-
আমি মনে করি ফরেক্স মাকেট যখন করব তখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে | ফরেক্স মাকেটে মাথা ঠান্ডা না করি তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব হবে না | ফরেক্স থেকে অনেকে আছে মাথা ঠান্ডা না রাখার কারনে লস করে থাকে যদি ফরেক্স মাথা ঠান্ডা করে বুঝে শুনে ফরেক্স ট্রেড করা যায় তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব |
-
সবসময় ট্রেডিং করার আগে আমাদের পেশাদার মনোভাব নিয়ে ট্রেড করতে হবে।মানুষ তখনই বেশি ভূল করে যখন সে উত্তেজিত থাকে। তাই আমাদের যখন খুবই আনন্দিত থাকি বা খুবই বিষাদগ্রস্থ থাকি তখন ট্রেডিং না করা আর সেটা উচিত নয় বলে আমি মনে করি।তাই স্বাভাবিক মস্তিস্কে ট্রেড করাটাই ভালো।
-
মাথা গরম করা যাবে না, মাথা সবসময় ঠান্ডা রেখে কাজ করতে হবে তা না হলে ফরেক্স এ মাথা গরম করে কাজ করা বা ট্রেড করা হলে লসের সম্মুখিন হতে হবে তাই সবসময় মাথা ঠান্ডা রেখে ট্রেড করলে ফরেক্স এ অনেক উন্নতি করা জেতে পারে । কোন ট্রেড বিপরীতে গেলে মাথা ঠান্ডা রাখা উচিৎ।
-
আমরা জানি যে কোন কাজে সফল হতে হলে আপনাকে মাথা ঠান্ড রেখে কাজ করতে হয়। মানুষ তখনই বেশি ভূল করে যখন সে উত্তেজিত থাকে। তাই আমাদের যখন খুবই আনন্দিত থাকি বা খুবই বিষাদগ্রস্থ থাকি তখন ট্রেডিং না করা। কেননা এখানে ইমোশন দেখানোর কোনই সুযোগ নেই। আপনাকে পেশাদার মনোভাব নিয়ে ট্রেড করতে হবে।
-
অবশ্যই, মাথা গরম করে কখনও ফরেক্স ট্রেড সম্ভব না। যদি কখনও আপনার একটা ট্রেড লসের চলে যায় তখন আপনার দ্বিতীয় ট্রেড নেওয়া থেকে বিরত থাকা উচিৎ। না হলে আরো বেশি লস করার সম্ভাবনা থাকবে।।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আনাকে অবশ্যই মাথা ঠাণ্ডা রাখতে হবে, মাথা ঠাণ্ডা রাখা ছাড়া ফরেক্স এ আপনে টিকে থাকতে পারবেন না, ফরেক্স মার্কেটে সফল হবার একমাত্র উপাই হল মাথা ঠাণ্ডা করা টা আপনার জন্য সবার আগে, মাথা গরম করেছেন থো মরেছেন, সুতরাং ঠাণ্ডা মাথাই কাজ করুণ, দেখবেন আপনার সফল হবেয় হবেয়.........।।
-
বার বার চাই যে ট্রেড করার সময় মাথা ঠান্ডা রাখব কিন্তু যখন একটা ট্রেডে লস করি তখন মনটাই খারাপ হয়ে যাই। আর তখন রাগ নামক ক্ষতিকর ইমোশন উটাপাল্টা ট্রেড করায়ে আমার ব্যলেন্স কে ০ করে ফেলে।আমিও চেষ্টা করি যে ট্রেডে লস গেলেও মাথা ঠান্ডা রাখার।
-
হ্যা ফরেক্স মাকেট করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যদি মাকেট করতে মাথা ঠান্ডা না রাখেন তবে আপনি ফরেক্স থেকে লস করতে পারেন | আমি মনে করি ফরেক্স মাকেট করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে তারপর আপনি আপনার অভিগতা দিয়ে ফরেক্স থেকে আয় করতে পারবেন |
-
ফরেক্সে সব সময় ঠান্ডা মাথায় করতে হয়। মাথা গরম করে ট্রেড করলে অনেক ভুল হয়। আর ভুল হলে তো লস হবে, লাভের মুখ দেখা যাবে না। তাই ফরেক্সে সব সময় বুঝে শুনে থান্ডা মাথায় ট্রেড করতে হবে। তাহলে ভাল পরিমাণ লাভ করার আশা করা যায়।
-
ফরেক্স এ ভালো করতে হলে অনেক দিন যাবৎ একটি ধারাবাহিক আয়ের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের ফরেক্স অনেক সাবধনার সাথে ও মাথা ঠান্ডা রেখে করতে হবে । আমরা অনেক সময় লসের কারণে উত্তেজিত হয়ে ভুল ট্রেড নিয়ে থাকি ও আরো লস করে থাকি । তাই আমাদের লস হলে সেটাকে মেনে নিয়ে আস্তে আস্তে এগোতে হবে ও কম লাভ করে ধীরে ধীরে আমাদের লস পুরোন করতে হবে । মনে রাখতে হবে মাথা ঠান্ডা না রাখলে ফরেক্সে ও আমাদের জীবনের অন্য সব ক্ষেত্রে ও আমাদের শুধু লস ই হবে।