চাকুরির পাশাপাশি যতটুকু সময় পাই তা ফরেক্স এ খরচ করার চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি ফরেক্স এ অনেক বেশি সময় দিতে পারবো, ফরেক্স ফুল টাইম করার চিন্তা করছি বাকি টা ইনসা-আল্লাহ্।
Printable View
চাকুরির পাশাপাশি যতটুকু সময় পাই তা ফরেক্স এ খরচ করার চেষ্টা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি ফরেক্স এ অনেক বেশি সময় দিতে পারবো, ফরেক্স ফুল টাইম করার চিন্তা করছি বাকি টা ইনসা-আল্লাহ্।
আমি মার্কেট সম্পর্কে একদমই অজ্ঞ।আমি ফরেক্স মার্কেটে প্রতিদিন ৪ ঘন্টা সময় ব্যয় করি।বেশিরভাগ সময়ে আমি বাংলা ফোরামে বেশি সময় দিয় ।সবার পোস্ট গুলো পড়ার চেষ্টা করি।আর প্রতিদিন ২ ঘন্টার উপর ডেমো প্রাকটিস করি।
আমি একজন স্টুডেন্ট পরাসনার পরও আমি মনে করি ফরেক্স এ যথেষ্ট সময় দেই। প্রতিদিন ৫-৬ ঘন্টা সময় দেই, আমার ইচ্ছা ফরেক্স এ আমি ক্যারিয়ার গড়ব। ফরেক্স কে ফুল টাইম পেশা হিসাবে নেব কারন ফরেক্স সাবলম্বিতা প্রদান করে এবং এটা স্বাধীন ব্যাবসা।
আসলে ফরেক্স এ ধরা বাধা কোন নিয়ম নেই সময়ের জন্য। তবে আপনাকে ফরেক্স শিখতে হলে আপনাকে বেশি বেশি সময় ব্যয় করতে হবে ফরেক্স মার্কেটে। আপনি যত বেশি সময় ব্যয় ফরেক্স মার্কেটে করবেন তত বেশি আপনি ফরেক্স সম্পর্কে জানতে পারবেন। আমি যখনই সময় পাই তখনই ফরেক্স মার্কেট নিয়ে এ্যানালাইসিস করি কিংবা ফোরামে সময় ব্যয় করি।
আমি ফরেক্স মার্কেটে ৮ ঘন্টা সময় দিই।আমি বাংলা ফোরামে বেশি সময় দিই।সবার পোস্ট পড়ার চেষ্টা করি।তাছাড়া আমি ডেমো একাউন্ট এ প্রাকিটিস করি।ফরেক্স মার্কেটে যত সময় দেওয়া হবে তত মার্কেট সম্পর্কে জানতে পারব।
ফরেক্স এ আমি প্রতিদিন ৪/৬ ঘন্টা সময় দিই । আর এই সময়ের মধ্যে আমি ফরেক্স মার্কেট ভালভাবে এনালাইসিসি করি মার্কেট এর মুভমেন্ট বুঝার চেষ্টা করি এবং যখন মার্কেট আমার বুঝার মধ্যে আসে তখন আমি ট্রেড এন্টি নিই । আর যে দিন আমি মার্কেট এর আচরন বুঝতে পারি না সেদিন আমি ট্রেড করি না ।
পড়ালেখার চাপে তেমন ভাল সময় দিতে পারিনা।ফরেক্সে ভাল করতে হলে জানি সময় দেয়ার বিকল্প নেই।
আমি ফরেক্সকে পার্টটাইম ব্যবসা হিসেবে নিয়েছি। আমি একটি চাকরী করি। সকালে ১ ঘন্টা এবং রাতে ২-৩ ঘন্টা সময় দিয়ে থাকি। নিজের এনালাইসিস এর সাথে কোন কারেন্সি পেয়ার মিলে গেলে ট্রেড ওপেন করি। টেক প্রফিট ব্যবহার করি কিন্তু স্টপ লস ব্যবহার করি না।
ফোরামে এবং ডেমোতে সময় দিতে দিতে আসল যে কাজ সেটা করা হয় খুব কম । ফরেক্স ব্যবসায় করতে গেলে প্রথমে এটা ভালোভাবে আয়ত্তে আনতে হবে । বাংলদেশের প্রেক্ষাপটে ফরেক্স যেহেতু নতুন ব্যবসায় তাই তাই এটা আয়ত্ত করতে আমদের কিছুটা কষ্ট হলেও আমাদের মঙ্গলের জন্য সে কষ্ট স্বীকার করতেই হবে ।
ভাই আমি ফরেক্স মাকেট করি ফরেক্স থেকে দক্ষতা অজন করব বলে আমি ফরেক্স মাকেটে প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা থাকি | ফরেক্স থেকে আয় করতে হলে আমি ও মনে করি আপনি যত বেশি পাড়টীশ করবেন আপনি ফরেক্স সম্পরকে তত জানতে পারবেন ফরেক্স মাকেটে আপোণী ভাল কিছু করতে পারবেন |