-
আমার জানা মতে লিভারেজ হচ্ছে ব্রোকার কর্তৃক প্রদেয় লোন অর্থাৎ আপনি কি পরিমাণ ব্রোকারের কাছ থেকে সুবিধা নিবেন তা বুঝায়। তবে সব সময় খেয়াল রাখবেন লিভারেজ যত কম নিবেন, আমাদের ফান্ড যেহেতু ছোট সেহেতু আমরা অনেকেই বেশি লিভারেজ নিয়ে থাকি। এক্ষেত্রে যেমন অধিক প্রফিট করার সম্ভবনা থাকে তেমনি বেশি লস হবারও থাকে। তবে লিভারেজ যতটা সম্ভব কম নেয়াই বুদ্ধিমানের কাজ।
-
আমার জানা মতে লিভারেজ হচ্ছে ব্রোকার কর্তৃক প্রদেয় লোন অর্থাৎ আপনি কি পরিমাণ ব্রোকারের কাছ থেকে সুবিধা নিবেন তা বুঝায়। তবে সব সময় খেয়াল রাখবেন লিভারেজ যত কম নিবেন তবে বেশি আপনার ব্যালেন্স নিরাপদে থাকবে। তবে বর্তমানে ব্রোকারগুলো লিভারেজের পরিমাণ 1.50 তে নিয়ে এসেছে। মোটকথায় লিভারেজ যত কম নিয়ে ট্রেড করবেন তত বেশি আপনার ব্যালেন্স নিরাপদে থাকবে।
-
যে কোন ব্রোকারের অধনেই আমরা একাউন্ট ওপেন করি না কেন আমাদের অবশ্যই অবশ্যই লিভারেজ নির্ধারণ করে দিতে হয় । লিভারেজ মানে হল লোন অথবা বহন ক্ষমতা । ভালো একটা ট্রেড করতে চাইলে ভাল মানের পুঁজির প্রয়োজন । সেক্ষেত্রে যদি ক্ষেত্র বিশেষে পুঁজির স্বল্পতা দেখা দেয় তবে অবশ্যই অবশ্যই ব্রোকার কর্তৃক প্রদত্ত লিভারেজ সাহায্য করবে ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা ডিপোজিট করে থাকি কিন্তু।যা ডিপোজিট করি তা দিয়ে ট্রেডিং করতে পারবনা তাই আমরা ফরেক্স ব্রোকার হতে লিভারেজ বা লোন নিয়ে ট্রেডিং করে থাকি,তাই আমরা ফরেক্স ব্রোকার হতে বিভিন্ন ধরনের লিভারেজ নিয়ে ট্রেডিং করতে পারি তার জন্য ভাল প্রফিট করা যায়।
-
লিভারেজ কি
লিভারেজ বা মার্জিন বা লোন হচ্ছে ব্রোকার প্রদত্ত একটি ট্রেডিং পাওয়ার যার দ্বারা আপনি আপনার ডিপোজিটের সের্বোচ্চ কতগুন ইউনিট একইসাথে ক্রয় বিক্রয় করতে পারবেন তা বুঝায়। ধরুন আপনার ব্যালেন্স বা কেপিটাল হচ্ছে 500 ডলার। আপনি যদি 1:200 লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ 200 গুন পর্যন্ত পাওয়ার দিবে। এখন এটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং , 100 ডরার দিয়ে 100x200=20000 ডলার ট্রেড করতে পারবেন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে লিভরেজ হলো প্রদেয় লোন, যা ব্রোকার কতৃক ট্রেডারকে ট্রেড করার জন্য দেয়া হয়ে থাকে। আপনার ক্যাপিটালের উপর সর্বোচ্চ কতো গুন লোন নিতে চান সেটা আপনার একাউন্ট খোলার সময় সেট করে নিতে হয়। আপনি চাইলে পরেও আপনার লিভারেজের হার পরিবর্তন করতে পারেন। তবে শুরুতেই একটি সুনির্দিষ্ট অনুপাতে লিভারেজ সেট করে নেয়া ভালো। ধরুন, আপনার মুলধন ১০০ ডলার। আপনি যদি ১:১০০ লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ ১০০ গুন লোন দিবে। সুতরাং, ১০০ ডলার দিয়ে ১০০*১০০=১০০০০ ডলার পর্যন্ত লোন নেয়া যাবে। তবে আমি মনে করি, বোনাস একাউন্ট পরিচালনার ক্ষেত্রে লিভারেজ ১:৫ নেয়া উচিত। এর বেশি নিলে পরবর্তীতে কোন ধরনের সমস্যায় পড়তে হতে পারে।
-
লিভারেজ হচ্ছে ব্রোকার প্রদত্ত মার্জিন লোন। আপনার ডিপোজিট এর উপর ব্রোকার আপনাকে সর্বোচ্চ আপনাকে সর্বোচ্চ গুণ যে পরিমাণ লোন দিয়ে থাকে তাই লিভারেজ। লিভারেজ ব্যবহার করে বড় এ ট্রেড করে বেশি প্রফিট করা যায় যা লিভারেজ ছাড়া সম্ভব নয়। বেশি লিভারেজ ব্যবহার করা রিস্কি।
-
বিশেষজ্ঞের বাড়িতে রেকর্ডটি খোলার সময় যে প্রভাবটি সমাধান করা হয় তা নথিভুক্ত করুন। একাত্তর আলোচনা, ingণ শেষ করা উচিত। অবশ্যই আলোকে আলো তৈরি করতে আপনার দুর্দান্ত অনুমানের তহবিল দরকার। আসলে, আপনার কাছে এই মূলধন নেই এবং বিশেষজ্ঞ পার্সেল পাওয়ার পকেটের প্রভাব ছেড়ে যান leave
-
লিভারেজ বা মার্জিন হলো ব্রোকার কতৃক দেয়া লোন, যেটা একজন ফরেক্স ট্রেডারকে ট্রেড করার জন্য দ্বার দেয়া হয়ে থাকে। যেটা ট্রেডিং করার জন্য একজন ট্রেডারের খুব বেশি প্রয়োজন। এর জন্য ব্রোকারকে ট্রেডার কতৃক তার লভ্যাংশের একটা নির্দিষ্ট পরিমান প্রফিট প্রদেয় করতে হয়। অন্যভাবে বলা যায়, লিভারেজ বা লোন হচ্ছে আপনার ক্যাপিটালের উপর সর্বোচ্চ কতগুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। ট্রেডিং একাউন্ট ওপেন করার সময় লিভারেজ সেট করে নেয়া বাধ্যতামূলক।
-
আপনি যে ব্রোকারে ট্রেড করার জন্য একাউন্ট করবেন সেই ব্রোকার আপনাকে লোন দিয়ে থাকবে আর আপনি আপনার ইচ্ছে মত লিবারেজ নিতে পারবেন। এককথায় বলতে গেতে গেলে,লিভারেজ মানে হচ্ছে লোন । মোটামুটি মানের একটি লট বাই করতে চাইলে আপনার ভাল পরিমানের পুঁজির প্রয়োজন । তো ,আপনার সেই পুঁজি না থাকলে ও ব্রোকার আপনাকে সেই লট নিতে পারবেন।