আমি আপাতত স্ক্রিল এর মাদ্ধমে টাকা নিব। তারপর ব্যাংক এ নিব। কিরকম ফি কাটবে। কোনটা ভাল হবে ব্যাংক নাকি স্ক্রিল।
Printable View
আমি আপাতত স্ক্রিল এর মাদ্ধমে টাকা নিব। তারপর ব্যাংক এ নিব। কিরকম ফি কাটবে। কোনটা ভাল হবে ব্যাংক নাকি স্ক্রিল।
আমি ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করি :-
অনলাইনে বিভিন্ন ভাবে ডলার বাই সেল করা যায় তবে সেটা নিরাপদ না, কেননা অনেকেই প্রতারণা করেন। এজন্য আমি ব্যাংককের মাধ্যমে ডলার উইথড্রো করে থাকি। বিশেষ করে ইসলামি ব্যাংক ও ডাচ্ বাংলা ব্যাংক এর মাধ্যমে ডলার উইথড্রো করে থাকি।
আমি ফরেক্স এর নতুন একজনকে ট্রেডার আমি এখনো কোনো টাকা আয় করি নি এবং কোন টাকা বিনিয়োগ ও করিনি তাই আমি কোন ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন পড়িনি তবে ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করলে সবচেয়ে ভাল মাধ্যম সরাসরি আপনার একাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে আর আপনি যদি বিভিন্ন মাধ্যমে টাকা উঠাতে চান তখন আপনাকে বিভিন্ন জায়গা দিতে হবে সেখানে আপনাকে অনেক লস করতে হবে তাই ব্যাংকের মাধ্যমে যদি কেউ টাকা উঠায় বিভিন্ন ব্যাংকের একাউন্টে মাধ্যমে টাকা সরাসরি চলে আসবে তাই ব্যাংকের মাধ্যমে টাকা উঠানো সবচেয়ে উত্তম ভালো।
এমন অনেক রয়েছে যারা প্রফিট ব্যাংকের মাধ্যমে উত্তোলন করে থাকে। কিন্তু আমি আমার অর্জিত প্রফিট স্ক্রিল একাউন্ট এর মাধ্যমে উইথড্র করে থাকি। আমরা একেকজন একেকভাবে উইড্রো করি। কেউ পাওনিয়ারে কেউ আবার পেপালে কেউ আবার ডেবিট কার্ডে উইথড্র করে থাকে।
আমি সাধারণত স্কিল একাউন্টের মাধ্যমে আমার পরিচিত ট্রেডারদের কাছে ডলার আদান-প্রদান করে থাকি। তবে এক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে। কারণ এখানে বিশ্বাসযোগ্য একটা ব্যাপার রয়েছে ডলার আদান-প্রদান বললে একটা রিক্স থেকে যায়। তাই অপরিচিত কাউকে ডলার কেনা বেচা থেকে বিরত থাকতে হবে।
আমি এখনো টাকা উত্তোলন করিনি তবে হ্যাঁ ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করা খুবই সহজ ও নিরাপদ। ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায় এতে কোন ঝামেলা থাকে না। টাকা উত্তোলনের সময় কোন ফাদে পড়তে হয় না। এমনকি ব্যাংকের টাকায় কোনো ঝামেলা থাকে না। ব্যাংক ছাড়াও অনেকে স্ক্রিল একাউন্ট বা পেপালের মাধ্যমে উইথড্রো করে থাকে। অনেকে আবার পরিচিত ট্রেডারদের কাছেও ডলার আদন প্রদান করে থাকে তবে এক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা ছাড়া সম্ভব নয়।
এখনো কোন ডলার উঠাতে পারিনাই কারন আমার ট্রেড দিলেই লস হয় এমন কি আমার একাউন্ট জিরো করে ফেলি জানিনা কখন লাভের মুখ দেখব তাই চেস্টা করে যাচ্ছি এবং এখনো শিখতেছি তবেই বলতে পারব যখন এই মার্কেটে সফলতা পাব। তবে আমি আমার ভুলের কারনে আমি লস করছি প্রথম আমি অতিরিক্ত ট্রেড করি এবং মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড না করা।
আমি সাধারণত একাউন্ট থেকে ডলার উথ্ড্র দিয়ে স্ক্রিল/ নেটেলারের মাধ্যমে উত্তলন করে থাকি। আমি পরবর্তীতে ব্যাংক এর মাধ্যমে করার চেষ্টা করব।
আমি প্রফিট করা ডলার আমার নেটলার একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। ল্প করে প্রফিট করি আর উইথড্র দেই।
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । তাই মার্কেট থেকে আমি এখনও উল্লেখযোগ্য লাভ করতে পারিনি । ফরেক্স মার্কেট থেকে আয়কৃত টাকা উত্তোলনের অনেক উপায় রয়েছে । একেকটায় একেক ধরনের সুবিধা রয়েছে । যেমন আপনি ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করলে রিক্স কম থাকে কিন্ত সময় বেশি লাগে ।
আমি প্রফিট করা ডলার আমার কয়েনবেজ একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। অনেক দিন পর পর প্রফিট করি আর উইথড্র দেই।