-
আমি ফরেক্সে একজন নতুন ট্রেডার।ফরেক্স সম্পর্কে আমার নিজেরই এখন পর্যন্ত ভালো অভিজ্ঞতা হয়নি।তাই আমি এখন পর্যন্ত পরিচিত কাউকে ফরেক্স সম্পর্কে কিছুই শেখাতে পারেনি।বরং উল্টো আমি আমার পরিচিত ভাই ব্রাদারের দের কাছ থেকে ফরেক্স সম্পর্কে শিখছি।তবে আমি যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমার পরিচিত ভাই বোনদেরকে ফরেক্স সম্পর্কে শেখাবো।
-
আমি এখনো ফরেক্স সম্পর্কে ঠিক ততটা অভিজ্ঞ নয়। কেননা আমি ফরেক্স মার্কেটে এখনও নতুন। আমার যত দিন পর্যন্ত ফরেক্স মার্কেটে একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার না হব। ততদিন আমি ফরেক্স সম্পর্কে কাউকে শিখাব না কেননা আপনি যদি কোন ব্যক্তিকে ফরেক সম্পর্কিত কোন ভুল শিক্ষা দিয়ে থাকেন। আর যদি সে তা ফলো করে তাহলে তা তার ধ্বংসের কারণ হতে পারে। তাই ফরেক্স সম্পর্কিত কাউকে কোন কিছু শিক্ষা দিতে হলে অবশ্যই সঠিক শিক্ষা দিতে হবে।
-
আমি ফরেক্সে নতুন । এখনও আমি ফরেক্সে ডেমো প্রাক্টিস করছি । আর এখান থেকে ফরেক্সে মোটামুটি ধারনা পেয়েছি । তাই আমি এখনও কাউকে ফরেক্স শেখায় নি । তবে আমার দেখাদেখি আমার অনেক বন্ধু করতে আগ্রহি হয়েছে । তাদের সবাইকে বলছি আগে ফরেক্সে দক্ষ হতে হবে । তার জন্য ডেমো প্রাক্টিস করতে হবে । এবং ধের্য ধরে ফরেক্সে কাজ করতে হবে ।
-
ফরেক্স এ শেখার কোন শেষ নেই।আপনি যত ফরেক্স বিষয়ে অনুশীলন করবেন আপনি তত ফরেক্স শিখতে পারবেন।নতুন নতুন জিনিষ শিখতে পারবেন।আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডার।আমি এখনো ফরেক্স শিখে উঠতে পারিনি।ডেমোতে মোটামুটি ট্রেডিং প্র্যাকটিস করছি।আমি এখনো তেমন কাউকে ফরেক্স শেখায়নি বা শেখাতে আগ্রহ প্রকাশ করিনি কারণ আমি নিজেই এখনো ট্রেনিং পিরিয়ডে আছি।তবে আমি যখন দক্ষ ট্রেডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব তখন আমার ফ্যামিলি এবং বন্ধুদের ফরেক্স শেখাতে চাই।
-
ফরেক্স শেকাবো কি ভাবে? আমি নিজেইতো ঠিক মত জানি না । সুতারাং শেখানোর প্রশ্নই উঠে না । আমি নিজেই শিখছি । ফরেক্স শেখা বা শেখানো এতো সহজ বলে আমি মনে করিনা । যে আমি বললেই আপনি শিখে নিবেন বা আপনি বললেন আমি শিথে নেব । ফরেক্স শিখতে এবং ফরেক্সে দক্ষ হতে অনেক শ্রম এবং সময়ের দকোর ।
-
আমি ফরেক্স এ আমি একজন নিউ,আমি নিজেই ট্রেড শিখছি,আমি বিভিন্ন সাইট হতে ফরেক্স বিষয় এ টপিক স্ট্যাডি করি আমি ৬ মাস যাবত ডেমো তে একটানা অনুশীলন করছি,ডেমো আমাকে ফরেক্স ট্রেড শিখতে সাহায্য করে থাকে,আমার ইচ্ছা আছে আমি যখন ভালো ভাবে ট্রেড শিখবো অন্যদের কেও ফরেক্স এ জইন করিয়ে ট্রেড শিখাবো।
-
আমি প্রথমে আমার এক বন্ধুর মাধ্যমে ফরেক্স শিখেছি এবং তারপর থেকেই ফোরামের সাথে এবং ফরেক্সের সাথে যুক্ত আছি।কিছুটা সফলতা পাওয়ার পর আমি আমার কিছু বন্ধুকেও ফরেক্সে নিমন্ত্রন জানিয়েছি এবং তারাও এখন ফরেক্সে আছে এবং আমি সবমময় তাদের সাহায্য করার চেষ্টা করি।
-
আসলে ফরেক্স ট্রেডিং শেখার কোন শেষ নেই প্রতিটি বিষয়ে পরিপূর্ন ধারনা আনতে গেলে অনেক সময়ের দরকার হয় অনেক অনুেশীলনের প্রয়োজন পরে তার পরও আমি যত দূর ফরেক্স ট্রেডিং শিখেছি তার মধ্য দিয়ে আমি আমার দুই জন বন্ধুকে ফরেক্স ট্রেডিং শিখিয়েছি।তবে আমি চেষ্টা করছি ভালোভাবে ফরেক্স সম্পকে জ্ঞান অজন করতে।
-
আসলে আমি এখনো কাউকে ফরেক্স শিখাইনি নিজে ফরেক্স সম্পর্কে ভাল করে জানার চেষ্টা করছি। আমি এখনো ফরেক্স সম্পর্কে শিখতেছি। ফরেক্স মার্কেট অনেক বিশাল মার্কেট এটা শিখতে বেশ কিছুদিন লাগবে।তাই ফরেক্স সম্পর্কে নিজে পরে বন্ধু দের শিখাব আশা করি ।
-
ফরেক্স সম্পর্কে আমার তেমন বেশি অভিজ্ঞতা হয়নি কারন আমি নিজেই তো নতুন। তবে আমি চেষ্টা করছি ভালোভাবে ফরেক্স সম্পকে জ্ঞান অর্জন করতে। আমি এখনো কাউকে শেখানোর মত যোগ্যতা অর্জন করিনি।