-
সব ই ঠিক আছে কিন্তু কম্পিউটারের সব সুবিধা কি আপনি মোবাইলে পাবেন বলে মনে করেন? আমি মোবাইলে ব্যবহার করি কিন্তু এখানে যেমন আমরা বিভিন্ন কাস্টমাইজড ইনডিকেটর ব্যবহার করতে পারি যা মো্বাইলে কোন ভাবেই সম্ভব নয়। অবশ্য যার যার সিদ্ধান্ত তার তার কাছে। তবে আমি বলব পিসির বিকল্প মোবাইল কথনই হতে পারবে না। এটা সম্পূর্ন আমার নিজের অভিমত।
-
এন্ড্রয়েড এবং আইওএস ফোন থেকে আপনি ট্রেড করতে পারবেন Instaforex মোবাই এপ্স টি দিয়ে।এপ্স টি দিয়ে ফরেক্স নিউজ ও পাওয়া সম্ভব। তাছাড়া কোন কারেন্সি তে কত % বাই বা কত % সেল হচ্ছে তা জানতে পারবেন।কেন্ডেল স্টিক চার্ট ও দেখতে পারবেন। আরো রযেছে দারুন দারুন সিস্টেম। যেকোনো মূহর্তে ৩ সেকেন্ডের মধ্যে ট্রেড ক্লোজ করতে পারবেন।
-
ফরেক্স যেহেতু একটা অনলাইন বিজিনেসস সেহেতু আপনি আপনার মোবাইল দিয়ে ইচ্ছা করলে ট্রেড করতে পারেন,আপ্নার মোবাইলে যদি ভাল নেট ব্যাবহার করা জায় তাহলে আপনি সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে ফরেক্স মার্কেট এর সকল খোঁজ খবর নিতে পারবেন
-
হ্যা এটাই সত্যি যে, ফরেক্স মার্কেট এখন কম্পিউটার এর পাশাপাশি মোবাইলে করা যায়। আমার মতে, মোবাইলে ফরেক্স মার্কেটে ট্রেড করা সুবিধাজনক।কিন্তুু কম্পিউটারে ট্রেড করলে ভালো হয়। কিন্তুু আমি বেশির ভাগ সময় মোবাইলে ট্রেড করে থাকি।কারন মোবাইলে ট্রেড করলে আমার সুবিধা হয়।
-
হ্যাঁ ভাই আমরা আমাদের দৈনন্দিন কাজে আমরা অনেক বেস্ত থাকি তাই তখন্ত আর আমরা কম্পিওটার নিয়ে বাহিরে জেতে পারি না। তাই ইন্সটাফরেক্স আমাদের জন্য সন্দর একটি উদ্দেগ নিয়েচে যে আমরা এখন মবাইলে ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পাড়ব। এর জন্য আমাদের আর তেমন সময় ফরেক্স মার্কেট এ দিতে হবেনা। তাই আমি মনে করি আমরা আমাদের কাজের পাশাপাশি মুবাইলের মাধ্যমে ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড কোরতে পাড়ব।
-
আমি আগে যখন ফরেক্স মার্কেট সম্পর্কে শুনি তখন আমি ভাবতাম ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে কম্পিওটার প্রয়োজন। কম্পিওটাড় ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করা যাই না। কিন্তু আমার ধারনা ছিল ভুল। কারন বর্তমানে আমরা মুবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারতেছি । মুবাইল এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ বাই এবং চেল কোরতে পারচি। তাই বর্তমানে ফরেক্স মার্কেট এ ট্রেড এর জন্য আর কষ্ট করার দরকার নেই।
-
বিষয়টি আসলেই খুবই মজার কারন যেখানে মোবাইলে সব করা যাচ্ছে সেখানে কম্পিউটার অতবড় একটা জিনিসের কাছে এখন পরে থাকতে হবে না মোবাইল দিয়ে ট্রেড করতে পারলে ভাল তবে এখানে আমি মনে করি মোবাইল ছোট এখানে মার্কেট বুযা অনেকটা কঠিন তাই নতুনরা মোবাইলে ট্রেড করলে লসের সম্ভবনা বেশি থাকবে তবে যাদের ভাল দক্ষতা আছে তাদের ব্যপার আলাদা
-
বিজ্ঞানের এই উতকর্ষতার যুগে আপনি আমি চাইলে কম্পিউটারে পরিবর্তে এ্যানড্রোইট ফোনে ফরেক্সের অ্যাবস ব্যবহার করে অনায়াসে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি ফরেক্স ট্রেডিং দক্ষতায় দক্ষ যে কেউই এখন তার মোবাইল ফোনটিকে ব্যবহার করে ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করে প্রফিট বা আয় করতে পারে।
-
হ্যা ফরেক্স মার্কেটে এখোন মোবাইলে একথা সত্যি ।
এখোন ফরেক্স মার্কেটে ট্রেডিং মোবাইলে করা যায় এর জন্য ট্রেডার অনেক সুভিধা হয়েছে কারন যেকনো যায়গা থেকে ট্রেডকরা যাচ্ছে কারন কম্পিউটার সবযায়গায় নেওয়া যায় না কিন্তু মোবাইল সব যায়গায় নেওয়া যায়।
তাই ফরেক্স মার্কেট মোবাইলে এসে অনেক ভালো হলো।
-
এটা অবশ্যই ইন্সটাফরেক্সের একটা ভালো উদ্দ্যেগ বলে আমি মনে করি। কারণ কম্পিউটার সে খানে সেখানে নেওয়া যায় না। মোবাইলে সে খানে ইচ্ছা আমি বহন করতে পারি, আর মোবাইল ট্রেড করা অনেক সহজ। সব মিলিয়ে আমার ভালো লেগেছে