রফিট করতে পারবে এবং সফল হতে পারবে । ফরেক্সে অনেক টাকা আয় করা যায় খুব অল্প সময়ে কিন্তু তাই বলে ফরেক্সে কোন লোভ করা যাবে না ।
-
যে কেউ ফরেক্স ব্যাবসা করতে পারে।ফরেক্স এ ব্যাবসা করতে হলে কোন শিক্ষাগত যোগ্যতা বা বয়স এর প্রয়োজন হয় না শুধু ফরেক্স এ ব্যাবসা করার মানসিকতা থাকতে হবে এবং খুব পরিশ্রম করতে হবে।যেকেউ এখানে ব্যাবসা করতে পারলেও সবাই সফল হতে পারে না।তার জন্য খুব পরিশ্রম করা প্রয়োজন।
-
আমি বিশ্বাস করি যাদের বাসাই কম্পিউটার আছে আর যারা অনলাইনের অল্প কিছু কাজ জানে তারা এই ব্যবসা করতে পারবে।কিন্তু ফরেক্স ব্যবসাই টিকে থাকা খুব কস্টের কারন মার্কেট সম্পর্কে প্রচুর জ্ঞান রাখতে হবে।মার্কেট সম্পর্কে অনেক দক্ষতা অর্জন করতে হবে।নয়ত আপনি মার্কেটে অনেক লস করবেন।
-
ইচ্ছা করলে সবাই ফরেক্স ট্রেড করতে পারি। তবে ফরেক্স ট্রেড করার জন্য কিছু শর্ত আছে যেমন তার অনেক ফ্রি টাইম থাকতে হবে, তাকে অনেক পরিশ্রম করতে হবে, ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে তাহলে সে ফরেক্স করতে পারবে। আর ফরেক্স এ সফলতা অর্জন করতে হলে তাকে অবশ্যই ধৈর্য শীল হতে হবে। কারন ফরেক্স খুব কঠিন এবং রিস্কি ব্যবসা।
-
ফরেক্স মার্কেটে সবাই বিসনেস করতে পারে তবে সবাই মার্কেট থেকে আয় করতে পারেনা কারস ফরেক্স মার্কেটে ট্রেড করা সারা বিশ্বের লোকের সাথে প্রতিযোগিতা করা সমান তাই আমাদের কে অনেক বেশি করে প্রেকটিস করতে হবে।
-
যাদের বয়স ১৮ বছর বা তার বেশি তারা সবাই ফরেক্স করতে পারবে। ফরেক্স করার জন্য ১৮+ বয়স হলেই হবে। অন্য কোন যোগ্যতার প্রয়োজন হয় না। এ ছাড়া ফরেক্স এ আর কোন নিয়ম নেই। চাইলে বিশ্বের সবাই ফরেক্স করতে পারে। ফরেক্স এর জন্য আলাদা কোন বৈশিষ্ট্যের প্রয়োজন হয় না। ফরেক্স সবার জন্যই উন্মুক্ত।
-
সবাই ফরেক্স বিজনেস করতে পারবে বিশেষ করে ফরেক্স ব্রোকার সম্পর্কে দারনা থাকতে হবে। এবং বিবিন্ন উড্ডাল মেথড স্ম্পরর্কে ধারনা থাকতে হবে। এজন্য দরকার একটি লাপটপ ইন্নটারনেট লাইন ইত্যাদি
-
হে ভাই ফরেক্স সবাই করতে পারে কারও জন্য নিশিদ্দ না তাই আপনি ও করতে পারবেন তবে ১৮ বছরের নিচে কেউ ফরেক্স করতে পারবেনা
আর মনে রাখবেন ফরেক্স কিন্তু সহজ কোন বিষয় না তার জন্য আপনাকে অনেক সময় মেধা এবং শ্রম ব্যয় করতে হবে
-
ফরেক্স এ হল একটি স্বাধনি ব্যবসা । এটি একটি মজার ও কষ্টের ব্যবসা । যে পারে তার জন্য মজার আর যে অল্প শিখে ফরেক্স করতে আছে তার জন্য দুঃখ আর কষ্টের । ফরেক্স চাকুরিজীবি ছাএ গৃহণী সবাই করতে পারে এমন কি বয়স কোন ব্যপার না । যে ফরেক্স শিখতে পারে সেই ফরেক্স করতে পারে ।