সব ট্রেড থেকে মুনাফার ইচ্ছা করা ভাল ট্রেডারের লক্ষণ হতে পারে না। একজন ট্রেডার এনালাইসিস করে মার্কেট এ এন্ট্রি নেন। এতে তার লাভ লসের থেকেও বড় হল তার এনালাইসিস সঠিক হল কিনা। ট্রেড করার আগে আপনাকে লসের জন্য মানসিক প্রস্তুতি রাখাই হল প্রকৃত ট্রেডিং।
Printable View
সব ট্রেড থেকে মুনাফার ইচ্ছা করা ভাল ট্রেডারের লক্ষণ হতে পারে না। একজন ট্রেডার এনালাইসিস করে মার্কেট এ এন্ট্রি নেন। এতে তার লাভ লসের থেকেও বড় হল তার এনালাইসিস সঠিক হল কিনা। ট্রেড করার আগে আপনাকে লসের জন্য মানসিক প্রস্তুতি রাখাই হল প্রকৃত ট্রেডিং।
হ্যা আপনি ফরেক্স এর প্রতি ট্রেডেই মুনাফার আশা করতে পারেন।তবে আপনি ফরেক্স না শিখে চোখ বুঝে ঢিল ছুড়ে তো আর মুনাফার আশা করতে পারেন না।আগে আপনাকে ফরেক্স শিখতে হবে।ফরেক্স এবং ট্রেডিং যদি আপনি না বুঝে ট্রেড করতে যান তবে আপনি ভাল করতে পারবেন না।আপনি মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে সঠিক সময়ে সঠিক লটে যদি ট্রেড করতে পারেন অবশ্যই আপনি মুনাফার আশা করবেন।এজন্য আপনি ডেমোতে বেশি বেশি ট্রেডিং প্র্যাক্টিস করবেন তাহলে আপনার আশা করা যৌক্তিক।
লাভ লস অনেকটা ডিফেন করে দক্ষ তার উপর । আবার আশা নিয়েই মানুষ যে কোন কাজ করে থাকে । তাই ফরেক্সের প্রতিটি ট্রেডে প্রফিটের আশা করাই একজন সফল ট্রেডারের প্রধান লক্ষন । তারপরও লস হবে না এমনটি নয় । তবে আপনার প্রফিটের আশা করে ট্রড করাই আপনাকে সান্তনা দিবে ।
একজন অভিজ্ঞ ট্রেডার তার প্রতিটা ট্রেডেই মুনাফা আসা করে,কারন সে ট্রেড করার পূর্বে মার্কেটের বর্তমান অবস্থার সম্পর্কে পর্যেক্ষন করে, এবং মানি ম্যানেজমেন্ট করে ট্রেড প্রদান করে,প্রতি মূহুত্বের আপডেট নিউজ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখে,তবে লস হবে না এমন কোন নিশ্চয়তা থাকে না, কেননা ব্যাবসা মানেই লাভ, লস,অথ্যাৎ ব্যাবসায় লাভ, লস থাকবেই,একজন ভাল ব্যাবসায়ি যেমন তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে লস এড়িয়ে ব্যাবসা করেতে চায়,তেমনী ফরেক্সে এর বেলায় ও একজন ভাল ট্রেডার তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রেড প্রাদান করে থাকে, যার জন্য সে প্রতি ট্রেডেই লাভ বা প্রফিট আসা করে।
প্রতি ট্রেড হতে মুনাফা অর্জন করা কখনোই সম্ভব ন্য,প্রতেক ট্রেডার তাদের এন্যালাইসিস অনুয়ায়ী মার্কেট এ এন্ট্রি নেন,কিন্তু তাদের করা এন্যালাইসিস যে সব সময় সঠিক হবে তা সম্ভব নয়,ফরেক্স মার্কেট এর মুভমেন্ট বোঝা সহজ নয়,তাই আপনার এন্ট্রি আপনার এন্যালাইসিস এর বিপরীতে যেতেই পাড়ে,তাই সকল এন্ট্রি তে মুনাফা আশা করা উচিত নয়।
লাভ লোকসান নিয়েই বিজনেস।ব্যবসায় সবসময় যে শুধু লাভই হবে তা না।কারণ মার্কেট পরিবর্তনশীল।ব্যব ায়ে লাভ করতে হলে আগে আপনাকে মার্কেট সঠিকভাবে এনালাইসিস করতে শিখতে হবে।আপনি বুঝে শুনে ফরেক্স করুন দেখবেন খালি হাতে ফিরবেন না ইনশাআল্লাহ।কখনও কখনও আপনি লসের মুখে পড়বেন তখন যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে হেরে যাবেন।মাথা ঠান্ডা রেখে সময়গুলো কাজে লাগাতে শিখুন দেখবেন আপনি আপনার সাফল্যের দাঁড় গোড়ায় পৌঁছে গেছেন।
ফরেক্স মার্কেট প্রতিনিয়ত ঐ আপডাউন করে। কোন ট্রেডে লাভ কোন ট্রেডে লস এভাবেই চলতে থাকে। সব ট্রেডে যে লাভ হবে অথবা লস হবে বিষয়টা এমন না। আমরা চাইলেও প্রতিটা ট্রেডে লাভ করতে পারি না এটা মার্কেটের আপডাউন ও পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। তাই প্রতিটি ট্রেডে মুনাফা আশা করা উচিত নয়।
একজন সফল ট্রেডার কখনো সব ট্রেড এ আয় করার কথা চিন্তা করে না। লাভ লস এর চেয়ে বড় কথা হলো তার মুখ এনালাইসিস সঠিক হয়েছে কিনা ।কারণ ট্রেড করলে আপনার লাভ-লস হতেই পারে। তাই ট্রেড করার পূর্বে আপনাকে চিন্তা করতে হবে আপনার এনালাইসিস এ যেন কোন প্রকার ভুল না থাকে। আপনি যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করেন তাহলে অবশ্যই আপনার লাভ হবে। তবে লস হলে ভেঙে পড়া যাবে না লসকে ব্যবসার একটি অংশ বলে মনে করতে হবে।
আপনি যখন ট্রেডিং সম্পর্কে সকল কলা কৌশল রপ্ত করতে পারবেন অবশ্যই আপনার প্রতিটি ট্রেড এ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে।
আমরা জানি একজন অভিজ্ঞ ট্রেডার তার প্রতিটা ট্রেডেই মুনাফা আসা করে,কারন সে ট্রেড করার পূর্বে মার্কেটের বর্তমান অবস্থার সম্পর্কে পর্যেক্ষন করে, এবং মানি ম্যানেজমেন্ট করে ট্রেড প্রদান করে,প্রতি মূহুত্বের আপডেট নিউজ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখে,তবে লস হবে না এমন কোন নিশ্চয়তা থাকে না, কেননা ব্যাবসা মানেই লাভ, লস,অথ্যাৎ ব্যাবসায় লাভ, লস থাকবেই,একজন ভাল ব্যাবসায়ি যেমন তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে লস এড়িয়ে ব্যাবসা করেতে চায়,তেমনী ফরেক্সে এর বেলায় ও একজন ভাল ট্রেডার তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রেড প্রাদান করে থাকে, যার জন্য সে প্রতি ট্রেডেই লাভ বা প্রফিট আসা করে।
আমার মতে একজন ফরেক্স ট্রেডার হিসাবে প্রতি ট্রেডেই যেন প্রফিট আসে সেটা ধারনা করেই সঠিকভাবে ট্রেড দেয়া উচিত । তবে প্রতি বারেই যে প্রফিট আসবে এমন কোন কথা নাই । মারকেট যেকোন সময় ঘুরে যেতে পারে সে জন্ন লসের পরিমান বেশি হলে ক্লোজ করা ভাল । না হলে ক্যাশ হারাতে হতে পারে ।