আমি নতুন ট্রেডার।ফরেক্স মার্কেটে আমি প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ডলার লাভ করি। আর আমি ছোট ছোট পরিমাণ প্রফিট পেয়েই খুশি।
Printable View
আমি নতুন ট্রেডার।ফরেক্স মার্কেটে আমি প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ডলার লাভ করি। আর আমি ছোট ছোট পরিমাণ প্রফিট পেয়েই খুশি।
একটা মজার প্রশ্ন করলেন ভাই আপনি। আসলে ফরেক্স মার্কেট এ কে কত আয় করে তার কোন ঠিক নাই। কোন মাসে বেশী কোন আমসে কম। সব মিলাই ইনকাম। আমি এমনো মাস ছিল যখন আমি অনেক ডলার আয় করছি।আবার এমনও মাস আছে যখন আমি একেবারেই আয় করতে পারিনাই। আমি ফরেক্স মার্কেট এ দিনে ৫-৭ ডলার আয় করতে পারি।এর বেশী আয় করার মত সামর্থ্য আমার নাই। আমি এর বেশী ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারিনা।
ভাই আমি ফরেক্স মাকেটে নতুন তাই আমি ফরেক্স থেকে এখন আয় করতে পারি নাই | তবে ভাই আমি ফরেক্স থেকে আয় করতে চাই প্রতিদিন ৫ থেকে ১০ ডলার আমি জানি ফরেক্স মাকেটে লাভ করা অনেক কথিন আর ফরেক্স মাকেট রিক্সি মাকেট এখান থেকে বেশি লোভ করলে লস করতে হয় তাই আমি ফরেক্স মাকেট থেকে অল্প করে আয় করতে চাই |
আমি প্রফিট হিসাবটা মাসিক ভিত্তিতে করে থাকি। কারন এখানে প্রতিদিন প্রফিট করা যায় না। আর ট্রেড করলে একদিনে ট্রেড ক্লোজ নাও হতে পারে। তাই প্রতিদিন হিসাব করা সম্ভব হয় না। যারা লং টার্ম ট্রেড করেন তারা মাসে হিসাবে রাখেন। আমার প্রতি মাসে ১০০০ পিপ এর টার্গেট।
ভাই এখানে প্রতিদিনের গড় প্রফিট হিসাব করা বোকামি হবে আপনি প্রতি মাসে অথবা বাৎ*সরিক হিসাব করলে একটা ভাল রেজাল্ট পুরোপুরি পাবেন। কেননা প্রতিদিনের কিংবা প্রতিমাসের হিসাব মেলানো অনেক কঠিন হয়ে যায়, কারন হল ধরেন এই সপ্তাহের পাঁচটি দিন আপনি কোন পাজিশন না পাবার কারনে কোন ট্রেডেই যেতে পারেননি তাহলে কিভাবে গড় হিসাব বের করবেন। সুতরাং আমার প্রতিদিনের গড় প্রফিট টার্গেট হল ১০ ডলার।
যেহেতু আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেডার হিসেবে যোগ দিয়েছি সেহেতু এখনো আমি এই মার্কেট হতে গড় প্রফিট নিয়ে তেমন একটা ভাবতেছি না। আমার চিন্তা ধারা হচ্ছে আগে আমি মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠবো এবং বিভিন্ন ধরনের কৌশল, ইন্ডিকেটর, ফরেক্স নিউজ, মানি ম্যনেজমেন্ট, টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর মত বিষয়গুলো আগে ভালভাবে বুঝবো এবং তারপর এই মার্কেট হতে ভাল আয় করার চিন্তা করবো এর আগে নয়।
আমি বলবো সকলেরই উচিত একটি নির্দিষ্ট লক্ষ ঠিক রেখে ফরেক্স করা। লক্ষ ঠিক না রাখতে আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই সবার আগে লক্ষ ঠিক করুন। তারপরে ফরেক্স করুন। আমার ও একটি লক্ষ আছে আর সেটা হল নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলা। আমি প্রতিদিন নির্দিষ্ট করে কোন টার্গেট রাখি না। কারন- আমি জানি প্রতিদিন মার্কেট আমার অনুকুলে থাকবে না। প্রতিদিন ফরেক্স মার্কেট হতে লাভ করা সম্ভাব নয়। তাই আমি সময় এবং সুযোগের অপেক্ষায় থাকি। এবং সুযোগ পেলে ট্রেড করি।
আমি আসলে ফরেক্স ট্রেডিং এ গড়ে ৫$ এর মতো লাভ করি। কেননা এখানে আমি এখনো পুরোপুরি দক্ষ ও অবিজ্ঞ মনে করি না নিজেকে। তবে আমি মনে করি এখানে কাজ করে একসময় একজন ভালো ট্রেডার হতে পারবো। তবে যদিও সেটা একটু সময়ের ব্যাপার। তবে আমি মনে করি ধৈর্য ও পরিশ্রম করলে সেটা একসময় সহজ হবে। ধন্যবাদ
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডার।কিছুদিন আগে থেকেই আমি ট্রেডিং শুরু করছি।এখনো খুব বেশি লাভ করতে পারিনি।তবে আমার প্রতিদিন এত ডলার আয় করব এমন কোন ইচ্ছা বা আকাঙ্খা নাই এখন।আমি উদ্দেশ্য এখন টিকে থাকা মার্কেট বুঝা।কখন কিভাবে ট্রেড করলে সফলতা আসবে এগুলো সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করা।আমি ফরেক্স করতে এসেছি। লোভের জন্য আসিনি।তবে হ্যা লোভ করব তখন যখন লোভ করার পজিশন বানাতে পারব।আর বড় এবং অভিজ্ঞ ভাইদের কাছে জানতে চাই ফরেক্স এ প্রতিদিন কেমন বা কি পরিমাণ লাভ করা উচিত আমাদের।
আমি নতুন তাই এখনও ভালো প্রফিট করে উঠতে পারিনি।তবে প্রতিদিন অল্প অল্প করে প্রফিট করার চেষ্টা করছি।আশা করি ভালো প্রফিট করতে পারবো।