-
ফরেক্সে যে সব কারনে ট্রেডাররা বেশি ভাগ ক্ষেত্রে লস করে থাকে তার প্রধান এবং অন্যতম কারন হল ওভার কনফিডেন্স এবং লোভের বসবর্তি হয়ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা। এছাড়াও ভূল ট্রেডিং জালে জড়িয়ে যাওয়া,মার্কেট অ্যানালাইসিস জ্ঞানের স্বল্পতা প্রভৃতি কারনে এখানে ট্রেডাররা লস করে থাকেন।
-
যে কনো ব্যবসায় না বুঝে করলে তো লস এ পড়তে হবে ফরেক্স ও তেম্ন আপনি ফরেক্স এ না বুঝে ফরেক্স এ ট্রেড করলে তো লস খাবেনই। যারা ভাল করে ফরেক্স এ ট্রেড বুঝে না। না বুঝে ট্রেড শুরু করে দেই তারা লাভ তো দূরে থাক লস ছাড়া আর কিছু ফরেক্স থেকে নিতে পারে না। তাই ফরেক্স এ লস করতে না চাইলে কাজ বুঝে তারপর ট্রেড করতে হবে।
-
ফরেক্স মাকেটে রিক্সি মাকেট এখাণ থেকে লাভ করা অনেক কথিন | ফরেক্স মাকেট অনেক লস করে থেকে লোভ এড় কারনে ফরেক্স মাকেটে যে বেশি লোভ করবে সে ফরেক্স থেকে লস করতে পারে | আর ফরেক্স যারা নতুন তারা অদক্ষতা থাকার কারনে ফরেক্স মাকেটে লস করে থাকে |
-
ফরেক্স এ লস করার কারন হল:
১) লোভ করে ট্টেড করা
২) বেশী লটে ট্টেড করা
৩) মার্কেট এনালাইসিস না করা
৪) মানি ম্যানেজমেন্ট মেনে না চলা
ইত্যাদি কারনে সাধারন লস গুলো করে থাকে।
-
৯৫% ট্রেডার কখনও লস করে না। ৯৫% লস করে তার যারা ফরেক্স না বুঝে, এনালাইসিস ছাড়া ট্রেড করে তারা লস করেন। ট্রেডারেরা হয়ত ৫টি ট্রেড বনালে ২টিতে লুজার হয় বাকী ৩টিতে লাভ বান হয়। সব মিলে লাভ - লস = লাভ থাকে ।আপনার কাছেও ফরেক্স ভাল লাগবে যদি আপনি ফরেক্স দক্ষ হয়ে ট্রেড করে লাভ করেন।
-
ফরেক্স মার্কেটে লসের কারন হলঃ
# অভিজ্ঞতার অভাব
# মার্কেট এ্যানালাইসিস না করা
# মনগড়া ট্রেড করা
# লোভ করা
# অন্যকে অনুসরন করা
# ওভার ট্রেড করা
-
ফরেক্স একটা ব্যবসা আর ব্যবসায় লাভ লস থাকবেই তবে ন লসের একটা কারন আছে সাধারনত ফরেক্সে যারা নতুন নতুন ট্রেড করে তারা বেশির ভাগই লস করে ।ফরেক্স এ লসের কারন কি লসের কারন হিসেবে আমি মনে করি অতিরিক্ত লোভ করা মার্কেট এনালাইস না করে ট্রেড ওপেন করা ।তাছারা মানিম্যানেজমেন্ট না দেখে ট্রেড ওপেন করা ।আরেকটা বিষয় হচ্ছে একটা ট্রেডে লস হবার পরে মনে করা যে এই লস এখনি আমাকে রিকভার করতে হবে তার কারনে আরো বেশি লস হয় ।
-
ফরেক্স এ যে কারনে লস গুলোা করে থাকে তা হল যে, ফরেক্স এ বেশীর ভাগই লোভ করে ফরেক্স কাজ করে। ফরেক্স এ যারা লোভ করে থাকে তারা ৯০% লস গুলো করে থাকে। এছাড়া আর যে কারনে লস গুলো করে থাকে তা হল মার্কেট এনালাইসিস না করে মানি ম্যানেজমেন্ট না ফলো করে ফরেক্স করে। যখন ব্যালেন্স জিরো হয়ে যায় তখনই লস গুলো করে থাকে।
-
ফরেক্স যেমন লাভাজনক তেমন খুব রিস্কি ব্যাবসা । তাই ফরেক্স সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর লাইভ ট্রেড শুরু করতে হবে । আপনাকে সর্ব প্রথম ভালোভাবে study, knowledge, practice, experience, all analysis, control emotion এগুলো অর্জন করতে হবে । শতকরা 10 % ট্রেডার ফরেক্স এ সফল হয় বাকি 90% ট্রেডার লস করে তাদের অর্থ । আপনিও যদি লস করে থাকেন তাহলে নিজের কাছে প্রশ্ন করুন কেন বার বার লস করছেন । আপনি চিহ্নিত করুন আপনার ভূল কি, দুর্বল দিক গুলো কি কি একটু গভীরভাবে ভাবুন তাহলে ধরতে পারবেন কেন বার বার লস করছেন ।
-
ফরেক্স লসের কারন গুলো হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) পরিশ্রম ও ধৈয্যর অভাব
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট মেনে না চলা।