-
মানি ম্যানেজমেন্ট হল ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ টুল। আপনি এই মার্কেট এ সফল হতে হলে অবশ্যই মানি ম্যানেজ মেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট হল আপনার ব্যালান্সটাকে ভাগ করে নেওয়া। অর্থাৎ আপনি কতটুকু রিক্স নিবেন,লট সাইজ কত হবে,টিপি কত হবে, কিভাবে ব্যাকআপ দিবেন, আপনার স্টপলস কত বড় হবে ইত্যাদির সমন্বয়।
-
মানি ম্যানেজমেন্ট হল ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ টুল। আপনি এই মার্কেট এ সফল হতে হলে অবশ্যই মানি ম্যানেজ মেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট হল আপনার ব্যালান্সটাকে ভাগ করে নেওয়া। অর্থাৎ আপনি কতটুকু রিক্স নিবেন,লট সাইজ কত হবে,টিপি কত হবে, কিভাবে ব্যাকআপ দিবেন, আপনার স্টপলস কত বড় হবে ইত্যাদির সমন্বয়।
-
ফরেক্সে মানি ম্যনেজমেন্ট হল আপনি কত বড় ট্রেড ওপেন করছেন, কতটুকু রিস্ক নিচ্ছেন, কতটুকু লাভ করতে চান ইত্যাদি। কোন ট্রেড ওপেন করার পূর্বে মানি ম্যনেজমেন্ট করা অনেক জরুরি। মানি ম্যনেজমেন্টের উপর ট্রেড এর সফলতা নির্ভর করে। মানি ম্যনেজমেন্ট করার সময় রিস্ক রেশিয় কম নেওয়া উচিত এতে বড় লসের হার কমাবে।
-
মানি ম্যানেজমেন্ট ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ । একজন ট্রেডারের মুল চালিকাশক্তি আমি মানি ম্যানেজমেন্ট বলেই মনে করি। যে ট্রেডার যতো ভালো এবং সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারবে সেই ট্রেডারের পক্ষে মার্কেট থেকে ততো ভালো করা সম্ভব হবে। সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট মেইনটেইন না করার কারনে অনেক ট্রেডারই হারিয়ে যায়।
-
ট্রেডিং ব্যালেন্স কিভাবে ব্যবহার করলে লাভবান হওয়া যাবে, এই বিষয়ের সুস্পষ্ট পরিকল্পনাকে মানি ম্যানেজমেন্ট বলে । একটা ট্রেডে কি পরিমান লাভ করবেন বা লস করবেন, প্রতিদিনের টার্গেট এইসব বিষয় হচ্ছে মানিম্যানেজমেন্ট এর অর্ন্তভুক্ত । তাই আমরা মানিম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করব।
-
ভাই একটা ট্রেডিং এর সবকিছুই হলো মানি ম্যানেজ ম্যান্ট। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি আপনার ট্রেডিং চলাকালীন সময়ে একটা ট্রেডে কতটুকু পরিমাণ রিক্স নিবেন সেটা আপনি আগের থেকেই এখানে নির্ধারণ করে দিলেন, আর এই কাজটাই হল এখানে আপনার মানি ম্যানেজ ম্যান্ট। কারন এটার বেসিসেই এখানে আপনার স্টপ লস ও টেক প্রফিট এমনকি লর্ট সাইজ নির্ধারণ হবে।
-
মানি নিয়ন্ত্রণ এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ক্রেতারা তাদের controlণ নিয়ন্ত্রণ করে। ফরেক্স মার্কেট ব্যবসায়ীদের জন্য মানি নিয়ন্ত্রণ অত্যন্ত জটিল হতে পারে। শীর্ষস্থানীয় অর্থ ব্যবস্থাপনা আপনার অ্যাকাউন্টটিকে ব্যাংকার * সংস্করণ থেকে রক্ষা করতে সক্ষম করে। আপনি যদি একটি দুর্দান্ত অর্থ নিয়ন্ত্রণ অনুসরণ করেন তবে আপনার মূলধন হারাতে কম সম্ভাবনা থাকে।
-
মানি ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে নির্দিষ্ট একটা পরিকল্পনা যেমন আপনার একাউন্টে কত ডিপোজিট আছে তার উপর ডিপেন্ড করে আপনি ট্রেড করবেন এবং আপনার ল সাইজ টা ঠিক সেই একাউন্টে ডিপোজিট অনুযায়ী রিক্স নেবেন ধরুন আপনার ব্যালেন্স 100 ডলার ডিপোজিট করা আছে আপনি যদি বড় করেন আপনার অল্প কিছু পেলেই আপনার অ্যাকাউন্টের জিরো হয়ে যাবে আর যদি মার্কেট আপনার দিকে মুখ করে তাহলে দেখা যাচ্ছে যে কিছু টিপস পেলেই আপনি অনেক টাকার মালিক হয়ে যেতে পারেন মানি ম্যানেজমেন্ট যে আপনি আপনার ব্যালেন্স অনুসারে এমন লাইক দিবেন যাতে আপনার অ্যাকাউন্ট কখনো না হয় আর ফরেক্স মার্কেটে টিকে থাকতে গেলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে আমাদের বিভিন্ন ট্রেডাররা বিভিন্নভাবে বেশিরভাগ মানেজমেন্ট এর জন্য ফরেক্স মার্কেট থেকে উঠে যায়
-
একজন দক্ষ ট্রেডার এর প্রথম গুন হচ্ছে তার মানি ম্যানেজমেন্ট মেনে চলা মানি ম্যানেজমেন্ট ফরেক্স এর একটা টুলস একটা রুলস যেটা আপনি মেনে না চললে শিওর আপনি খাবেন অতএব মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড ওপেন করবেন এবং লট সাইজ ঠিক করবেন আর ফরেক্স কোন নির্দিষ্ট সময় ব্যবসা নয় এটা আজীবন চলবে এখানে বেশি অস্থিরতা কোনো প্রয়োজন নেই আর নতুন পর্যায়ে যদি আপনার অভিজ্ঞতা না থাকে না থাকাটাই স্বাভাবিক তাহলে আপনি ধৈর্য ধরবেন এবং কম লাভ করবেন এবং লট সাইজ কম করবেন
-
মানি ম্যানেজমেন্ট হল ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য বিষয়। আমরা যদি ফরেক্স মার্কেট এ সফল হতে চাই তাহলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট বলতে বুঝায় আপনার ব্যালান্সটাকে দুইভাগ করে একভাগ দিয়ে ট্রেড করা এবং আর এক ভাগ দিয়ে লস রিকভার করার জন্য রেখে দেয়া। ৫% স্টপ লস সেট করা , ক্যাপিটাল অনুযায়ি লট সাইজ ঠিক করা, পরিমিত টিপি সেট করা,কিভাবে ব্যাকআপ দিবেন তা ঠিক করা।