-
সহজভাবে বলতে গেলে লাভ: ফরেক্স এ ট্রেড ওপেন করার পড় যদি আপনার অনুকুলে যায় তাহলে লাভ হবে।যেমন- আপনি একটি ট্রেড বাই ওপেন করলেন ১.১২৩৪ এবং লট ০.১। এবার যদি তা বেরে ১.১২৩৮ হয় তাহলে আপনার লাভ হল স্প্রেড বাদ দিয়ে ১ পিপস যা লট অনুযায়ি ০.১০ ডলার।
লস: ফরেক্স এ ট্রেড ওপেন করার পড় যদি আপনার প্রতিকুলে যায় তাহলে লস হবে।যেমন- আপনি একটি ট্রেড সেল ওপেন করলেন ১.১২৩৪ এবং লট ০.১০। এবার যদি তা ১.১২৩৫ হয় তাহলে আপনার লস হল । ফরেক্স এ এভাবে লাভ এবং লস হয় ।
-
ফরেক্সে লসের প্রধান কারন হল পর্যাপ্ত আনাল্যসিস না করে ট্রেড নেওয়া। বাংলাদেশে প্রায় ৮০% ট্রেডার কোন প্রকার আনাল্যসিস না করে ট্রেড নিয়ে থাকে। এমনকি অনেক ট্রেডার আছে যারা জানেনা যে কিভাবে স্টপ লস বা টেক প্রফিট সেট করতে হয়। এই কারণে বেশিভাগ ট্রেডার লস করে থাকে। তবে শুধু মাত্র অনভিজ্ঞরা যে লসের সম্মুখিন হয় তা কিন্তু নয়। অভিজ্ঞ ট্রেডারাও লস করে থাকে। ফরেক্স লস হওয়া স্বাভাবিক তবে কোন ট্রেডার যদি লাভের চেয়ে বেশি লস করে সেক্ষেত্রে তাকে বুঝতে হবে তার আনাল্যসিস বা স্ট্রেটেজিতে ভুল রয়েছে। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লক্ষ লক্ষ স্ট্রেটেজি রয়েছে। যে স্ট্রেটেজি ভাল ফলাফল দিবে সেই স্ট্রেটেজি নিয়ে এগিয়ে চলুন। এছাড়া মানি ম্যানেজমেন্টের ও একটি বিষয় রয়েছে। যদি ভালভাবে মানি ম্যানেজমেন্ট কারা যায় তাহলে লস পুষিয়ে নিয়ে যায়। তাই আনাল্যসিসের পাশাপাশি মানি ম্যানেজমেন্টের উপরও জোর দিতে হবে।
-
আমরা জানি ফরেক্স একটি আন্তর্জাতিক বিনিময় বাজার। একেবারে সহজ কথায় বলতে গেলে এখানে মার্কেট হয় উপরের দিকে যায় নয়তো নিচের দিকে যায়। লাভ লস হওয়ার ব্যপার টা আপনার ট্রেড নেয়ার উপর নির্ভর করে। আপনি যদি বাই নেন তখন মার্কেট উপরে গেলে আপনার লাভ হবে আর নিচে গেলে লস হবে। একই ভাবে সেল নেয়ার পর মার্কেট যদি উপরে যায় তবে লস হবে আর নিচে গেলে লাভ হবে।
-
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার এখানে মুদ্রা ক্রয়,বিক্রয়ের মাধ্যমে ব্যবসা সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ আপনি ফরেক্স মার্কেটে বাই এবং সেল করার মাধ্যমে লাভ লস করে থাকবেন, ধরে নিন মার্কেট এর বর্তমান অবস্থা ১.২০০০ এক্সচেঞ্জ রেট আছে এই অবস্থায় আপনি নির্দিষ্ট কিছু সংখ্যক ইউরো বাই করে রাখলেন। এবং পরবর্তীতে মার্কেটের অবস্থার উন্নতি হয়১.২৫০০ এক্সচেঞ্জ রেট এ পৌঁছালো, এখন আপনি ওই ট্রেডটি কলস করে দেন, তাহলে ওই ট্রেড থেকে লাভ করতে পারবেন, কিন্তু মার্কেট যদি নিচে নেমে ১.১৫০০ এক্সচেঞ্জ রেট নেমে যায় মোটকথা ১.১৮০০ নিচে চলে যায় তাহলে আপনি এই ট্রেড থেকে লস করবেন। অন্যদিকে বর্তমান এক্সচেঞ্জ রেট যদি ১.২৫০০ তে থাকে এমত অবস্থায় যদি সেলে ট্রেড করেন এবং পরবর্তীতে মার্কেট নেমে গিয়ে ১.২০০০ এক্সচেঞ্জ রেট পৌঁছায় তাহলে ওই ট্রেড থেকে লাভ করতে পারবেন। কিন্তু মার্কেট যদি নিচের দিকে না নেমে অবস্থার উন্নতি হয়ে ১.২৬০০ তে উঠে যায় অর্থাৎ ১.২৫০০ এর উপরে উঠতে থাকে এবং এই অবস্থায় ট্রেড ক্লোজ করলে লস হবে, মূলত এভাবেই ফরেক্স মার্কেটে মুদ্রা বাই য়এবং সেল ট্রেড করার মাধ্যমে লাভ লস হয়ে থাকে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বিনিময় বাজার। এখানে মার্কেট হয় উপরের দিকে যায় নয়তো নিচের দিকে যায়। লাভ লস হওয়ার ব্যপার টা আপনার ট্রেড নেয়ার উপর নির্ভর করে। আপনি যদি বাই নেন তখন মার্কেট উপরে গেলে আপনার লাভ হবে আর নিচে গেলে লস হবে। একই ভাবে সেল নেয়ার পর মার্কেট যদি উপরে যায় তবে লস হবে আর নিচে গেলে লাভ হবে।
-
ভাই ফরেক্স মার্কেটে মানুষের লাভ কিংবা লস নির্ধারণ হয় ব্যক্তির ধারণার উপর। কারন ফরেক্স সম্পর্কে আপনার যদি পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আপনার সেই দক্ষতার কৌশলে মার্কেটের উপর আপনার ধারণা থেকে অনেক বেশি লাভবান হতে পারেন। আর এভাবেই এখানে একজন ট্রেডারের লাভ/লস নির্ধারণ হয়।
-
ফরেক্স মার্কেট দ্বিমুখী।লাভ লস হয় ট্রেড করার মাধ্যমে । এখানে মার্কেট যেদিকেই যাক না কেন আপনি লাভ লস করতে পারবেন। আপনি বাই নেয়ার পর মার্কেট উপরে গেলে লাভ হবে, নীচে আসলে লস হবে। সেল নেয়ার পর উপরে গেলে লস নীচে আসলে লাভ হবে।আমারা যারা ফরেক্সে কাজ করি তদের সকলের উচিত সঠিক ভাবে ট্রেড করে লাভ করা।
-
বিজনেস করতে গেলে লাভ বা লস হতেই পারে। এটাই স্বাভাবিক।তবে তার মধ্যেওআপনাকে ঠিকে থাকতে হবে।সাহস নিয়ে ট্রেড করতে হবে।নিজের ওপর আস্থা রাখতে হবে আপনি পারবেন। লস হলেও ভেঙ্গে পড়বেন না।লসের কারণগুলো খুজে বের করেন আগে।আর ফরেক্স বিষয়পূর্ণ ধারনা নেওয়ার চেষ্টা করেন।বেশী করে এনালাইসিস করে।নিউজ দেখে তারপর ট্রেড করেন
-
ফরেক্স মার্কেটে আপনি বাই অথবা সেল উভয়দিকেই লাভ করতে পারবেন।আপনি যেদিকে ট্রেড করবেন মার্কেট যদি সেদিকেই মুভমেন্ট করে তাহলেই আপনি লাভবান হবেন।আর যদি আপনার ট্রেড এন্টির বিপরীত দিকে মার্কেট মুভমেন্ট করে তখন আপনার লস হবে তাই বুজেশুনে ট্রেড এন্ট্রি নিতে হবে।
-
আমরা জানি ফরেক্স একটা স্বাধীন মার্কেট এবং ফরেক্স মার্কেট হলো আন্তর্জাতিক বিনিময় বাজার। শেয়ার বাজারের সাথে এর মিল থাকলেও শেয়ার বাজারের সাথে এর মূল পার্থক্য হলো শেয়ার বাজার এক মুখী আর ফরেক্স মার্কেট দ্বিমুখী। এখানে মার্কেট যেদিকেই যাক না কেন আপনি লাভ লস করতে পারবেন। আপনি বাই নেয়ার পর মার্কেট উপরে গেলে লাভ হবে, নীচে আসলে লস হবে। সেল নেয়ার পর উপরে গেলে লস নীচে আসলে লাভ হবে।