-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে গেলে আপনাকে ধৈর্যসহকারে মাথা ঠান্ডা রেখে আপনাকে ট্রেড রতে হবে।আপনি যদ একটু ধৈর্যচ্যুত হন তহলেই বিশাল লসের সম্মূখিণ হতে হবে।ফরেক্স মার্কেটের আর একটি গুরুত্বপূর্ণ মূল বিষয় হচ্ছে মানিম্যানেজমেন্ট সঠিক ভাবে মানিম্যানেজমেন্ট র উপর আপনার প্রতিটি ট্রেডের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে।সঠিকভাবে মানিমানেজমেন্ট রতে না পারলে আপনি অচিরেই আপনার একাউন্টটি হড়াবেন।
-
হ্যা ভাই আপনার কথা সাথে পুরোপুরি একমত যদি কেউ ফরেক্স মার্কেটে ধৈর্য্য সহকারে ট্রেডিং করার মত মন মানসিকতা নিয়ে সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট ঠিক রেখে ট্রেড করার মত ক্ষমতা অর্জন করতে পারে তবে সে ভাল মুনাফা উপার্জন করতে পারবে বলে আমার বিশ্বাস। তবে এর মধ্যে আপনাকে আরেকটি বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোভবিহীন হয়ে ট্রেড করার মত মন মানসিকতা থাকতে হবে। কারণ উক্ত বিষয়গুলো একজন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমার বিশ্বাস। আর এগুলো মেনে নিয়ে যদি আপনি সঠিকভাবে দক্ষতার সাথে এগোতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স থেকে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
-
ধৈর্য্যহীনতা ও লোভ দূর্বল মানষিকতার পরিচয়। দূর্বল মানষিকতা নিয়ে ফরেক্স ট্রেড করা যায় না। ফরেক্সে সফল হতে হলে ধৈর্য্যসহকারে মন দিয়ে এনালাইসিস করতে হবে। এরপর মুদ্রা জোড়ার চার্ট দেখে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। ট্রেড দেওয়ার সময় লোভবশত বেশি লট দিয়ে ফেললেও বিপদ হতে পারে, মানি ম্যানেজমেন্টাও জরুরী।
-
আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলবো যারা ট্রেডিং এ দুর্বল তারাও যদি ধৈর্য ধরে লোভ ত্যাগ করে মানি ম্যানেজমেন্ট ফলো করে তবে তার একাউন্ট টিকিয়ে রাখতে পারবেন বহুদিন। আর এর মাঝে ট্রেড করতে করতেই ট্রেডিং এ অনেক ইম্প্রুভ করবেন। অনেকেই ফরেক্সকে ভয় পায়। কিন্তু অতখানি ভয় পাওয়ার কিছু নাই যদি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন একজন ট্রেডার হিসেবে।
-
আমার জানা মতে যে ট্রেডার লোভবিহীন হয়ে ধৈর্য্য সহকারে সঠিক পথ অবলম্বন করে মানি ম্যনেজমেন্ট ঠিক রেখে ট্রেড করতে যে সক্ষম হতে পারবেন কেবল মাত্র সেই ট্রেডারই এই মার্কেটে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবে। অন্যথায় আপনি যদি লোভী হয়ে ফরেক্স মার্কেটে ট্রেডে লিপ্ত হয়ে পড়েন তাহলে আপনি কখনও এখানে টিকে থাকতে পারবেন না বরং দ্রুত মার্কেট ছেড়ে যেতে বাধ্য হবেন। এজন্য আমি মনে করি প্রত্যেক ট্রেডারের উচিত ধৈর্য্যতার পরীক্ষা দিতে হবে, পাশাপাশি মানি ম্যনেজমেন্ট এবং লোভবিহীন হয়ে ট্রেড করার মত মন মানসিকতা তৈরি করতে হবে। তাহলে অবশ্যই ভবিষ্যতে এখানে সফলতা অর্জনে সক্ষম হতে পারবেন।
-
আমি ফরেক্স মার্কেটে এসেছি অল্প কিছুদিন হয়েছে মাত্র । এতেদিনে আমার যে স্বল্প জ্ঞান তা দিয়ে বলতে পারি যে ফরেক্স মার্কেটে টিকে থাকাটাই একজন ট্রেডারের জন্য সবচেয়ে বড় চ্যালেন্জ এই মার্কেটে । আর এই মার্কেটে আমরা নতুন ট্রেডাররা শুরুতেই সাধারণত ঝরে যায় । আর এই ঝরে যাওয়ার পরও যারা নির্লোভ মানষিকতা ও ধৈর্য্যর সাথে চেষ্টা করে লেগে থাকতে শুধু মাত্র তারাই পারে ভবিষ্যতে ভাল একটা ক্যারিয়ার গড়ে তুলতে ।
-
আপনি যদি ধৈর্য্য ধরে, মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে এবং লোভকে নিয়ন্ত্রণ করে এই মার্কেটে ট্রেড করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন। কারণ এগুলো হলো এই ব্যবসার শত্রু। যে ব্যক্তি এইগুলো নিয়ন্ত্রণ করে এই ব্যবসায় ট্রেড করে সে ব্যক্তি খুব সহজভাবেই এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারে। আমি বর্তমানে এগুলো নিজের আয়ত্তে আনার চেষ্টা করতাছি।
-
আমি মনে করি একজন মানুষ ধৈর্য্যহীনতা ও লোভ দূর্বল মানষিকতার পরিচয় দিয়ে থাকে।আর এি দূর্বল মানষিকতা নিয়ে কখনও ফরেক্স ট্রেড করা যায় না। ফরেক্সে ট্রেডিং এ সফল হতে হলে অবশ্যই ধৈর্য্যসহকারে লোভ সামলিয়ে ও মন দিয়ে এনালাইসিস করতে হবে। ট্রেড দেওয়ার সময় লোভবশত বেশি লট দিয়ে ফেললেও বিপদ হতে পারে তাই এগুলো পরিহার করা উচিত।
-
ভাই আপনি ঠিকি বলেছেন। এ তিনটি জিনিস একজন ফরেক্স ট্রেডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আমরা দু- একজন ব্যতিত এগুলোকে বেশিরভাগ ট্রেডারই এড়িয়ে চলি। যার ফলে আমাদেরকে নানারকম সমস্যার সম্মুখিন হতে হয়। তাই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে শীঘ্রই সচেতন হওয়া প্রয়োজন।
-
ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য্য , মানিম্যানেজমেন্ট , নির্লোভহীন হতে হবে । এ কয়টির একটিকেও বাদ দিলে চলবে না । প্রত্যেকটি গুণ একজন ট্রেডারদের মধ্যে থাকতে হবে তাহলেই সফল হওয়া সম্ভব ।