আমি ফোরামে গত আগস্ট মাস থেকে কাজ করছি । ফোরামে মাঝখানে নিয়মিত ছিলাম না । এখন আবার নিয়মিত পোষ্ট করার চেষ্টা করছি । আসলে ফোরামে আলোচনার মাধম্যে অনেক কিছু শেখা যায় যা খুবই উপকারী ।
Printable View
আমি ফোরামে গত আগস্ট মাস থেকে কাজ করছি । ফোরামে মাঝখানে নিয়মিত ছিলাম না । এখন আবার নিয়মিত পোষ্ট করার চেষ্টা করছি । আসলে ফোরামে আলোচনার মাধম্যে অনেক কিছু শেখা যায় যা খুবই উপকারী ।
এটি সুপার বৃহস্পতিবারের সাথে বাণিজ্য করার সময়। আমি মনে করি এটি সুপার বৃহস্পতিবার বাণিজ্য করার জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন হতে চলেছে। আজকের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু সংবাদ রয়েছে কারণ: বিওইর আর্থিক নীতি, সরকারী ব্যাঙ্কের হার এবং মার্কিন মূল্যস্ফীতি প্রতিবেদন। এই সমস্ত ইভেন্টগুলি সহজেই বাজার চালাতে পারে এবং আগত দিনগুলি থেকে প্রবণতাও নির্ধারণ করতে পারে।সংক্ষেপে আমরা বলতে পারি যে অর্থনৈতিক ক্যালেন্ডার ইউকে থেকে উল্লেখযোগ্য মৌলিক পূর্ণ। সমস্ত জিবিপি জোড়া নতুন তরঙ্গ শুরু করতে এবং নতুন ট্রেন্ড সেট করতে হয়। মূল্যস্ফীতি প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এতে মনোনিবেশ করা দরকার। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে!
আসন্ন সুযোগের জন্য শুভকামনা বন্ধুরা।
আমি বাংলা ফোরামে আছি ৪ মাস রানিং। এর আগে আমার আরো একটা আইডি ছিলো যেটায় আমার পেমেন্টের সমস্যা হয়েছিলো হবে আর ইউজ করতে পারি নাই । পরে ডিসেম্বরে এই আইডিটা খুলি আর এখন পর্যন্ত ইউজ করতেছি। আমি এই পর্যন্ত ফোরাম থেকে ১১৮ ডলারের মত বোনাস পাইছি। এর আগে আমি ইন্ডিয়া ফরেক্স ফোরামে আর নাইজেরিয়া ফরেক্স ফোরামে কাজ করতাম কিছু দিন।
ফোরামে আমি কয়েক মাস ধরে কাজ করছি। ফোরামে কাজ করাতে আমি অনেক কিছুই জানতে ও শিখতে পেরেছি। কারন ফরেক্স ফোরাম থেকে যে কোন সমস্যার সমাধান অতি সহজে পাওয়া সম্ভব ।আর ফরেক্স ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে আপনি লাভবান হতে পারেন । তাই ফরেক্স ফোরাম আমার অনেক ভাল লাগে ।
ফোরাম পোস্টিং সাইট এ আমি নতুন। আমি এক মাস যাবত কাজ করে আসছি। ফোরাম পোস্টিং সাইট একটি কোবই গুরুত্বপূর্ণ স্থান যেখানে আমরা ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে অনেক কিছু শিখতে পারি বা অনেক কিছু জানতে। ফোরাম পোস্টিং সাইট এ কাজ করতে অনেক ভাল লাগ। কারন এখান থেকে যেমন আমরা শিক্ষা অর্জন করতে পারি তেমনি বোনাস পাওয়ার ও সুযোগ আছে। গত মাসে ফোরাম থেকে বোনাস পেয়েছি।
আমি খুব বেশী দিন যাবত ফোরামে নাই। অল্প কিছু দিন হলো আমি ফোরামের সাথে কাজ করছি। ফোরামে আগে একজনের ই অনেক গুলা আইডি থাকতো। আর সব গুলা আইডিতে একটা ট্রেডিং একাউন্ট যুক্ত করা যাইতো যা এখন একটা আইডি= একটা ট্রেডিং একাউন্ট করা হইছে। একটা ট্রেডিং একাউন্ট যদি অন্য কোন ফোরামে সংযুক্ত থাকে তবুও বোনাসের টাকাটা আর একাউন্টে আসে না
ফরেক্স ব্যবসার সাথে যুক্ত হয়েছি বেশিদিন না -এইতো ৪-৫ দিন ধরে। এখনো ফুল ফিড হয়ে কাজ শুরু করা হয় নি। আশা করছি খুবই তারাতাড়ি শুরু করে দিব ইন শাহ আল্লাহ। তবে ফোরামে এখনও কাজ করার সু্যোগ হয়ে ওঠেনি। যদিও আমি ফরেক্সএ নতুন কিন্তু ফোরামে আমি কাজ করতে চাই আর সেটা খুবই দ্রুত শুরু করব। ফোরামে কাজ করে ফরেক্স ব্যবসা আরও মালজনক হওয়া যাই।
আমি বাংলা ফরেক্স ফরামে যোগ দিয়েছি ডিসেম্বর মাসে। ডিসেম্বর থেকে এখন ফেব্রুয়ারি চলে মানে হচ্ছে আমি ৩ মাস যাবত ফোরামের সাথে আছি। এর আগে আমি ডেমো করেছিলাম দুই মাস। মোট ৩ মাস ডেমো করার পর আমি ফরাম বোনাসের টাকা দিয়ে ফরেক্স শুরু করি। শুরুর দিকে বেশ খানিক তা লস করে ফেল্লেও আবার লস রিকভার করে ফেলছি, আবার লস করছি এভাবেই চলছে
ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েকমাস হচ্ছে আমি ফরেক্স বাংলা ফোরামে কাজ করে চলেছি।এখানে কাজ করতে পেরে ফরেক্স শেখাটা অনেক সহায়ক হচ্ছে। কেননা ফোরামে আমরা ফরেক্সের বিভিন্ন বিষয়ে পড়তে এবং আলোচনা করতে পারি যেগুলো আমার জন্য অনেক কার্যকরি হতে পারে।তাই সবাইকে বলবো ফোরামের বিরুদ্ধতা করবেন না।
২০১৯ সালের নভেম্বরে ফোরামে একাউন্ট করছি।এই যাবৎ তিন মাসের মতো ফোরামে পোস্ট করছি।